নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের বিদ্যমান প্রবৃদ্ধির কাঠামো টেকসই নয়। ধারাবাহিক প্রবৃদ্ধির পথে বাণিজ্য প্রতিযোগিতায় সীমিত সক্ষমতা; দুর্বল ও ঝুঁকিপূর্ণ আর্থিক খাত এবং ভারসাম্যহীন নগরায়ণ—এ তিনটি বাধা রয়েছে। বাধাগুলো দূর করাসহ প্রবৃদ্ধি কাঠামো সংস্কার না হলে ২০৩৫ থেকে ২০৩৯ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ শতাংশে নেমে যাওয়ার আশঙ্কা করছে বিশ্বব্যাংক।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ কান্ট্রি ইকোনমিক মেমোরেন্ডাম’-এর অংশ হিসেবে ‘চেঞ্জ অব ফেব্রিক’ প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান ড্যান চেন, সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, সিনিয়র ইকোনমিস্ট নোরা ডিহেল, সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বর্তমান গড় জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ। বিভিন্ন খাতে সংস্কার না হলে এটি ক্রমেই নিচের দিকে যাবে। ২০২১ থেকে ২০২৫ সালে গড়ে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি থাকবে। তবে ২০২৬-৩০ সালের মধ্যে আরও কমে ৬ শতাংশে, পরের পাঁচ বছরে ৫ দশমিক ৫ শতাংশে এবং ২০৩৬-৪১ সালে এটি ৫ শতাংশে নেমে আসবে।
কিছুটা সংস্কার হলে পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে। ২০২১-২৫ সময়ে প্রবৃদ্ধি গড়ে ৬ দশমিক ৮ শতাংশ, পরের পাঁচ বছরে সাড়ে ৬ শতাংশ, তার পরের পাঁচ বছরে ৬ দশমিক ২ শতাংশ এবং ২০৩৬-৪১ সময়ে ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। কিন্তু ভালো সংস্কার হলে প্রবৃদ্ধিও বর্তমানের চেয়ে ভালো হবে। তাতে ২০২১-২৫ সময়ে গড়ে ৭ শতাংশ, ২০২৬-৩০ সালে ৭ দশমিক ৪ শতাংশ, ২০৩১ থেকে ৩৫ সালে ৭ দশমিক ৪ শতাংশ এবং ২০৩৬-৪১ সময়ে প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বিশ্বব্যাংকের কিছু প্রস্তাব আমরা গ্রহণ করতে পারি; তৈরি পোশাক রপ্তানির ওপর নির্ভরশীলতা কমানো, ব্যাংকিং সেক্টরকে গতিশীল করা ইত্যাদি। ব্যাংকিং খাতসহ বিভিন্ন খাতে সমস্যা আছে; অনেক ব্যর্থতা আছে। এসব খাতের সংস্কার করতে হবে। আমরা পুরো সংস্কার না পারলেও কিছুটা করতে পারব। আমাদের বৈদেশিক বাণিজ্যিক ঘাটতি প্রচুর। ১ টাকা রপ্তানি করলে ১০ টাকা আমদানি করতে হয়। এ ক্ষেত্রে ঘাটতি কমাতে রাজনৈতিকভাবে বসে কথা বলা প্রয়োজন।’
মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক অর্থনীতির একটি চাপ আছে, এটি সত্যি কথা। তবে রাজনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। আশা করি, ঝড় আসবে না। সামনে রাজনৈতিক সংঘাত নয়, অনিশ্চয়তা আছে। এর জন্য রাজনীতিবিদদের আলোচনার পথে আসতে হবে।’
মোটাদাগে, বাণিজ্য প্রতিযোগিতার ক্ষয় রোধ করা, আর্থিক খাতে দুর্বলতা মোকাবিলা করা এবং সুশৃঙ্খল নগরায়ণ প্রক্রিয়া নিশ্চিত করা—এই তিন বিষয়ে জোর দিয়েছে বিশ্বব্যাংক। প্রবৃদ্ধির হার ধরে রাখতে সংস্থাটির পরামর্শের মধ্যে রয়েছে রপ্তানি আয় বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনতে হবে। অতিরিক্ত শুল্ক-কর বাণিজ্যে সক্ষমতা কমাচ্ছে, তাই করহার যৌক্তিক করতে হবে। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক-আর্থিক খাতের গুরুত্ব বাড়বে, কিন্তু দেশের আর্থিক খাত অতটা গভীর নয়। এ খাতের উন্নতি পর্যাপ্ত নয়।
সংস্থাটি বলছে, দেশের জিডিপির এক-পঞ্চমাংশ এবং আনুষ্ঠানিক কর্মসংস্থানের প্রায় অর্ধেক বৃহত্তর ঢাকাকেন্দ্রিক। পরবর্তী ধাপের উন্নয়নের জন্য ভারসাম্যপূর্ণ আধুনিক নগরায়ণের দিকে মনোযোগ দিতে হবে। ইতিমধ্যেই ঘনবসতিপূর্ণ রাজধানীকে আরও প্রস্তুতি নিতে হবে।
বাংলাদেশের বিদ্যমান প্রবৃদ্ধির কাঠামো টেকসই নয়। ধারাবাহিক প্রবৃদ্ধির পথে বাণিজ্য প্রতিযোগিতায় সীমিত সক্ষমতা; দুর্বল ও ঝুঁকিপূর্ণ আর্থিক খাত এবং ভারসাম্যহীন নগরায়ণ—এ তিনটি বাধা রয়েছে। বাধাগুলো দূর করাসহ প্রবৃদ্ধি কাঠামো সংস্কার না হলে ২০৩৫ থেকে ২০৩৯ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ শতাংশে নেমে যাওয়ার আশঙ্কা করছে বিশ্বব্যাংক।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ কান্ট্রি ইকোনমিক মেমোরেন্ডাম’-এর অংশ হিসেবে ‘চেঞ্জ অব ফেব্রিক’ প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান ড্যান চেন, সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, সিনিয়র ইকোনমিস্ট নোরা ডিহেল, সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বর্তমান গড় জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ। বিভিন্ন খাতে সংস্কার না হলে এটি ক্রমেই নিচের দিকে যাবে। ২০২১ থেকে ২০২৫ সালে গড়ে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি থাকবে। তবে ২০২৬-৩০ সালের মধ্যে আরও কমে ৬ শতাংশে, পরের পাঁচ বছরে ৫ দশমিক ৫ শতাংশে এবং ২০৩৬-৪১ সালে এটি ৫ শতাংশে নেমে আসবে।
কিছুটা সংস্কার হলে পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে। ২০২১-২৫ সময়ে প্রবৃদ্ধি গড়ে ৬ দশমিক ৮ শতাংশ, পরের পাঁচ বছরে সাড়ে ৬ শতাংশ, তার পরের পাঁচ বছরে ৬ দশমিক ২ শতাংশ এবং ২০৩৬-৪১ সময়ে ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। কিন্তু ভালো সংস্কার হলে প্রবৃদ্ধিও বর্তমানের চেয়ে ভালো হবে। তাতে ২০২১-২৫ সময়ে গড়ে ৭ শতাংশ, ২০২৬-৩০ সালে ৭ দশমিক ৪ শতাংশ, ২০৩১ থেকে ৩৫ সালে ৭ দশমিক ৪ শতাংশ এবং ২০৩৬-৪১ সময়ে প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বিশ্বব্যাংকের কিছু প্রস্তাব আমরা গ্রহণ করতে পারি; তৈরি পোশাক রপ্তানির ওপর নির্ভরশীলতা কমানো, ব্যাংকিং সেক্টরকে গতিশীল করা ইত্যাদি। ব্যাংকিং খাতসহ বিভিন্ন খাতে সমস্যা আছে; অনেক ব্যর্থতা আছে। এসব খাতের সংস্কার করতে হবে। আমরা পুরো সংস্কার না পারলেও কিছুটা করতে পারব। আমাদের বৈদেশিক বাণিজ্যিক ঘাটতি প্রচুর। ১ টাকা রপ্তানি করলে ১০ টাকা আমদানি করতে হয়। এ ক্ষেত্রে ঘাটতি কমাতে রাজনৈতিকভাবে বসে কথা বলা প্রয়োজন।’
মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক অর্থনীতির একটি চাপ আছে, এটি সত্যি কথা। তবে রাজনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। আশা করি, ঝড় আসবে না। সামনে রাজনৈতিক সংঘাত নয়, অনিশ্চয়তা আছে। এর জন্য রাজনীতিবিদদের আলোচনার পথে আসতে হবে।’
মোটাদাগে, বাণিজ্য প্রতিযোগিতার ক্ষয় রোধ করা, আর্থিক খাতে দুর্বলতা মোকাবিলা করা এবং সুশৃঙ্খল নগরায়ণ প্রক্রিয়া নিশ্চিত করা—এই তিন বিষয়ে জোর দিয়েছে বিশ্বব্যাংক। প্রবৃদ্ধির হার ধরে রাখতে সংস্থাটির পরামর্শের মধ্যে রয়েছে রপ্তানি আয় বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনতে হবে। অতিরিক্ত শুল্ক-কর বাণিজ্যে সক্ষমতা কমাচ্ছে, তাই করহার যৌক্তিক করতে হবে। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক-আর্থিক খাতের গুরুত্ব বাড়বে, কিন্তু দেশের আর্থিক খাত অতটা গভীর নয়। এ খাতের উন্নতি পর্যাপ্ত নয়।
সংস্থাটি বলছে, দেশের জিডিপির এক-পঞ্চমাংশ এবং আনুষ্ঠানিক কর্মসংস্থানের প্রায় অর্ধেক বৃহত্তর ঢাকাকেন্দ্রিক। পরবর্তী ধাপের উন্নয়নের জন্য ভারসাম্যপূর্ণ আধুনিক নগরায়ণের দিকে মনোযোগ দিতে হবে। ইতিমধ্যেই ঘনবসতিপূর্ণ রাজধানীকে আরও প্রস্তুতি নিতে হবে।
নেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...
৫ ঘণ্টা আগেমূল্যস্ফীতির প্রভাব মধ্য ও নিম্ন আয়ের শ্রেণির মধ্যে প্রধানত ভোগের ওপর পড়ছে, কিন্তু উচ্চ আয়ের মানুষদের ওপর এর তেমন প্রভাব নেই। সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিলাসদ্রব্যে মানুষের ব্যয় বাড়ছে। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক মার্সিডিজ–বেঞ্জের গাড়ি বিক্রি এ বছরের প্রথম নয় মাসে ভারতে ১৩ শতাংশ বেড়েছে, যা
৬ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
১০ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
১০ ঘণ্টা আগে