অনলাইন ডেস্ক
মালদ্বীপে নিষিদ্ধ বা প্রয়োজনীয় কিছু পণ্য রপ্তানিতে নতুন করে বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। গত মঙ্গলবার ভারত এই নিষেধাজ্ঞা আরোপ করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের বিজ্ঞপ্তি অনুসারে, এই পণ্যগুলো শুধু চারটি মনোনীত শুল্ক স্টেশন—মুন্দ্রা সমুদ্র বন্দর, তুতিকোরিন সমুদ্র বন্দর, (জেএনপিটি) এবং আইসিডি তুঘলকাবাদের মাধ্যমে রপ্তানির জন্য অনুমোদিত হবে।
এর আগে ৫ এপ্রিল, চলতি অর্থবছরের জন্য মালদ্বীপে আলু, পেঁয়াজ, ডিম, চাল, গমের আটা, চিনিসহ ৯টি পণ্যের নির্দিষ্ট পরিমাণ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ভারত।
উল্লেখ্য, ১৯৮১ সালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক কার্যকর হওয়ার পর থেকে প্রয়োজনীয় পণ্যের অনুমোদিত পরিমাণের দিক থেকে এটিই সর্বোচ্চ।
মালদ্বীপের নির্মাণ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল নদীর বালি এবং পাথরের জন্য নির্ধারিত কোটা ২৫ শতাংশ বাড়িয়ে ১০ লাখ টন করা হয়েছে।
ডিম, আলু, পেঁয়াজ, চাল, গমের আটা এবং ডালের কোটাও বাড়ানো হয়েছে।
তা ছাড়া, গত বছর ভারত থেকে এই পণ্যগুলো রপ্তানির ওপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত মালদ্বীপে চাল, চিনি ও পেঁয়াজ রপ্তানি অব্যাহত রেখেছে।
মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ভারত তার প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়ার নীতির অংশ হিসেবে মালদ্বীপে মানবকেন্দ্রিক উন্নয়নে সমর্থন দেওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কারণ, তিনি প্রেসিডেন্ট নির্বাচনের সময় এবং পরে নয়াদিল্লির সমালোচনা করেছিলেন।
মালদ্বীপে নিষিদ্ধ বা প্রয়োজনীয় কিছু পণ্য রপ্তানিতে নতুন করে বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। গত মঙ্গলবার ভারত এই নিষেধাজ্ঞা আরোপ করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের বিজ্ঞপ্তি অনুসারে, এই পণ্যগুলো শুধু চারটি মনোনীত শুল্ক স্টেশন—মুন্দ্রা সমুদ্র বন্দর, তুতিকোরিন সমুদ্র বন্দর, (জেএনপিটি) এবং আইসিডি তুঘলকাবাদের মাধ্যমে রপ্তানির জন্য অনুমোদিত হবে।
এর আগে ৫ এপ্রিল, চলতি অর্থবছরের জন্য মালদ্বীপে আলু, পেঁয়াজ, ডিম, চাল, গমের আটা, চিনিসহ ৯টি পণ্যের নির্দিষ্ট পরিমাণ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ভারত।
উল্লেখ্য, ১৯৮১ সালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক কার্যকর হওয়ার পর থেকে প্রয়োজনীয় পণ্যের অনুমোদিত পরিমাণের দিক থেকে এটিই সর্বোচ্চ।
মালদ্বীপের নির্মাণ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল নদীর বালি এবং পাথরের জন্য নির্ধারিত কোটা ২৫ শতাংশ বাড়িয়ে ১০ লাখ টন করা হয়েছে।
ডিম, আলু, পেঁয়াজ, চাল, গমের আটা এবং ডালের কোটাও বাড়ানো হয়েছে।
তা ছাড়া, গত বছর ভারত থেকে এই পণ্যগুলো রপ্তানির ওপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত মালদ্বীপে চাল, চিনি ও পেঁয়াজ রপ্তানি অব্যাহত রেখেছে।
মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ভারত তার প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়ার নীতির অংশ হিসেবে মালদ্বীপে মানবকেন্দ্রিক উন্নয়নে সমর্থন দেওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কারণ, তিনি প্রেসিডেন্ট নির্বাচনের সময় এবং পরে নয়াদিল্লির সমালোচনা করেছিলেন।
এসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
১৪ মিনিট আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
১ ঘণ্টা আগেপ্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় সেল ইভেন্ট দারাজ ১১.১১। প্রথম দিনেই ক্রেতাদের ভিড় জমে উঠেছে দারাজে। সারা দেশের মানুষ মেতে উঠেছে উৎসবের আমেজে, যেখানে পছন্দের পণ্যে মেলে দারুণ সব অফার, আর কেনাকাটার অভিজ্ঞতা ভাগাভাগি করে চলেছে সবাই।
১ ঘণ্টা আগেবাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-ষষ্ঠ বর্ষ’-এর চট্টগ্রাম বিভাগের বাছাইপর্ব আগামীকাল শনিবার চট্টগ্রাম শহরের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস
১ ঘণ্টা আগে