সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত 

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৮: ৫৯

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ রোববার উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরুং এলাকার ১২৬০ পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। 

আহত ব্যক্তিরা হলেন তুরুং গ্রামের বাবলু কন্দজানির ছেলে সুমন কন্দজানি (২৩) ও সুলেমান মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৫)। 

স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে সুমন ও জয়নাল ভারত থেকে কমলা–সুপারি আনতে যান। তখন তাঁরা ১২৬০ পিলারের ভারতের অভ্যন্তরে গেলে ভারতের রেতুয়া নামক এলাকা থেকে ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত হন তাঁরা। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার দেন। 

এ বিষয়ে উত্তর রণিখাই ইউনিয়নের মাস্টার ফয়জুর রহমান জানান, তিনি লোকমুখে শুনেছেন, তিনটি গুলি ছুড়েছে খাসিয়া। এতে সুমন ও জয়নাল মিয়া আহত হন। এর মধ্যে জয়নাল মিয়ার অবস্থার গুরুতর। 

নাম প্রকাশে অনিচ্ছুক ৪৮ বিজিবির দমদমা ক্যাম্পের কমান্ডার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরাও লোকমুখে শুনেছি। আমি বিএসএফকে জানিয়েছিলাম, তারা অস্বীকার করেছে। তারা বলেছে, হয়তো খাসিয়া গুলি করতে পারে। খাসিয়া মানুষ দেখলেই এমনে গুলি করে। পরে আমরা যে দুটো নাম শুনেছিলাম, তাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখলাম এর সত্যতা নেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত