নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইনস্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর লাগামহীনভাবে বাড়ছে। গত কয়েক দিনে কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ‘কারসাজির’ মাধ্যমে দর বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টরা। বিষয়টি খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও।
গত বৃহস্পতিবার ইস্টার্ন ইনস্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৬৩ টাকা। গত ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৮ টাকা। ৬ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ৩১ শতাংশের মতো। তবে গতকাল রোববার শেয়ারদর কমেছে ১ টাকা ৪০ পয়সা।
এদিকে বৃহস্পতিবারে এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর ছিল ৬৮ টাকা। তার আগে ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৩ টাকা। অর্থাৎ ১৫ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ২৮ শতাংশের বেশি। তবে গতকাল দর কমেছে ৫ টাকা ৩০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিগুলোকে শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিশ পাঠিয়েছিল। এর জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানান সংশ্লিষ্টরা।
শেয়ারদর বাড়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির কর্মকর্তারা জানান, তাঁরা কোম্পানির শেয়ার কেনাবেচা করেন না। শেয়ারদর বাড়ার বিষয়ে কিছুই বলতে পারবেন না।
মাসুম জামান নামের এক বিনিয়োগকারী বলেন, বেশ কিছুদিন ধরে ইস্টার্ন এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করে দর বাড়ানো হচ্ছে। তা না হলে কয়েক দিনের মধ্যেই ১৫ টাকা পর্যন্ত দর বাড়ত না।
এ প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ার পেছনে কোনো অনিয়ম হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইনস্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর লাগামহীনভাবে বাড়ছে। গত কয়েক দিনে কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ‘কারসাজির’ মাধ্যমে দর বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টরা। বিষয়টি খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও।
গত বৃহস্পতিবার ইস্টার্ন ইনস্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৬৩ টাকা। গত ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৮ টাকা। ৬ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ৩১ শতাংশের মতো। তবে গতকাল রোববার শেয়ারদর কমেছে ১ টাকা ৪০ পয়সা।
এদিকে বৃহস্পতিবারে এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর ছিল ৬৮ টাকা। তার আগে ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৩ টাকা। অর্থাৎ ১৫ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ২৮ শতাংশের বেশি। তবে গতকাল দর কমেছে ৫ টাকা ৩০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিগুলোকে শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিশ পাঠিয়েছিল। এর জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানান সংশ্লিষ্টরা।
শেয়ারদর বাড়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির কর্মকর্তারা জানান, তাঁরা কোম্পানির শেয়ার কেনাবেচা করেন না। শেয়ারদর বাড়ার বিষয়ে কিছুই বলতে পারবেন না।
মাসুম জামান নামের এক বিনিয়োগকারী বলেন, বেশ কিছুদিন ধরে ইস্টার্ন এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করে দর বাড়ানো হচ্ছে। তা না হলে কয়েক দিনের মধ্যেই ১৫ টাকা পর্যন্ত দর বাড়ত না।
এ প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ার পেছনে কোনো অনিয়ম হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
মূল্যস্ফীতির প্রভাব মধ্য ও নিম্ন আয়ের শ্রেণির মধ্যে প্রধানত ভোগের ওপর পড়ছে, কিন্তু উচ্চ আয়ের মানুষদের ওপর এর তেমন প্রভাব নেই। সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিলাসদ্রব্যে মানুষের ব্যয় বাড়ছে। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক মার্সিডিজ–বেঞ্জের গাড়ি বিক্রি এ বছরের প্রথম নয় মাসে ভারতে ১৩ শতাংশ বেড়েছে, যা
১ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
৪ ঘণ্টা আগে