অনলাইন ডেস্ক
এগ্রোভেট ডিভিশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জার্মানির স্বনামধন্য Boehringer Ingelheim–এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশে নিয়ে এল ফুট অ্যান্ড মাউথ ডিজিজের (ক্ষুরা রোগ) ভ্যাকসিন, AFTOVAXPUR®।
সোমবার (৪ মার্চ) ওয়েস্টিন ঢাকার বলরুমে এই ভ্যাকসিন বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন Boehringer Ingelheim–এর এনিমেল হেলথের কান্ট্রি হেড এবং ডিরেক্টর (ইন্ডিয়া) ড. বিনোদ গোপাল।
অনুষ্ঠানের কি–নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সিভাসুর সাবেক ভিসি এবং ওয়ান হেলথের ন্যাশনাল কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. নিতিশ চন্দ্র দেবনাথ।
নিরাপদ ভ্যাকসিনের ব্যবহার ও ফার্মের নতুন সমাধান হিসেবে AFTOVAXPUR® সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন Boehringer Ingelheim–এর টেকনিক্যাল ডিরেক্টর ড. নিকোলাস ডিনর্মান্ডি এবং টেকনিক্যাল ও মার্কেটিং ম্যানেজার ড. মোহামেদ আলনাহরাবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রিয়াজুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ওয়ান হেলথ, এফএও, বাংলাদেশ সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় অধ্যাপকবৃন্দসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধতন কর্মকর্তারা।
সম্মেলনে আগত অতিথিদের অর্ভ্যথনা জানান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার আরিফুজ্জামান এবং রুবাইয়াত নূরুল হাসান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন এগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব জয়ন্ত দত্ত গুপ্ত।
এগ্রোভেট ডিভিশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জার্মানির স্বনামধন্য Boehringer Ingelheim–এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশে নিয়ে এল ফুট অ্যান্ড মাউথ ডিজিজের (ক্ষুরা রোগ) ভ্যাকসিন, AFTOVAXPUR®।
সোমবার (৪ মার্চ) ওয়েস্টিন ঢাকার বলরুমে এই ভ্যাকসিন বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন Boehringer Ingelheim–এর এনিমেল হেলথের কান্ট্রি হেড এবং ডিরেক্টর (ইন্ডিয়া) ড. বিনোদ গোপাল।
অনুষ্ঠানের কি–নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সিভাসুর সাবেক ভিসি এবং ওয়ান হেলথের ন্যাশনাল কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. নিতিশ চন্দ্র দেবনাথ।
নিরাপদ ভ্যাকসিনের ব্যবহার ও ফার্মের নতুন সমাধান হিসেবে AFTOVAXPUR® সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন Boehringer Ingelheim–এর টেকনিক্যাল ডিরেক্টর ড. নিকোলাস ডিনর্মান্ডি এবং টেকনিক্যাল ও মার্কেটিং ম্যানেজার ড. মোহামেদ আলনাহরাবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রিয়াজুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ওয়ান হেলথ, এফএও, বাংলাদেশ সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় অধ্যাপকবৃন্দসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধতন কর্মকর্তারা।
সম্মেলনে আগত অতিথিদের অর্ভ্যথনা জানান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার আরিফুজ্জামান এবং রুবাইয়াত নূরুল হাসান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন এগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব জয়ন্ত দত্ত গুপ্ত।
ভোজ্যতেলের দাম যাতে না বাড়ে, সে জন্য আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট ছাড় দিয়েছিল সরকার। ব্যবসায়ীরাও দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কথা রাখেননি তাঁরা। ঘোষণা দিয়ে দাম না বাড়ালেও বাজারে খোলা তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন তাঁরা। এতে বেড়েছে দামও। এক মাসে সয়াবিনের লিটারে বেড়েছে ২০ টাকা। এ অবস্থায়
১৭ মিনিট আগেদক্ষিণের বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হয়েছে ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার। নগরীর প্রাণকেন্দ্র খান-এ-সবুর রোডে অবস্থিত কম্পিউটার পণ্যের মার্কেট জলিল টাওয়ারের তৃতীয় তলায় ওয়ালটনের কম্পিউটার পণ্যের জন্য ডেডিকেটেড এই আউটলেট চালু করা হয়েছে। এখান থেকে ক্রেতারা ওয়ালটনের সব ধরনের কম্পিউ
৪৩ মিনিট আগেশীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি সই করেছে জালালাবাদ মেটাল লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সঙ্গে এ চুক্তি করে প্রাইম ব্যাংক।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় তারল্য ঘাটটি মেটাতে দুর্বল সাতটি ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে সবল ৯টি ব্যাংক। তবে এসব দুর্বল ব্যাংক থেকে চাওয়া হয়েছিল ১১ হাজার ১০০ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আ
১০ ঘণ্টা আগে