মৌলভীবাজার প্রতিনিধি
ছুটে চলা ব্যস্ত সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে সুসজ্জিত রিকশা নজর কেড়েছে মৌলভীবাজার শহরবাসীর।
আমোদপ্রিয় এই শৌখিন রিকশা চালকের নাম শফিক মিয়া। বয়স তাঁর পঞ্চাশ। থাকেন সদর উপজেলার মাতারকাপন গ্রামে। শহরের মানুষদের পরিচিত মুখ শফিক মিয়া।
তাঁর পাঁচটি রিকশা। একটি নিজে চালান, বাকি ৪টি ভাড়ায় চলে। প্রতি রিকশা থেকে দৈনিক ৭০ টাকা ভাড়া পান। নিজে রিকশা চালিয়ে দৈনিক ৫০০-৬০০ টাকা আয় করেন। নিজে রিকশা ও ভাড়ায় চালিত রিকশায় যা পান তা দিয়েই সুখে শান্তিই চলে তাঁর সংসার।
শৌখিন রিকশা চালক শফিক মিয়ার সঙ্গে ব্যস্ততম সড়ক সেন্ট্রাল রোডে দেখা হয়।
আলাপকালে শফিক মিয়া জানান, আমার কাছে আমার রিকশা বড় গাড়ি। যাত্রীরাও আমার রিকশায় চড়ে আনন্দ পান। রিকশার সৌন্দর্যের জন্য ফুল, সিগন্যাল বাতি, অন্যান্য লাইট, মিউজিক বক্স এবং ব্যাটারির জন্য অতিরিক্ত প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে।
শফিক আরও জানান, ফেসবুকে একটি আইডি রয়েছে। আইডিতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে। যাত্রীরা ফোন দিলে তাদের গন্তব্যে পৌঁছে যান। শহরের বিভিন্ন স্থান থেকে ফোন এলেই ছুটে যান যাত্রী সেবায়। এমনকি রাতে কেউ বিপদে পড়ে ফোন দিলে যত দূরেই হোক যে কোনো সময় তিনি হাজির হয়ে যান।
এ বিষয়ে যাত্রী রায়হান মোর্শেদ বলেন, ‘আমি শফিক মিয়ার রিকশায় চড়েছি। তিনি নিজের জগতে আমোদপ্রিয় একজন সুখী মানুষ। কম টাকায় সুখী থাকা যায়, আনন্দেও থাকা যায়। যার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা যায়, এ বিষয়ে ভালো একটা উদাহরণ রিকশাচালক শফিক।
স্ত্রী, এক ছেলে এক মেয়ে নিয়ে চারজনের সংসার রিকশা চালক শফিক মিয়ার। বড় মেয়ে স্থানীয় একটি ক্লিনিকের সেবিকা। ছোট ছেলের বয়স তিন বছর। ছেলেকে পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।
শফিক জানান, যে কয়দিন বাঁচব আনন্দের সঙ্গে বাঁচতে চাই। আমার ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আমি সব সময় মানুষকে আনন্দ দিতে এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
ছুটে চলা ব্যস্ত সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে সুসজ্জিত রিকশা নজর কেড়েছে মৌলভীবাজার শহরবাসীর।
আমোদপ্রিয় এই শৌখিন রিকশা চালকের নাম শফিক মিয়া। বয়স তাঁর পঞ্চাশ। থাকেন সদর উপজেলার মাতারকাপন গ্রামে। শহরের মানুষদের পরিচিত মুখ শফিক মিয়া।
তাঁর পাঁচটি রিকশা। একটি নিজে চালান, বাকি ৪টি ভাড়ায় চলে। প্রতি রিকশা থেকে দৈনিক ৭০ টাকা ভাড়া পান। নিজে রিকশা চালিয়ে দৈনিক ৫০০-৬০০ টাকা আয় করেন। নিজে রিকশা ও ভাড়ায় চালিত রিকশায় যা পান তা দিয়েই সুখে শান্তিই চলে তাঁর সংসার।
শৌখিন রিকশা চালক শফিক মিয়ার সঙ্গে ব্যস্ততম সড়ক সেন্ট্রাল রোডে দেখা হয়।
আলাপকালে শফিক মিয়া জানান, আমার কাছে আমার রিকশা বড় গাড়ি। যাত্রীরাও আমার রিকশায় চড়ে আনন্দ পান। রিকশার সৌন্দর্যের জন্য ফুল, সিগন্যাল বাতি, অন্যান্য লাইট, মিউজিক বক্স এবং ব্যাটারির জন্য অতিরিক্ত প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে।
শফিক আরও জানান, ফেসবুকে একটি আইডি রয়েছে। আইডিতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে। যাত্রীরা ফোন দিলে তাদের গন্তব্যে পৌঁছে যান। শহরের বিভিন্ন স্থান থেকে ফোন এলেই ছুটে যান যাত্রী সেবায়। এমনকি রাতে কেউ বিপদে পড়ে ফোন দিলে যত দূরেই হোক যে কোনো সময় তিনি হাজির হয়ে যান।
এ বিষয়ে যাত্রী রায়হান মোর্শেদ বলেন, ‘আমি শফিক মিয়ার রিকশায় চড়েছি। তিনি নিজের জগতে আমোদপ্রিয় একজন সুখী মানুষ। কম টাকায় সুখী থাকা যায়, আনন্দেও থাকা যায়। যার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা যায়, এ বিষয়ে ভালো একটা উদাহরণ রিকশাচালক শফিক।
স্ত্রী, এক ছেলে এক মেয়ে নিয়ে চারজনের সংসার রিকশা চালক শফিক মিয়ার। বড় মেয়ে স্থানীয় একটি ক্লিনিকের সেবিকা। ছোট ছেলের বয়স তিন বছর। ছেলেকে পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।
শফিক জানান, যে কয়দিন বাঁচব আনন্দের সঙ্গে বাঁচতে চাই। আমার ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আমি সব সময় মানুষকে আনন্দ দিতে এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবদল, ছাত্রদল ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
৬ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
২৫ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৩৫ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগে