সুনামগঞ্জ ও শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরাঞ্চলের বোরো ধান কাটার উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ বুধবার দুপুরে উপজেলার ডেকার হাওরের আস্তমা গ্রামে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসল ঘরে তুলতে না পারলে সারা দেশে অভাব দেখা দেয়। যে বছর সুনামগঞ্জের কৃষকেরা ধান শান্তিমতো ঘরে তুলতে পারেন, সে বছর সারা দেশের মানুষ কম দামে চাল খেতে পারেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আগাম বন্যার আশঙ্কা আছে। তারপরও এর ভেতরেই আমরা জেলার সব ধান কাটার চেষ্টা করব এবং দ্রুত ধান কাটার জন্য সুনামগঞ্জে এক হাজার কম্বাইন্ড হারভেস্টর মেশিন দেওয়া হয়েছে।’
উদ্বোধন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বোরো ধান কর্তনবিষয়ক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘বিগত ১৪ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের একটি মানুষও না খেয়ে মরেননি। আপনারা দেখাতে পারবেন না, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একটি মানুষ খাদ্যের অভাবে মারা গেছেন। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। আমাদের কৃষিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে।’
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘প্রতিবছরই হাওরের ফসল রক্ষায় আমরা ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে আসছি বিধায় কৃষকদের বোরো ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে পারছি।’
সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক জাকির জাফরান ও শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সকিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবা, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মহাপরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ, পুলিশ সুপার এহসান শাহ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক নোমান বখত পলিনসহ অনেকে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরাঞ্চলের বোরো ধান কাটার উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ বুধবার দুপুরে উপজেলার ডেকার হাওরের আস্তমা গ্রামে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসল ঘরে তুলতে না পারলে সারা দেশে অভাব দেখা দেয়। যে বছর সুনামগঞ্জের কৃষকেরা ধান শান্তিমতো ঘরে তুলতে পারেন, সে বছর সারা দেশের মানুষ কম দামে চাল খেতে পারেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আগাম বন্যার আশঙ্কা আছে। তারপরও এর ভেতরেই আমরা জেলার সব ধান কাটার চেষ্টা করব এবং দ্রুত ধান কাটার জন্য সুনামগঞ্জে এক হাজার কম্বাইন্ড হারভেস্টর মেশিন দেওয়া হয়েছে।’
উদ্বোধন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বোরো ধান কর্তনবিষয়ক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘বিগত ১৪ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের একটি মানুষও না খেয়ে মরেননি। আপনারা দেখাতে পারবেন না, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একটি মানুষ খাদ্যের অভাবে মারা গেছেন। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। আমাদের কৃষিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে।’
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘প্রতিবছরই হাওরের ফসল রক্ষায় আমরা ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে আসছি বিধায় কৃষকদের বোরো ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে পারছি।’
সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক জাকির জাফরান ও শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সকিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবা, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মহাপরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ, পুলিশ সুপার এহসান শাহ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক নোমান বখত পলিনসহ অনেকে।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২৯ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৩৬ মিনিট আগে