কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবজি, লিচু, আম ও কাঁঠালের পাশাপাশি বোরো ধানের ফুল ঝরে পরছে। ফসল নষ্টের চিন্তায় কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ।
কৃষকেরা জানান, গতকাল রোববার মধ্যে রাতে কালবৈশাখী ঝরের সঙ্গে প্রায় ৩০-৪০ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। এই শিলাবৃষ্টির কারণে বোরো ধানের অনেক ক্ষতি হয়েছে। যেসব ধানে ফুল এসেছে এসব নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ৬১ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। কিছু জমিতে ধানের ফুল এসেছে। এসব ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। আগামী দু-এক দিনের মধ্যে পুরোপুরি তথ্য জানা যাবে।
জেলার বিভিন্ন ইউনিয়নের বোরো ধানের মাঠ ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ধানে ফুল এসেছে। যেসব এলাকায় শিলা বৃষ্টি হয়েছে এসব ধান গাছের অনেক ফুল নষ্ট হয়েছে।
জেলার কমলগঞ্জ উপজেলার কৃষক লেবু মিয়া বলেন, ‘৪ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। গতকাল রাতে প্রচুর শিলা বৃষ্টিতে আমার ধান গাছের অনেক ফুল ঝরে পরেছে। বোরো ধান নষ্ট হলে আমার অনেক ক্ষতি হবে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, উপজেলার কয়েকটি ইউনিয়ন বেশি শিলা বৃষ্টি হয়েছে। এসব এলাকায় কিছু ধান গাছের ক্ষতি হলেও এগুলো আবার ঠিক হয়ে যাবে। এখন সময় আছে নতুন করে ধান গাছে আবার ফুল ফুটবে।
জেলা কৃষি সম্প্রসারণে অধিদপ্তরের উপপরিচালক মো. সামছুদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে ৭০-৮০ হেক্টর জমির ফসল শিলা বৃষ্টির কারণে ক্ষতি হতে পারে। তবে পুরোপুরি তথ্য পেতে কিছু সময় যাবে। শিলা বৃষ্টিতে যেসব ধানের ফুল পরেছে এগুলো আবার ঠিক হয়ে যাবে।
মৌলভীবাজারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবজি, লিচু, আম ও কাঁঠালের পাশাপাশি বোরো ধানের ফুল ঝরে পরছে। ফসল নষ্টের চিন্তায় কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ।
কৃষকেরা জানান, গতকাল রোববার মধ্যে রাতে কালবৈশাখী ঝরের সঙ্গে প্রায় ৩০-৪০ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। এই শিলাবৃষ্টির কারণে বোরো ধানের অনেক ক্ষতি হয়েছে। যেসব ধানে ফুল এসেছে এসব নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ৬১ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। কিছু জমিতে ধানের ফুল এসেছে। এসব ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। আগামী দু-এক দিনের মধ্যে পুরোপুরি তথ্য জানা যাবে।
জেলার বিভিন্ন ইউনিয়নের বোরো ধানের মাঠ ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ধানে ফুল এসেছে। যেসব এলাকায় শিলা বৃষ্টি হয়েছে এসব ধান গাছের অনেক ফুল নষ্ট হয়েছে।
জেলার কমলগঞ্জ উপজেলার কৃষক লেবু মিয়া বলেন, ‘৪ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। গতকাল রাতে প্রচুর শিলা বৃষ্টিতে আমার ধান গাছের অনেক ফুল ঝরে পরেছে। বোরো ধান নষ্ট হলে আমার অনেক ক্ষতি হবে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, উপজেলার কয়েকটি ইউনিয়ন বেশি শিলা বৃষ্টি হয়েছে। এসব এলাকায় কিছু ধান গাছের ক্ষতি হলেও এগুলো আবার ঠিক হয়ে যাবে। এখন সময় আছে নতুন করে ধান গাছে আবার ফুল ফুটবে।
জেলা কৃষি সম্প্রসারণে অধিদপ্তরের উপপরিচালক মো. সামছুদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে ৭০-৮০ হেক্টর জমির ফসল শিলা বৃষ্টির কারণে ক্ষতি হতে পারে। তবে পুরোপুরি তথ্য পেতে কিছু সময় যাবে। শিলা বৃষ্টিতে যেসব ধানের ফুল পরেছে এগুলো আবার ঠিক হয়ে যাবে।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৩৫ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৩৫ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৩৫ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে