বিজ্ঞপ্তি
চর ও উপকূলীয় জনগোষ্ঠীর ১০ হাজার সুবিধাভোগীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাসমান হাসপাতাল জীবন খেয়াকে অর্থায়ন করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট ও বিভিন্ন স্বাস্থ্যকর্মী এই ভাসমান হাসপাতালে খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালীর প্রত্যন্ত এলাকায় রোগীদের স্বাস্থ্যসেবা দেবেন।
জীবন খেয়া ৪০ (চল্লিশ) দিনের জন্য দেশের নদীপথে ভ্রমণ করবে এবং ২৯টি এলাকায় স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করবে। এই কর্মসূচির অংশ হিসেবে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি স্বাস্থ্য ক্যাম্পে রোগীরা স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেল প্রেসক্রিপশন, বিশেষজ্ঞ পরামর্শ ইত্যাদি উন্নতমানের চিকিৎসাসেবার সুবিধা পাবেন। এ ছাড়া, তাদের সপ্তাহব্যাপী ওষুধ এবং পুষ্টিকর খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে। যেসব রোগী স্বাস্থ্য ক্যাম্পে বা জীবন খেয়ায় চিকিৎসা নেবেন তারা কল-সেন্টার পরিষেবার মাধ্যমে চিকিৎসা-পরবর্তী সহায়তা পাবেন।
এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘আমাদের দেশের প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠীদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সেবা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশ মোকাবিলায় আমাদের সহায়তার প্রয়োজন। “জীবন খেয়া” বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়তা করবে যাতে কেউ পিছিয়ে না থাকে।’
বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাস বলেন, ‘উপকূলীয় এলাকার চরাঞ্চলের বাসিন্দাদের শহুরে স্বাস্থ্যসেবা পেতে শুধু পরিবহনের পিছেই হাজারো টাকা খরচ করতে হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থায়নে এই ভাসমান হাসপাতাল “জীবন খেয়া” ১০ হাজারের বেশি মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেবে।’
চর ও উপকূলীয় জনগোষ্ঠীর ১০ হাজার সুবিধাভোগীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাসমান হাসপাতাল জীবন খেয়াকে অর্থায়ন করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট ও বিভিন্ন স্বাস্থ্যকর্মী এই ভাসমান হাসপাতালে খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালীর প্রত্যন্ত এলাকায় রোগীদের স্বাস্থ্যসেবা দেবেন।
জীবন খেয়া ৪০ (চল্লিশ) দিনের জন্য দেশের নদীপথে ভ্রমণ করবে এবং ২৯টি এলাকায় স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করবে। এই কর্মসূচির অংশ হিসেবে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি স্বাস্থ্য ক্যাম্পে রোগীরা স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেল প্রেসক্রিপশন, বিশেষজ্ঞ পরামর্শ ইত্যাদি উন্নতমানের চিকিৎসাসেবার সুবিধা পাবেন। এ ছাড়া, তাদের সপ্তাহব্যাপী ওষুধ এবং পুষ্টিকর খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে। যেসব রোগী স্বাস্থ্য ক্যাম্পে বা জীবন খেয়ায় চিকিৎসা নেবেন তারা কল-সেন্টার পরিষেবার মাধ্যমে চিকিৎসা-পরবর্তী সহায়তা পাবেন।
এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘আমাদের দেশের প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠীদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সেবা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশ মোকাবিলায় আমাদের সহায়তার প্রয়োজন। “জীবন খেয়া” বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়তা করবে যাতে কেউ পিছিয়ে না থাকে।’
বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাস বলেন, ‘উপকূলীয় এলাকার চরাঞ্চলের বাসিন্দাদের শহুরে স্বাস্থ্যসেবা পেতে শুধু পরিবহনের পিছেই হাজারো টাকা খরচ করতে হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থায়নে এই ভাসমান হাসপাতাল “জীবন খেয়া” ১০ হাজারের বেশি মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেবে।’
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ মান্নান ইমন।
১ ঘণ্টা আগেযেসব হিমাগারে আলুর মজুত রয়েছে সেগুলোতে অভিযান চালানোর জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমারস সোসাইটি’ (সিসিএস) ও এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)।
৪ ঘণ্টা আগেভারতের কাঁচাবাজারে দ্রব্যমূল্য ক্রমেই বাড়ছে। প্রতিদিনে রান্নায় যেসব পণ্য প্রয়োজন হয় সেগুলোর ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। বাজারের খরচ বাড়তে থাকায় কেনার পরিমাণ কমাতে বাধ্য হচ্ছেন তাঁরা। দিল্লি–কলকাতার প্রতিটি বাজারের চিত্র একই।
৫ ঘণ্টা আগেরিটে আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তিকে অসম, অন্যায্য ও দেশের স্বার্থপরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। চুক্তির শর্তগুলো সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করতে বলা হয় রিটে। আর আদানি গ্রুপ রাজি না হলে চুক্তিটি বাতিল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়।
৬ ঘণ্টা আগে