বিজ্ঞপ্তি
রাজধানীর বনানীতে গতকাল রোববার ‘ভুটান আউটলেট’ উদ্বোধন করেছে স্টেট ট্রেডিং করপোরেশন অব ভুটান লিমিটেড (এসটিসিবিএল)। ভুটানের বিভিন্ন পণ্য এই আউটলেটে সরবরাহ করার উদ্দেশ্যে এর উদ্বোধন করা হয়েছে।
আউটলেটটি যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল ও এসটিসিবিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা শেরিং ওয়াংচুক। এ সময় রাষ্ট্রদূত/হাইকমিশনার, কূটনীতিক, বাংলাদেশ সরকারের কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
ভুটান আউটলেট কেবলমাত্র ভুটানে উৎপাদিত ফল ও খাদ্য পণ্য, পানীয়, বোতলজাত জল, সংগ্রহযোগ্য ভুটানি পোস্টেজ স্ট্যাম্প, বইসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করবে। শুধুমাত্র ব্যবসা নয় আউটলেটটির লক্ষ্য ভুটানি পণ্যের জন্য একটি উপযুক্ত গন্তব্যস্থল, যা ব্র্যান্ড ভুটানকে প্রচার করবে, আন্তর্জাতিক বাজারে বর্ধিত অ্যাকসেস পেতে ভুটানকে সহায়তা করবে। এ ছাড়া ভুটান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টদের আশা।
ভুটানের আদিম পরিবেশে প্রাকৃতিকভাবে জন্মানো এবং উৎপাদিত ১৪০ টিরও বেশি আইটেম আউটলেটে বিক্রয়ের জন্য আপাতত রয়েছে। আগামী দিনে, এসটিসিবিএল আরও বেশি ও ভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে কাজ করবে এবং ইতিমধ্যেই এর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ভুটান আউটলেটের বাংলাদেশের ম্যানেজার নোয়েল পাণ্ডে। ভুটান আউটলেট এসটিসিবিএলের ঢাকায় শাখা অফিস দ্বারা পরিচালিত ও পরিচালিত হবে।
নোয়েল পাণ্ডে বলেন, ‘সেঞ্চুরি ট্রেড সেন্টার, বিল্ডিং নম্বর ২৩, রোড নম্বর ১৭, বনানী ঠিকানায় ভুটান আউটলেটে আমরা সবাইকে স্বাগত জানাই। ভুটানের হিমালয় রাজ্য থেকে বাংলাদেশের বিচক্ষণ গ্রাহকদের বিস্তৃত প্রাকৃতিক পণ্য সরবরাহ করার পাশাপাশি, আউটলেটটি তার দর্শকদের ভুটানের কালজয়ী ঐতিহ্য, অনন্য সংস্কৃতি এবং গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের স্থায়ী চেতনার অন্বেষণ ও অভিজ্ঞতার সুযোগও দেবে এর খাঁটি ভুটানি পণ্যের মাধ্যমে।’
রাজধানীর বনানীতে গতকাল রোববার ‘ভুটান আউটলেট’ উদ্বোধন করেছে স্টেট ট্রেডিং করপোরেশন অব ভুটান লিমিটেড (এসটিসিবিএল)। ভুটানের বিভিন্ন পণ্য এই আউটলেটে সরবরাহ করার উদ্দেশ্যে এর উদ্বোধন করা হয়েছে।
আউটলেটটি যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল ও এসটিসিবিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা শেরিং ওয়াংচুক। এ সময় রাষ্ট্রদূত/হাইকমিশনার, কূটনীতিক, বাংলাদেশ সরকারের কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
ভুটান আউটলেট কেবলমাত্র ভুটানে উৎপাদিত ফল ও খাদ্য পণ্য, পানীয়, বোতলজাত জল, সংগ্রহযোগ্য ভুটানি পোস্টেজ স্ট্যাম্প, বইসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করবে। শুধুমাত্র ব্যবসা নয় আউটলেটটির লক্ষ্য ভুটানি পণ্যের জন্য একটি উপযুক্ত গন্তব্যস্থল, যা ব্র্যান্ড ভুটানকে প্রচার করবে, আন্তর্জাতিক বাজারে বর্ধিত অ্যাকসেস পেতে ভুটানকে সহায়তা করবে। এ ছাড়া ভুটান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টদের আশা।
ভুটানের আদিম পরিবেশে প্রাকৃতিকভাবে জন্মানো এবং উৎপাদিত ১৪০ টিরও বেশি আইটেম আউটলেটে বিক্রয়ের জন্য আপাতত রয়েছে। আগামী দিনে, এসটিসিবিএল আরও বেশি ও ভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে কাজ করবে এবং ইতিমধ্যেই এর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ভুটান আউটলেটের বাংলাদেশের ম্যানেজার নোয়েল পাণ্ডে। ভুটান আউটলেট এসটিসিবিএলের ঢাকায় শাখা অফিস দ্বারা পরিচালিত ও পরিচালিত হবে।
নোয়েল পাণ্ডে বলেন, ‘সেঞ্চুরি ট্রেড সেন্টার, বিল্ডিং নম্বর ২৩, রোড নম্বর ১৭, বনানী ঠিকানায় ভুটান আউটলেটে আমরা সবাইকে স্বাগত জানাই। ভুটানের হিমালয় রাজ্য থেকে বাংলাদেশের বিচক্ষণ গ্রাহকদের বিস্তৃত প্রাকৃতিক পণ্য সরবরাহ করার পাশাপাশি, আউটলেটটি তার দর্শকদের ভুটানের কালজয়ী ঐতিহ্য, অনন্য সংস্কৃতি এবং গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের স্থায়ী চেতনার অন্বেষণ ও অভিজ্ঞতার সুযোগও দেবে এর খাঁটি ভুটানি পণ্যের মাধ্যমে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৫ ঘণ্টা আগেপণ্যবাহী যানবাহনের জট কমানো এবং বন্দর কার্যক্রমে আরও গতি আনতে চলতি মাসের শেষ দিকে সম্পূর্ণ ডিজিটাল গেট ফি
৬ ঘণ্টা আগেবেরিয়ে আসতে শুরু করেছে খেলাপি ঋণের প্রকৃত চিত্র। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, দেশের ব্যাংকগুলোয় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের
৬ ঘণ্টা আগেআসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সঙ্গে পণ্যের দামও যৌক্তিক পর্যায়ে রাখতে উদ্যোগী হয়েছে।
৭ ঘণ্টা আগে