বিজ্ঞপ্তি
‘একসঙ্গে সবাই, চলুন, রুখে দেই!’ —এই প্রতিজ্ঞাকে সঙ্গে নিয়ে স্তন ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অক্টোবর মাসব্যাপী নানামুখী কার্যক্রম পালন করছে আইপিডিসি ফাইন্যান্স-এর নারী গ্রাহক ভিত্তিক রিটেইল প্রোডাক্ট প্ল্যাটফর্ম ‘আইপিডিসি প্রীতি’।
এর অধীনে সম্প্রতি আইপিডিসির প্রধান কার্যালয়ে বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) ও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহযোগিতায় গ্রাহক ও কর্মীদের জন্য অনুষ্ঠিত হয় স্তন ক্যানসার সচেতনতা নিয়ে বিশেষ ওয়ার্কশপ।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন—সাভরিনা আরিফিন, হেড অব রিটেইল বিজনেস, আইপিডিসি ফাইন্যান্স; মাহজাবীন ফেরদৌস, জেনারেল সেক্রেটারি ও ট্রাস্টি, ব্যানক্যাট; অমিতাভ ভট্টাচার্য, প্রধান, বিজনেস ডেভেলপমেন্ট, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ডা. আলী নাফিসা, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ফারাহ্ দীবা, সিনিয়র ডায়েটিশিয়ান, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; পাপিয়া সুলতানা, হেড অব প্রীতি, আইপিডিসি ফাইন্যান্সসহ গ্রাহক এবং আইপিডিসির নারী কর্মকর্তারা।
ডা. আলী নাফিসা স্তন ক্যানসারের লক্ষণ এবং প্রতিরোধের জন্য করণীয় নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। পুষ্টি বিশেষজ্ঞ ফারাহ্ দীবা স্তন ক্যানসার প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাসের ধারণা দেন তাঁর বক্তব্যে।
এ ছাড়া ওয়ার্কশপে উপস্থিত অংশগ্রহণকারীদের জন্য বিনা খরচে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।
‘একসঙ্গে সবাই, চলুন, রুখে দেই!’ —এই প্রতিজ্ঞাকে সঙ্গে নিয়ে স্তন ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অক্টোবর মাসব্যাপী নানামুখী কার্যক্রম পালন করছে আইপিডিসি ফাইন্যান্স-এর নারী গ্রাহক ভিত্তিক রিটেইল প্রোডাক্ট প্ল্যাটফর্ম ‘আইপিডিসি প্রীতি’।
এর অধীনে সম্প্রতি আইপিডিসির প্রধান কার্যালয়ে বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) ও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহযোগিতায় গ্রাহক ও কর্মীদের জন্য অনুষ্ঠিত হয় স্তন ক্যানসার সচেতনতা নিয়ে বিশেষ ওয়ার্কশপ।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন—সাভরিনা আরিফিন, হেড অব রিটেইল বিজনেস, আইপিডিসি ফাইন্যান্স; মাহজাবীন ফেরদৌস, জেনারেল সেক্রেটারি ও ট্রাস্টি, ব্যানক্যাট; অমিতাভ ভট্টাচার্য, প্রধান, বিজনেস ডেভেলপমেন্ট, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ডা. আলী নাফিসা, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ফারাহ্ দীবা, সিনিয়র ডায়েটিশিয়ান, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; পাপিয়া সুলতানা, হেড অব প্রীতি, আইপিডিসি ফাইন্যান্সসহ গ্রাহক এবং আইপিডিসির নারী কর্মকর্তারা।
ডা. আলী নাফিসা স্তন ক্যানসারের লক্ষণ এবং প্রতিরোধের জন্য করণীয় নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। পুষ্টি বিশেষজ্ঞ ফারাহ্ দীবা স্তন ক্যানসার প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাসের ধারণা দেন তাঁর বক্তব্যে।
এ ছাড়া ওয়ার্কশপে উপস্থিত অংশগ্রহণকারীদের জন্য বিনা খরচে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।
দেশের মৎস্য খাতকে এগিয়ে নিতে ২০১৯ সালের জানুয়ারিতে ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প’ নামে নিজেদের সবচেয়ে বড় প্রকল্পটি শুরু করে মৎস্য অধিদপ্তর। প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মেয়াদ বাকি আর সাত মাস। অথচ কাজের অগ্রগতি মাত্র ৬৫ শতাংশ। এই অবস্থায় মেয়াদের শেষ বছরে এসে বড় আ
৮ মিনিট আগেসাউথইস্ট ব্যাংক পিএলসি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়া নারী ফুটবল দলের সদস্য ও স্টাফদের সংবর্ধনা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১২ মিনিট আগেভোজ্যতেলের দাম যাতে না বাড়ে, সে জন্য আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট ছাড় দিয়েছিল সরকার। ব্যবসায়ীরাও দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কথা রাখেননি তাঁরা। ঘোষণা দিয়ে দাম না বাড়ালেও বাজারে খোলা তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন তাঁরা। এতে বেড়েছে দামও। এক মাসে সয়াবিনের লিটারে বেড়েছে ২০ টাকা। এ অবস্থায়
৪১ মিনিট আগেদক্ষিণের বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হয়েছে ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার। নগরীর প্রাণকেন্দ্র খান-এ-সবুর রোডে অবস্থিত কম্পিউটার পণ্যের মার্কেট জলিল টাওয়ারের তৃতীয় তলায় ওয়ালটনের কম্পিউটার পণ্যের জন্য ডেডিকেটেড এই আউটলেট চালু করা হয়েছে। এখান থেকে ক্রেতারা ওয়ালটনের সব ধরনের কম্পিউ
১ ঘণ্টা আগে