কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ছড়িয়ে পড়েছে গবাদিপশুর ল্যাম্পি স্কিন ডিজিজ (পক্স বা বসন্ত) রোগ। গত দুই সপ্তাহ ধরে উপজেলায় এ ভাইরাসে শতাধিক গরু আক্রান্ত হয়েছে। এমনকি ছাগলও আক্রান্ত হচ্ছে। এদিকে এই রোগের টিকা ও সঠিক চিকিৎসা না পেয়ে খামারি ও পশুর মালিকেরা পড়েছেন বিপাকে।
ভাইরাসে আক্রান্ত গরুর মালিকেরা জানান, গত দুই সপ্তাহ ধরে গরুর ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ ভাইরাসে পশুগুলো অনেক দুর্বল হয়ে যায়, মুখ দিয়ে লালা বের হয়, বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষত সৃষ্টি হয় ও সারা শরীরে গুঁটি বের হয়। আক্রান্তের হার বেশি হওয়ায় খামারি ও পশুর মালিকেরা আতঙ্কে আছেন। কয়েকটি গরু মারাও গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। একটি গরু আক্রান্ত হওয়ার তিন থেকে ৪ সপ্তাহ লাগে সুস্থ হতে। আক্রান্ত পশু অনেক দুর্বল হয়ে পড়ে। সঠিক চিকিৎসার অভাবে ভাইরাসটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।
উপজেলার পৌর এলাকা, পতনঊষার, রহিমপুর, শমশেরনগর, মুন্সিবাজার ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বেশির ভাগ খামারি ও কৃষকের গরু আক্রান্ত হয়েছে ল্যাম্পি স্কিন ডিজিজে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, গত ২০ দিনে এই উপজেলায় ১২০ টির মতো গরু ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসায় ৭০টি গরু সুস্থ হয়েছে। ২০১৯ সাল থেকে বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পর্যাপ্ত টিকা না থাকায় প্রতি বছর এ সময়ে এই ভাইরাসটি বৃদ্ধি পায়। প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আক্রান্ত পশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পতনঊষার ইউনিয়নের গরুর মালিক আকলুছ মিয়া, হুসাইন আহমদ বলেন, হঠাৎ করে আমাদের গরু দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে সারা শরীরে গুঁটি বের হয়। খাওয়া-দাওয়া কমিয়ে দেয়। একটা সময় মনে হয়েছে গরুগুলো মারা যাবে। এখন ওষুধ ব্যবহার করছি। আমরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছি। সঠিক চিকিৎসা পেলে গরুগুলো সুস্থ হয়ে উঠত।
কমলগঞ্জ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রানা লাল রায় বলেন, ‘বর্ষা মৌসুম আসলে গবাদিপশুর ল্যাম্পি স্কিন ডিজিজ এই ভাইরাস ছড়িয়ে পড়ে মশা, মাছি ও পোকা থেকে। টিকার সংকট থাকায় আক্রান্ত পশুর সংখ্যা বাড়ছে। আমরাও চিকিৎসা দিচ্ছি গ্রামে গঞ্জে গিয়ে।’
মৌলভীবাজারের কমলগঞ্জে ছড়িয়ে পড়েছে গবাদিপশুর ল্যাম্পি স্কিন ডিজিজ (পক্স বা বসন্ত) রোগ। গত দুই সপ্তাহ ধরে উপজেলায় এ ভাইরাসে শতাধিক গরু আক্রান্ত হয়েছে। এমনকি ছাগলও আক্রান্ত হচ্ছে। এদিকে এই রোগের টিকা ও সঠিক চিকিৎসা না পেয়ে খামারি ও পশুর মালিকেরা পড়েছেন বিপাকে।
ভাইরাসে আক্রান্ত গরুর মালিকেরা জানান, গত দুই সপ্তাহ ধরে গরুর ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ ভাইরাসে পশুগুলো অনেক দুর্বল হয়ে যায়, মুখ দিয়ে লালা বের হয়, বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষত সৃষ্টি হয় ও সারা শরীরে গুঁটি বের হয়। আক্রান্তের হার বেশি হওয়ায় খামারি ও পশুর মালিকেরা আতঙ্কে আছেন। কয়েকটি গরু মারাও গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। একটি গরু আক্রান্ত হওয়ার তিন থেকে ৪ সপ্তাহ লাগে সুস্থ হতে। আক্রান্ত পশু অনেক দুর্বল হয়ে পড়ে। সঠিক চিকিৎসার অভাবে ভাইরাসটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।
উপজেলার পৌর এলাকা, পতনঊষার, রহিমপুর, শমশেরনগর, মুন্সিবাজার ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বেশির ভাগ খামারি ও কৃষকের গরু আক্রান্ত হয়েছে ল্যাম্পি স্কিন ডিজিজে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, গত ২০ দিনে এই উপজেলায় ১২০ টির মতো গরু ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসায় ৭০টি গরু সুস্থ হয়েছে। ২০১৯ সাল থেকে বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পর্যাপ্ত টিকা না থাকায় প্রতি বছর এ সময়ে এই ভাইরাসটি বৃদ্ধি পায়। প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আক্রান্ত পশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পতনঊষার ইউনিয়নের গরুর মালিক আকলুছ মিয়া, হুসাইন আহমদ বলেন, হঠাৎ করে আমাদের গরু দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে সারা শরীরে গুঁটি বের হয়। খাওয়া-দাওয়া কমিয়ে দেয়। একটা সময় মনে হয়েছে গরুগুলো মারা যাবে। এখন ওষুধ ব্যবহার করছি। আমরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছি। সঠিক চিকিৎসা পেলে গরুগুলো সুস্থ হয়ে উঠত।
কমলগঞ্জ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রানা লাল রায় বলেন, ‘বর্ষা মৌসুম আসলে গবাদিপশুর ল্যাম্পি স্কিন ডিজিজ এই ভাইরাস ছড়িয়ে পড়ে মশা, মাছি ও পোকা থেকে। টিকার সংকট থাকায় আক্রান্ত পশুর সংখ্যা বাড়ছে। আমরাও চিকিৎসা দিচ্ছি গ্রামে গঞ্জে গিয়ে।’
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৯ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
২১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে