নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ মান্নান ইমন।
আজ মঙ্গলবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিএসইর একটি শেয়ারহোল্ডার পরিচালক পদ শূন্য ছিল। মিনহাজ মান্নান ইমন ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।
শূন্য পদে নির্বাচন করার জন্য ডিএসইর পরিচালনা পর্ষদ ১৬ অক্টোবর ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করে। কমিশনের চেয়ারম্যান করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে। কমিশনের অপর দুই সদস্য হলেন—ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং দেওয়ান আজিজুর রহমান।
আগামী ১০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। এর জন্য নির্বাচন কমিশন গত ২৮ অক্টোবর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুসারে, গত ১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ওই সময়ের মধ্যে শুধু বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি মিনহাজ মান্নান ইমন মনোনয়নপত্র দাখিল করেন। ফলে, নির্বাচন কমিশন ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক পদে তাঁকেই বিজয়ী ঘোষণা করে।
মিনহাজ মান্নান ইমন দীর্ঘ ৩৫ বছর পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত। তিনি ২০১২ সালের মার্চে প্রথমবারের মতো ডিএসইর পরিচালক নির্বাচিত হয়ে ২০১৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন৷ ২০১৮ সালের মার্চে পুনরায় পরিচালক নির্বাচিত হন এবং ২০২০ সালের সেপ্টম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন ৷
বিএলআই সিকিউরিটিজ লিমিটেড ২০০১ সালে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসইর সদস্যপদ লাভ করে ৷ মিনহাজ মান্নান ইমন ২০০৩ সালে বিএলআইয়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৷
ইমন টুমোরোল্যান্ড লিমিটেড এবং গ্রীনওয়ার্ক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ৷ তিনি চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্পোরেট সদস্য প্রাটিনাম সিকিউরিটিজ লিমিটেডের স্বত্বাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক ৷
মিনহাজ মান্নান ইমন ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন ৷ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও রহমান হক অ্যান্ড কোম্পানি থেকে ৪ বছর মেয়াদী চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স সম্পন্ন করেন৷
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ মান্নান ইমন।
আজ মঙ্গলবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিএসইর একটি শেয়ারহোল্ডার পরিচালক পদ শূন্য ছিল। মিনহাজ মান্নান ইমন ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।
শূন্য পদে নির্বাচন করার জন্য ডিএসইর পরিচালনা পর্ষদ ১৬ অক্টোবর ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করে। কমিশনের চেয়ারম্যান করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে। কমিশনের অপর দুই সদস্য হলেন—ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং দেওয়ান আজিজুর রহমান।
আগামী ১০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। এর জন্য নির্বাচন কমিশন গত ২৮ অক্টোবর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুসারে, গত ১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ওই সময়ের মধ্যে শুধু বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি মিনহাজ মান্নান ইমন মনোনয়নপত্র দাখিল করেন। ফলে, নির্বাচন কমিশন ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক পদে তাঁকেই বিজয়ী ঘোষণা করে।
মিনহাজ মান্নান ইমন দীর্ঘ ৩৫ বছর পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত। তিনি ২০১২ সালের মার্চে প্রথমবারের মতো ডিএসইর পরিচালক নির্বাচিত হয়ে ২০১৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন৷ ২০১৮ সালের মার্চে পুনরায় পরিচালক নির্বাচিত হন এবং ২০২০ সালের সেপ্টম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন ৷
বিএলআই সিকিউরিটিজ লিমিটেড ২০০১ সালে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসইর সদস্যপদ লাভ করে ৷ মিনহাজ মান্নান ইমন ২০০৩ সালে বিএলআইয়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৷
ইমন টুমোরোল্যান্ড লিমিটেড এবং গ্রীনওয়ার্ক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ৷ তিনি চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্পোরেট সদস্য প্রাটিনাম সিকিউরিটিজ লিমিটেডের স্বত্বাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক ৷
মিনহাজ মান্নান ইমন ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন ৷ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও রহমান হক অ্যান্ড কোম্পানি থেকে ৪ বছর মেয়াদী চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স সম্পন্ন করেন৷
মাস্টারকার্ড থেকে চলতি বছর চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক। গত ১৬ নভেম্বর ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪-লিডিং বাই রেজিলিয়েন্স’ শীর্ষক অনুষ্ঠানে এসব পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।
৯ মিনিট আগেপশু-প্রাণীর বিভিন্ন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট (এলআরআই)। এ উপলক্ষে আজ মঙ্গলবার শেকৃবি ও এলআরআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
২৪ মিনিট আগেমাইবিএল অ্যাপে ‘রোড টু রয়্যাল রাইড’ ক্যাম্পেইন চালু করেছে উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। রিচার্জ-ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলালিংকের প্রিপেইড গ্রাহকেরা রয়্যাল এনফিল্ড বাইক জিতে নেওয়ার সুযোগ পাবেন।
১ ঘণ্টা আগেবেক্সিমকো লিমিটেডের শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিকদের বেতন পরিশোধে ঋণ দিচ্ছে সরকার। আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে