বছরে ৯০০ কোটি টাকার হালাল পণ্য রপ্তানি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১৭: ২৯

হালাল পণ্য রপ্তানির মাধ্যমে বছরে ৯০০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই তথ্য তুলে ধরেন। 

অর্থমন্ত্রী বলেন, পণ্যের মান প্রণয়নকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ট টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই ৮৪টি হালাল পণ্যের সদন দিয়েছে। রপ্তানি বাড়াতে হালাল পণ্য সনদ নীতিমালা-২০২৩ প্রণয়ন করা হয়েছে। রপ্তানি বাড়াতে কার্যক্রম পদক্ষেপ নেওয়া হয়েছে। 

অর্থমন্ত্রী আরও জানান, ইউরিয়া সারের আমদানি নির্ভরতা কমাতে চার হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের মাধ্যমে বাণিজ্যিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। ৯ লাখ ২৪ হাজার টন সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিনির্ভর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে ৫৪৫ টাকা ৩৩ লাখ টাকা ব্যয়ে ১৩টি এবং দ্বিতীয় পর্যায়ে এক হাজার ৯৮৩ কোটি চার লাখ টাকা ব্যয়ে ৩৪টি বাফার গুদাম নির্মাণকাজ হাতে নেওয়া হয়েছে। 

অর্থমন্ত্রী বলেন, দেশের চামড়া শিল্পকে শক্তিশালী করে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে সাভারে বিসিক চামড়া শিল্পনগরী ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকায় আরও তিনটি চামড়া শিল্পনগরী স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যশোর জেলার রাজারহাটে নতুন একটি চামড়া শিল্পনগরী স্থাপনের জন্য প্রাথমিকভাবে রামনগর ভাটপাড়া মৌজায় ৫০ একর জমি নির্বাচন করা হয়েছে। 

আগামী অর্থ বছরের শিল্প মন্ত্রণালয়ের জন্য দুই হাজার ৫১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল তিন হাজার ২৪ কোটি টাকা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত