অনলাইন ডেস্ক
দেশের সোনার বাজারে এক দিনের ব্যবধানে বড় পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের কারণে স্থানীয় বাজারেও দাম বেড়েছে। নতুন মূল্যহার আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্যহার অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত সোনার প্রতি ভরি এখন ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, যা আগের তুলনায় ৮৫৭ টাকা বেশি। প্রতি গ্রামে হিসাব করলে ২২ ক্যারেট সোনার নতুন দাম ১১ হাজার ৮৯২ টাকা, যা ৭৩ টাকা বৃদ্ধি পেয়েছে।
একইভাবে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, যা আগের চেয়ে ৮০০ টাকা বেশি। ৭০ টাকা বৃদ্ধি পেয়ে ২১ ক্যারেটের প্রতি গ্রামের দাম হয়েছে ১১ হাজার ৩৫১ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা, যা আগের চেয়ে ৭১৫ টাকা বেশি। প্রতি গ্রামে এই ক্যারেটের দাম বেড়ে হয়েছে ৯,৭৩০ টাকা, যা আগের তুলনায় ৬০ টাকা বেশি।
সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম হয়েছে ৯৩ হাজার ১৬০ টাকা এবং প্রতি গ্রামে ৭,৯৮৭ টাকা, যা যথাক্রমে ৫০৮ ও ৫০ টাকা বেশি।
রূপার ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রূপার দাম বেড়ে হয়েছে ২ হাজার ৫৭৭ টাকা। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা হয়েছে। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির রূপার দাম এখন ১ হাজার ৫৮৬ টাকা।
আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি এবং টাকার মানের পতনই এ মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলে বাজুস জানিয়েছে। ঘোষিত মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার পরিবর্তিত হতে পারে।
দেশের সোনার বাজারে এক দিনের ব্যবধানে বড় পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের কারণে স্থানীয় বাজারেও দাম বেড়েছে। নতুন মূল্যহার আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্যহার অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত সোনার প্রতি ভরি এখন ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, যা আগের তুলনায় ৮৫৭ টাকা বেশি। প্রতি গ্রামে হিসাব করলে ২২ ক্যারেট সোনার নতুন দাম ১১ হাজার ৮৯২ টাকা, যা ৭৩ টাকা বৃদ্ধি পেয়েছে।
একইভাবে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, যা আগের চেয়ে ৮০০ টাকা বেশি। ৭০ টাকা বৃদ্ধি পেয়ে ২১ ক্যারেটের প্রতি গ্রামের দাম হয়েছে ১১ হাজার ৩৫১ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা, যা আগের চেয়ে ৭১৫ টাকা বেশি। প্রতি গ্রামে এই ক্যারেটের দাম বেড়ে হয়েছে ৯,৭৩০ টাকা, যা আগের তুলনায় ৬০ টাকা বেশি।
সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম হয়েছে ৯৩ হাজার ১৬০ টাকা এবং প্রতি গ্রামে ৭,৯৮৭ টাকা, যা যথাক্রমে ৫০৮ ও ৫০ টাকা বেশি।
রূপার ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রূপার দাম বেড়ে হয়েছে ২ হাজার ৫৭৭ টাকা। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা হয়েছে। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির রূপার দাম এখন ১ হাজার ৫৮৬ টাকা।
আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি এবং টাকার মানের পতনই এ মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলে বাজুস জানিয়েছে। ঘোষিত মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার পরিবর্তিত হতে পারে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ কার্যক্রমের নিয়মনীতি ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী ঋণের কিস্তি পরিশোধের নির্ধারিত সময় শেষ হওয়ার ৩ মাস পার হলেই সেই ঋণ খেলাপির খাতায় চলে যাবে। এ ছাড়া অনাদায়ি ঋণের বকেয়া সময়সীমা অনুযায়ী খেলাপির স্তর এবং আনুপাতিক হারে প্রভিশন সংরক্ষণ করতে ন
৩ ঘণ্টা আগেট্রাস্ট ব্যাংক পিএলসিতে এবার টাকা পাঠানোর সেবা চালু করল বিকাশ। এর ফলে, ট্রাস্ট ব্যাংকের গ্রাহকেরা ‘ট্রাস্ট-মানি’ অ্যাপ ব্যবহার করে বিকাশে ‘অ্যাড মানি’ করার পাশাপাশি এখন বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকেও নিজের বা অন্যের অ্যাকাউন্টে তাৎক্ষণিক টাকা পাঠাতে পারছেন। দ্বিমুখী এই সেবা চালু করার মাধ্যমে উভয়
৫ ঘণ্টা আগেদেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) আজ বুধবার ঢাকায় ‘প্রগ্রেসিং সাসটেইনেবলি: টুগেদার ফর বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে বাংলাদেশের টেকসই ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে আলোচনা করা হয়।
৫ ঘণ্টা আগেবাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির যে সুযোগ দিয়েছে তার পক্ষে নয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বরং তারা এতে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ এতে খামারিরা ক্ষতিগ্রস্ত হবে, যা দেশের ডিম উৎপাদনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সার্টিফিকেট না নিয়ে ডিম আমদানি করলে বিভিন্ন রো
৬ ঘণ্টা আগে