অনলাইন ডেস্ক
পাবনার রূপপুরে নির্মিতব্য দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম পারমাণবিক চুল্লি সংযোজনের কাজ শেষ হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এই প্রকল্পের নকশাকারী ও প্রধান ঠিকাদার রুশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোসাটম।
রোসাটমের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম পারমাণবিক রিঅ্যাক্টর বা চুল্লি সংযোজনের কাজ সম্পন্ন হয়েছে। এই কাজটি অ্যাটমস্ট্রোয়েক্সপোর্ট জেএসসি, অ্যাটমটেখেনার্জো জেএসসি এবং রোসেনার্জোঅ্যাটম কনসার্ন জেএসসির বিশেষজ্ঞরা সম্মিলিতভাবে এই কাজ সম্পন্ন করেছেন।
রিঅ্যাক্টর বা চুল্লির অ্যাসেম্বল বা সংযোজন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ছিল—এর ভেতরের যন্ত্রপাতি যেমন একটি শ্যাফ্ট ও বাফেল স্থাপন, ফুয়েল অ্যাসেম্বলি সিমুলেটর স্থাপন, প্রোটেক্টিভ পাইপ ইউনিট ও আপার ইউনিট স্থাপন এবং এসএএমএস সেন্সর স্থাপন। পরবর্তী ধাপে, রিঅ্যাক্টর প্ল্যান্টের যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করার জন্য হাইড্রোলিক টেস্টি সম্পন্ন হবে।
এই চুল্লি সংযোজনের বিষয়ে অ্যাটমস্ট্রোয়েক্সপোর্ট জেএসসি এর ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্সেই দেরি বলেন, ‘রিঅ্যাক্টর বা চুল্লির সংযোজন সম্পন্ন হওয়া এবং প্রধান পরীক্ষার প্রস্তুতি নেওয়া একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা ভবিষ্যৎ পাওয়ার ইউনিটের কার্যকর পরিচালনার জন্য অপরিহার্য। আমরা নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ, অবিচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য পরিচালনার দায়িত্বে রয়েছি। তাই আমরা প্রতিটি কাজের ধাপ সাবধানে পর্যবেক্ষণ করি, আমাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করি—যা আমাদের অন্যান্য নির্মাণ প্রকল্পগুলোতে বহুবার পরীক্ষা করা হয়েছে। পরিশেষে বলতে চাই, এটি বাংলাদেশের টেকসই এবং সমৃদ্ধিশালী জ্বালানি ভবিষ্যতের দিকে অবদান রাখবে।’
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে দুটি ইউনিট থাকবে এবং এর মোট উৎপাদন সক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে স্থাপিত হবে থ্রি+ প্রজন্মের রুশ ভিভিইআর–১২০০ রিঅ্যাক্টর। এই প্রকল্পের নকশা ও বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত রোসাটমের প্রকৌশল শাখা।
পাবনার রূপপুরে নির্মিতব্য দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম পারমাণবিক চুল্লি সংযোজনের কাজ শেষ হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এই প্রকল্পের নকশাকারী ও প্রধান ঠিকাদার রুশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোসাটম।
রোসাটমের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম পারমাণবিক রিঅ্যাক্টর বা চুল্লি সংযোজনের কাজ সম্পন্ন হয়েছে। এই কাজটি অ্যাটমস্ট্রোয়েক্সপোর্ট জেএসসি, অ্যাটমটেখেনার্জো জেএসসি এবং রোসেনার্জোঅ্যাটম কনসার্ন জেএসসির বিশেষজ্ঞরা সম্মিলিতভাবে এই কাজ সম্পন্ন করেছেন।
রিঅ্যাক্টর বা চুল্লির অ্যাসেম্বল বা সংযোজন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ছিল—এর ভেতরের যন্ত্রপাতি যেমন একটি শ্যাফ্ট ও বাফেল স্থাপন, ফুয়েল অ্যাসেম্বলি সিমুলেটর স্থাপন, প্রোটেক্টিভ পাইপ ইউনিট ও আপার ইউনিট স্থাপন এবং এসএএমএস সেন্সর স্থাপন। পরবর্তী ধাপে, রিঅ্যাক্টর প্ল্যান্টের যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করার জন্য হাইড্রোলিক টেস্টি সম্পন্ন হবে।
এই চুল্লি সংযোজনের বিষয়ে অ্যাটমস্ট্রোয়েক্সপোর্ট জেএসসি এর ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্সেই দেরি বলেন, ‘রিঅ্যাক্টর বা চুল্লির সংযোজন সম্পন্ন হওয়া এবং প্রধান পরীক্ষার প্রস্তুতি নেওয়া একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা ভবিষ্যৎ পাওয়ার ইউনিটের কার্যকর পরিচালনার জন্য অপরিহার্য। আমরা নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ, অবিচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য পরিচালনার দায়িত্বে রয়েছি। তাই আমরা প্রতিটি কাজের ধাপ সাবধানে পর্যবেক্ষণ করি, আমাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করি—যা আমাদের অন্যান্য নির্মাণ প্রকল্পগুলোতে বহুবার পরীক্ষা করা হয়েছে। পরিশেষে বলতে চাই, এটি বাংলাদেশের টেকসই এবং সমৃদ্ধিশালী জ্বালানি ভবিষ্যতের দিকে অবদান রাখবে।’
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে দুটি ইউনিট থাকবে এবং এর মোট উৎপাদন সক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে স্থাপিত হবে থ্রি+ প্রজন্মের রুশ ভিভিইআর–১২০০ রিঅ্যাক্টর। এই প্রকল্পের নকশা ও বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত রোসাটমের প্রকৌশল শাখা।
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
৫ মিনিট আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
২০ মিনিট আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
১ ঘণ্টা আগেপ্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় সেল ইভেন্ট দারাজ ১১.১১। প্রথম দিনেই ক্রেতাদের ভিড় জমে উঠেছে দারাজে। সারা দেশের মানুষ মেতে উঠেছে উৎসবের আমেজে, যেখানে পছন্দের পণ্যে মেলে দারুণ সব অফার, আর কেনাকাটার অভিজ্ঞতা ভাগাভাগি করে চলেছে সবাই।
১ ঘণ্টা আগে