বিজ্ঞপ্তি
দুই চাকার যান প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিভিএস মোটর কোম্পানি সম্প্রতি বাংলাদেশে নতুন টিভিএস ম্যাক্স ১২৫ চালু করার ঘোষণা দিয়েছে। মোটরসাইকেলটিতে এই সেগমেন্টের গ্রাহকের চাহিদা অনুযায়ী আধুনিক বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। নতুন এই স্টাইলিশ ও নিরাপত্তার বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের বাজারে ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা পূরণ করবে।
জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন মোটরসাইকেলের লঞ্চিং ইভেন্টের উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন। অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়, বিজনেস হেড অভিজিৎ দে, চিফ ফিন্যান্সিয়াল অফিসার অমর নাথ মজুমদার, জিএম মার্কেটিং মো. আশরাফুল হাসান, হেড অব সেলস আতিকুর রহমানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।
নতুন সংস্করণের এই টিভিএস ম্যাক্স ১২৫-এ রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, নতুন গ্রাফিকস, টিউবলেস টায়ার এবং উন্নত মাফলার। টিভিএস ম্যাক্স ইতিমধ্যে সামঞ্জস্যপূর্ণ জ্বালানি সাশ্রয়, নান্দনিক স্টাইল, স্থায়িত্ব এবং সাশ্রয়ী মূল্যের জন্য মোটরসাইকেল প্রেমীদের মধ্যে সুপরিচিত।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন বলেন, ‘আমরা আমাদের পণ্যতালিকায় নতুন টিভিএস ম্যাক্স মোটরসাইকেল যুক্ত করতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রেখে বাজারজাত করা নতুন এই ১২৫ সিসির বাইকটি জ্বালানি সাশ্রয়, পারফরমেন্স, দীর্ঘস্থায়িত্ব এবং সুযোগ-সুবিধার বিচারে সর্বোচ্চ ভূমিকা পালন করবে।’
নতুন টিভিএস ম্যাক্স ১২৫-এ যুক্ত হয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, নতুন গ্রাফিকস, টিউবলেস টায়ার এবং উন্নত মাফলার। ১২৪ দশমিক ৫৩ সিসির ইকোথ্রাস্ট ফোর-স্ট্রোক ইঞ্জিন সমৃদ্ধ স্টাইলিশ মোটরসাইকেল টিভিএস ম্যাক্স ১২৫ বাইকটি ৮০০০ আরপিএম-এ ১১ বিএইচপি শক্তি এবং ৫৫০০ আরপিএম-এ ১০.৮ এনএম টর্ক্ উৎপাদন করতে সক্ষম। ফ্রন্ট ডিস্ক ব্রেকযুক্ত ম্যাক্স ১২৫-এর রয়েছে টেলিস্কোপের ফ্রন্ট এবং সিরিজ স্প্রিং রেয়ার সাসপেনশন। এই মোটরসাইকেলটির রয়েছে সিটের নিচে নিরাপদ স্টোরেজ স্পেস, ইউএসবি পোর্টের মাধ্যমে ফোন চার্জ দেওয়ার সুবিধা। বিশেষভাবে ডিজাইন করা টেক্সচার এবং গ্রাফিক্সগুলোর স্পোর্টি ও শক্তিশালী ডিজাইনের অবিচ্ছেদ্য অংশ।
নতুন টিভিএস ম্যাক্স ১২৫ দেশজুড়ে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সব শোরুমে মোজাইক গ্রিন এবং মাউন্ট ব্লু রঙে পাওয়া যাবে। মোজাইক গ্রিন রংটি বিশেষভাবে বাংলাদেশের সবুজ রং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। মোটরসাইকেলটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৯৯৯ টাকা। মোটরসাইকেলটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন https://tvsabl.com/listings/max-125/ এই লিংকে।
দুই চাকার যান প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিভিএস মোটর কোম্পানি সম্প্রতি বাংলাদেশে নতুন টিভিএস ম্যাক্স ১২৫ চালু করার ঘোষণা দিয়েছে। মোটরসাইকেলটিতে এই সেগমেন্টের গ্রাহকের চাহিদা অনুযায়ী আধুনিক বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। নতুন এই স্টাইলিশ ও নিরাপত্তার বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের বাজারে ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা পূরণ করবে।
জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন মোটরসাইকেলের লঞ্চিং ইভেন্টের উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন। অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়, বিজনেস হেড অভিজিৎ দে, চিফ ফিন্যান্সিয়াল অফিসার অমর নাথ মজুমদার, জিএম মার্কেটিং মো. আশরাফুল হাসান, হেড অব সেলস আতিকুর রহমানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।
নতুন সংস্করণের এই টিভিএস ম্যাক্স ১২৫-এ রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, নতুন গ্রাফিকস, টিউবলেস টায়ার এবং উন্নত মাফলার। টিভিএস ম্যাক্স ইতিমধ্যে সামঞ্জস্যপূর্ণ জ্বালানি সাশ্রয়, নান্দনিক স্টাইল, স্থায়িত্ব এবং সাশ্রয়ী মূল্যের জন্য মোটরসাইকেল প্রেমীদের মধ্যে সুপরিচিত।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন বলেন, ‘আমরা আমাদের পণ্যতালিকায় নতুন টিভিএস ম্যাক্স মোটরসাইকেল যুক্ত করতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রেখে বাজারজাত করা নতুন এই ১২৫ সিসির বাইকটি জ্বালানি সাশ্রয়, পারফরমেন্স, দীর্ঘস্থায়িত্ব এবং সুযোগ-সুবিধার বিচারে সর্বোচ্চ ভূমিকা পালন করবে।’
নতুন টিভিএস ম্যাক্স ১২৫-এ যুক্ত হয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, নতুন গ্রাফিকস, টিউবলেস টায়ার এবং উন্নত মাফলার। ১২৪ দশমিক ৫৩ সিসির ইকোথ্রাস্ট ফোর-স্ট্রোক ইঞ্জিন সমৃদ্ধ স্টাইলিশ মোটরসাইকেল টিভিএস ম্যাক্স ১২৫ বাইকটি ৮০০০ আরপিএম-এ ১১ বিএইচপি শক্তি এবং ৫৫০০ আরপিএম-এ ১০.৮ এনএম টর্ক্ উৎপাদন করতে সক্ষম। ফ্রন্ট ডিস্ক ব্রেকযুক্ত ম্যাক্স ১২৫-এর রয়েছে টেলিস্কোপের ফ্রন্ট এবং সিরিজ স্প্রিং রেয়ার সাসপেনশন। এই মোটরসাইকেলটির রয়েছে সিটের নিচে নিরাপদ স্টোরেজ স্পেস, ইউএসবি পোর্টের মাধ্যমে ফোন চার্জ দেওয়ার সুবিধা। বিশেষভাবে ডিজাইন করা টেক্সচার এবং গ্রাফিক্সগুলোর স্পোর্টি ও শক্তিশালী ডিজাইনের অবিচ্ছেদ্য অংশ।
নতুন টিভিএস ম্যাক্স ১২৫ দেশজুড়ে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সব শোরুমে মোজাইক গ্রিন এবং মাউন্ট ব্লু রঙে পাওয়া যাবে। মোজাইক গ্রিন রংটি বিশেষভাবে বাংলাদেশের সবুজ রং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। মোটরসাইকেলটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৯৯৯ টাকা। মোটরসাইকেলটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন https://tvsabl.com/listings/max-125/ এই লিংকে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ মান্নান ইমন।
১ ঘণ্টা আগেযেসব হিমাগারে আলুর মজুত রয়েছে সেগুলোতে অভিযান চালানোর জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমারস সোসাইটি’ (সিসিএস) ও এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)।
৪ ঘণ্টা আগেভারতের কাঁচাবাজারে দ্রব্যমূল্য ক্রমেই বাড়ছে। প্রতিদিনে রান্নায় যেসব পণ্য প্রয়োজন হয় সেগুলোর ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। বাজারের খরচ বাড়তে থাকায় কেনার পরিমাণ কমাতে বাধ্য হচ্ছেন তাঁরা। দিল্লি–কলকাতার প্রতিটি বাজারের চিত্র একই।
৫ ঘণ্টা আগেরিটে আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তিকে অসম, অন্যায্য ও দেশের স্বার্থপরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। চুক্তির শর্তগুলো সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করতে বলা হয় রিটে। আর আদানি গ্রুপ রাজি না হলে চুক্তিটি বাতিল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়।
৬ ঘণ্টা আগে