সিলেট প্রতিনিধি
সিলেটে আরও তিনটি অস্থায়ী কেন্দ্রে মিলছে ফাইজারের টিকা। করোনা টিকার জন্য নিবন্ধিতদের চাপ কমাতে ওসমানী হাসপাতাল ও পুলিশ লাইন কেন্দ্রের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে এ তিনটি অস্থায়ী কেন্দ্র চালু করেছে সিসিকের স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনের দক্ষিণ সুরমা কদমতলীস্থ কার্যালয়, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের টিলাগড়স্থ কার্যালয় ও ১১ নম্বর ওয়ার্ডের রকিবুল ইসলাম ঝলকের কার্যালয়ে টিকা দেওয়া হচ্ছে। এসব অস্থায়ী টিকাকেন্দ্রে শুধু টিকার জন্য নিবন্ধিতরাই ফাইজারের প্রথম ডোজ নিতে পারবেন। এ ছাড়া নতুন করে নিবন্ধন করে যে কেউ এসব অস্থায়ী কেন্দ্রে ফাইজারের টিকা নিতে পারবেন।
নগরীতে ৪ লাখ ২৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২০ হাজার জন। তাঁদের মধ্যে কিছু মানুষ নিবন্ধন করে এসএমএস পেয়েও টিকা নেওয়া থেকে বিরত রয়েছেন। তাঁদের টিকার আওতায় নিয়ে আসতে অক্টোবর মাসে কয়েক দিন প্রথম ডোজের এসএমএস বন্ধ রেখে পুরোনো এসএমএসপ্রাপ্তদের প্রথম ডোজ গ্রহণের সুযোগ দেওয়া হয়। এ সময়ে বিপুলসংখ্যক পুরোনো নিবন্ধিত ও এসএমএসপ্রাপ্ত মানুষ প্রথম ডোজ গ্রহণ করেন। অপরদিকে, বর্তমানে নগরীতে প্রায় ১০ হাজার নিবন্ধিত রয়েছেন, যাঁরা প্রথম ডোজ গ্রহণ করেননি।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ওসমানী হাসপাতাল কেন্দ্রে ভিড় কমাতে এবং কম সময়ে বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে প্রথম অবস্থায় তিনটি ওয়ার্ড দিয়ে ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। সিসিকের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রথম ডোজের জন্য ২ হাজার ও দ্বিতীয় ডোজের জন্য ২ হাজার জনকে এসএমএস দেওয়া হয়। তাঁদের মধ্যে দুই ডোজ মিলিয়ে প্রতিদিন গড়ে ৫ হাজার মানুষ টিকা গ্রহণ করছেন।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, মানুষের চাহিদা ও আগ্রহ বিবেচনায় আমরা সময় নির্ধারণ করব। কোন ওয়ার্ডে কত দিন টিকা কার্যক্রম চলবে, তা নিবন্ধিতের সংখ্যার ওপর নির্ভর করবে। তবে পর্যায়ক্রমে নগরীর সব কটি ওয়ার্ডেই এমন উদ্যোগ নেওয়া হবে।
পুলিশ লাইনস হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত কেন্দ্র না থাকায় এই কেন্দ্রে নিবন্ধিতরা ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে যান। ফলে ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণকারীদের ভিড় বেড়ে চলেছে। এই ভিড় কমাতেই এবার ওয়ার্ড পর্যায়ে ফাইজারের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে নগরীর একমাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্রে চলছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের কার্যক্রম। এ ছাড়া নগর ভবনস্থ অস্থায়ী কেন্দ্রে সিনোফার্ম, কোভিশিল্ডে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে।
সিলেটে আরও তিনটি অস্থায়ী কেন্দ্রে মিলছে ফাইজারের টিকা। করোনা টিকার জন্য নিবন্ধিতদের চাপ কমাতে ওসমানী হাসপাতাল ও পুলিশ লাইন কেন্দ্রের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে এ তিনটি অস্থায়ী কেন্দ্র চালু করেছে সিসিকের স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনের দক্ষিণ সুরমা কদমতলীস্থ কার্যালয়, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের টিলাগড়স্থ কার্যালয় ও ১১ নম্বর ওয়ার্ডের রকিবুল ইসলাম ঝলকের কার্যালয়ে টিকা দেওয়া হচ্ছে। এসব অস্থায়ী টিকাকেন্দ্রে শুধু টিকার জন্য নিবন্ধিতরাই ফাইজারের প্রথম ডোজ নিতে পারবেন। এ ছাড়া নতুন করে নিবন্ধন করে যে কেউ এসব অস্থায়ী কেন্দ্রে ফাইজারের টিকা নিতে পারবেন।
নগরীতে ৪ লাখ ২৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২০ হাজার জন। তাঁদের মধ্যে কিছু মানুষ নিবন্ধন করে এসএমএস পেয়েও টিকা নেওয়া থেকে বিরত রয়েছেন। তাঁদের টিকার আওতায় নিয়ে আসতে অক্টোবর মাসে কয়েক দিন প্রথম ডোজের এসএমএস বন্ধ রেখে পুরোনো এসএমএসপ্রাপ্তদের প্রথম ডোজ গ্রহণের সুযোগ দেওয়া হয়। এ সময়ে বিপুলসংখ্যক পুরোনো নিবন্ধিত ও এসএমএসপ্রাপ্ত মানুষ প্রথম ডোজ গ্রহণ করেন। অপরদিকে, বর্তমানে নগরীতে প্রায় ১০ হাজার নিবন্ধিত রয়েছেন, যাঁরা প্রথম ডোজ গ্রহণ করেননি।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ওসমানী হাসপাতাল কেন্দ্রে ভিড় কমাতে এবং কম সময়ে বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে প্রথম অবস্থায় তিনটি ওয়ার্ড দিয়ে ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। সিসিকের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রথম ডোজের জন্য ২ হাজার ও দ্বিতীয় ডোজের জন্য ২ হাজার জনকে এসএমএস দেওয়া হয়। তাঁদের মধ্যে দুই ডোজ মিলিয়ে প্রতিদিন গড়ে ৫ হাজার মানুষ টিকা গ্রহণ করছেন।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, মানুষের চাহিদা ও আগ্রহ বিবেচনায় আমরা সময় নির্ধারণ করব। কোন ওয়ার্ডে কত দিন টিকা কার্যক্রম চলবে, তা নিবন্ধিতের সংখ্যার ওপর নির্ভর করবে। তবে পর্যায়ক্রমে নগরীর সব কটি ওয়ার্ডেই এমন উদ্যোগ নেওয়া হবে।
পুলিশ লাইনস হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত কেন্দ্র না থাকায় এই কেন্দ্রে নিবন্ধিতরা ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে যান। ফলে ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণকারীদের ভিড় বেড়ে চলেছে। এই ভিড় কমাতেই এবার ওয়ার্ড পর্যায়ে ফাইজারের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে নগরীর একমাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্রে চলছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের কার্যক্রম। এ ছাড়া নগর ভবনস্থ অস্থায়ী কেন্দ্রে সিনোফার্ম, কোভিশিল্ডে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে।
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
৯ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১২ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে...
২৭ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
৩৫ মিনিট আগে