কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
হত্যা মামলায় রুমন অনমিক (৩২) নামের একজনকে আজ কর্মধা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত উসমান মিয়া কর্মধা ইউনিয়নের নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, উসমান মিয়া গত শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। গতকাল বিকেলে তাঁর লাশ আমুলি পানপুঞ্জির একটি টিলার নিচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। উসমান একই উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর এলাকার একটি পানের বরজে দিনমজুরের কাজ করতেন।
নিহত উসমানের স্ত্রী রাবিয়া বেগম জানান, শনিবার রাত আনুমানিক ১২টার পর সবুজ, রুমন ও তোফায়েল নামের তিন ব্যক্তি পানের বরজ পাহারা দেওয়ার জন্য ডেকে নেন উসমানকে। তাঁরা সাহরির আগেই ফিরে আসার কথা জানান। কিন্তু সাহরির সময় উসমান ফিরে আসেননি। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে স্বামীর খোঁজে স্থানীয় রাঙিছড়া বাজারে গিয়ে সবুজকে দেখতে পান রাবিয়া। তখন সবুজ তাঁকে জানায় উসমান বাড়িতে চলে গেছেন। রাবিয়া বাড়িতে গিয়ে স্বামী ফিরে না আসায় আবারও সুবজের রাঙিছড়ার বাড়িতে যান। কিন্তু বাড়িতে গিয়ে সবুজের ঘর তালা দেওয়া দেখতে পান। দুপুরের পরে স্বামীর লাশ টিলার নিচে পড়ে থাকার খবর পান রাবিয়া।
রাবিয়ার দাবি, সবুজ, রুমন ও তোফায়েলসহ আরও দুজন তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। তাঁদের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ আছে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার জানান, আজ সকালে নিহত উসমানের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পাঁচজনকে আসামি করে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হত্যা মামলায় রুমন অনমিক (৩২) নামের একজনকে আজ কর্মধা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত উসমান মিয়া কর্মধা ইউনিয়নের নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, উসমান মিয়া গত শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। গতকাল বিকেলে তাঁর লাশ আমুলি পানপুঞ্জির একটি টিলার নিচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। উসমান একই উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর এলাকার একটি পানের বরজে দিনমজুরের কাজ করতেন।
নিহত উসমানের স্ত্রী রাবিয়া বেগম জানান, শনিবার রাত আনুমানিক ১২টার পর সবুজ, রুমন ও তোফায়েল নামের তিন ব্যক্তি পানের বরজ পাহারা দেওয়ার জন্য ডেকে নেন উসমানকে। তাঁরা সাহরির আগেই ফিরে আসার কথা জানান। কিন্তু সাহরির সময় উসমান ফিরে আসেননি। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে স্বামীর খোঁজে স্থানীয় রাঙিছড়া বাজারে গিয়ে সবুজকে দেখতে পান রাবিয়া। তখন সবুজ তাঁকে জানায় উসমান বাড়িতে চলে গেছেন। রাবিয়া বাড়িতে গিয়ে স্বামী ফিরে না আসায় আবারও সুবজের রাঙিছড়ার বাড়িতে যান। কিন্তু বাড়িতে গিয়ে সবুজের ঘর তালা দেওয়া দেখতে পান। দুপুরের পরে স্বামীর লাশ টিলার নিচে পড়ে থাকার খবর পান রাবিয়া।
রাবিয়ার দাবি, সবুজ, রুমন ও তোফায়েলসহ আরও দুজন তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। তাঁদের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ আছে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার জানান, আজ সকালে নিহত উসমানের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পাঁচজনকে আসামি করে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
৩ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১২ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৩৮ মিনিট আগে