এক মাসে সিলেটের সড়কে ২০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১৯: ০৭

সিলেটে সেপ্টেম্বর মাসে ২৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নয়জনই মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন। আজ শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ তথ্য প্রকাশ করেছে। 

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় আর কম সড়ক দুর্ঘটনা হয়েছে সুনামগঞ্জে। সেপ্টেম্বর মাসে সিলেটে ১০টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। 

মৌলভীবাজারে চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও চারজন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। 

এতে নিহতের মধ্যে নয়জন মোটরসাইকেল চালক–আরোহী, তিনজন সিএনজি–লেগুনা চালক ও যাত্রী এবং পাঁচজন পথচারী রয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ছয়জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় দুজন এবং আটজন চালক নিহত হয়েছেন। সেপ্টেম্বর মাসে নিহত ২০ জনের মধ্যে ১৫ জন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত