নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি ট্রাকে সয়াবিন তেল, ডাল, আলু ও পেঁয়াজ বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবি। আজ সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।
ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের বাইরে থাকা মানুষেরা এসব পণ্য কিনতে পারবেন।
তপন কান্তি ঘোষ বলেন, রাজধানীতে অনেক দরিদ্র ও ভাসমান মানুষ বসবাস করছেন। যাঁদের জাতীয় পরিচয়পত্র গ্রামের ঠিকানায় করা। এ জন্য তাঁরা বঞ্চিত হচ্ছেন। এসব দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার খোলাবাজারে তেল-ডাল-আলু ও পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
বাণিজ্যসচিব বলেন, সম্প্রতি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যাতে করে নিম্ন আয়ের ও ভাসমান মানুষেরা এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পারে। তবে ফ্যামিলি কার্ডধারীরা যদি লাইনে এসে দাঁড়ান সে ক্ষেত্রে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়বে বলেও মনে করেন তিনি।
কত দিন এ কার্যক্রম চলবে এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলেননি সচিব। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এভাবে খোলা বাজারে তেল-ডাল-আলু ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।
টিসিবির খোলা ট্রাকে আলু প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, ডাল ৬০ টাকা ও তেল ১০০ টাকা লিটারে বিক্রি করা হবে।
আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি ট্রাকে সয়াবিন তেল, ডাল, আলু ও পেঁয়াজ বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবি। আজ সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।
ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের বাইরে থাকা মানুষেরা এসব পণ্য কিনতে পারবেন।
তপন কান্তি ঘোষ বলেন, রাজধানীতে অনেক দরিদ্র ও ভাসমান মানুষ বসবাস করছেন। যাঁদের জাতীয় পরিচয়পত্র গ্রামের ঠিকানায় করা। এ জন্য তাঁরা বঞ্চিত হচ্ছেন। এসব দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার খোলাবাজারে তেল-ডাল-আলু ও পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
বাণিজ্যসচিব বলেন, সম্প্রতি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যাতে করে নিম্ন আয়ের ও ভাসমান মানুষেরা এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পারে। তবে ফ্যামিলি কার্ডধারীরা যদি লাইনে এসে দাঁড়ান সে ক্ষেত্রে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়বে বলেও মনে করেন তিনি।
কত দিন এ কার্যক্রম চলবে এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলেননি সচিব। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এভাবে খোলা বাজারে তেল-ডাল-আলু ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।
টিসিবির খোলা ট্রাকে আলু প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, ডাল ৬০ টাকা ও তেল ১০০ টাকা লিটারে বিক্রি করা হবে।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
২১ মিনিট আগেপ্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় সেল ইভেন্ট দারাজ ১১.১১। প্রথম দিনেই ক্রেতাদের ভিড় জমে উঠেছে দারাজে। সারা দেশের মানুষ মেতে উঠেছে উৎসবের আমেজে, যেখানে পছন্দের পণ্যে মেলে দারুণ সব অফার, আর কেনাকাটার অভিজ্ঞতা ভাগাভাগি করে চলেছে সবাই।
৩২ মিনিট আগেবাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-ষষ্ঠ বর্ষ’-এর চট্টগ্রাম বিভাগের বাছাইপর্ব আগামীকাল শনিবার চট্টগ্রাম শহরের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস
৩৯ মিনিট আগেআগামী রমজানে খেজুরের দাম সহনীয় রাখতে ট্যারিফ ভ্যালু যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা এবং আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর প্রস্তাব দিয়েছে ট্যারিফ কমিশন। কমিশন বলছে, খেজুরের আমদানি শুল্ক ২৫ থেকে ১৫ শতাংশ এবং অগ্রিম কর ১০ থেকে ৩ শতাংশ করা হোক।
১ ঘণ্টা আগে