প্রতিনিধি, বালাগঞ্জ (সিলেট)
কঠোর লকডাউনে বিপর্যয়ের মুখে পড়েছে মানুষের জীবন-জীবিকা। বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষের আয়-রোজগারের পথ। এ অবস্থায় করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় নতুন করে হুমকির মুখে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। শুধু তাই নয়, সামনে কোরবানির ঈদ হওয়ায় নতুন করে বাজারে অস্থিরতা শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে কমমূল্যে পণ্য কিনতে টিসিবি'র ট্রাক সেলে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
আজ মঙ্গলবার সিলেটের বালাগঞ্জ বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।
সরেজমিনে বালাগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, টিসিবি'র ট্রাক সেলে কমমূল্যে পণ্য নিতে দীর্ঘ লাইন পড়েছে। স্বল্প আয়ের মানুষের পাশাপাশি অনেক মধ্য আয়ের মানুষও দাঁড়িয়েছেন এসব লাইনে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৩১০ টাকার প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ কেজি মসুর ডাল ক্রয় করতে পারছেন। ওই লাইনে সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও দেখা গেছে।
পণ্য কিনতে আসা আব্দুল হান্নান নামে এক ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তিনি বলেন লকডাউনে দোকান বন্ধ, ব্যবসাপাতি নেই। বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়েছি। এ ছাড়া বাজারে সবকিছুর দাম বেশি। তাই একটু কম দামে নিতে পারব বলে এখানে এসেছি।
আব্দুল হান্নান আরও বলেন, এখানে ১০০ টাকা দরে তেল নিতে পারছি। আর খুচরা বাজারে গেলে ১৪০ টাকায় নিতে হবে। চিনির দামও কম এখানে। আর বাজারে সবকিছুর দামই তো বেশি। তো এখান থেকে ২-৩টি পণ্য কম দামে নিতে পারলে কিছুটা তো সাশ্রয় হলো।
টিসিবি'র লাইনে দাঁড়িয়ে থাকা বালাগঞ্জ বাজারের আরেক ব্যবসায়ী হেলাল আহমদ বলেন, শুধু একটু কম দামে কেনার জন্য এত কষ্ট করে লাইনে দাঁড়িয়েছি। বাজারে সবকিছুর দাম দেশি। কিন্তু বাজারের তুলনায় এখানে কিছুটা দাম কম।
ট্রাক সেলের বিক্রেতা এনাম বলেন, আগে শুধু গরিব মানুষ টিসিবি থেকে জিনিস কিনত। সাধারণত রিকশাচালক ও বস্তির লোকজন এখানে আসত। বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় এখন গরিব মানুষের পাশাপাশি অনেক মধ্যবিত্ত লোকরাও আসেন। ফলে আগের তুলনায় ভিড়ও বেড়েছে। সে জন্য বরাদ্দও এখন বেশি করা হয়েছে।
কঠোর লকডাউনে বিপর্যয়ের মুখে পড়েছে মানুষের জীবন-জীবিকা। বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষের আয়-রোজগারের পথ। এ অবস্থায় করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় নতুন করে হুমকির মুখে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। শুধু তাই নয়, সামনে কোরবানির ঈদ হওয়ায় নতুন করে বাজারে অস্থিরতা শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে কমমূল্যে পণ্য কিনতে টিসিবি'র ট্রাক সেলে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
আজ মঙ্গলবার সিলেটের বালাগঞ্জ বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।
সরেজমিনে বালাগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, টিসিবি'র ট্রাক সেলে কমমূল্যে পণ্য নিতে দীর্ঘ লাইন পড়েছে। স্বল্প আয়ের মানুষের পাশাপাশি অনেক মধ্য আয়ের মানুষও দাঁড়িয়েছেন এসব লাইনে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৩১০ টাকার প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ কেজি মসুর ডাল ক্রয় করতে পারছেন। ওই লাইনে সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও দেখা গেছে।
পণ্য কিনতে আসা আব্দুল হান্নান নামে এক ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তিনি বলেন লকডাউনে দোকান বন্ধ, ব্যবসাপাতি নেই। বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়েছি। এ ছাড়া বাজারে সবকিছুর দাম বেশি। তাই একটু কম দামে নিতে পারব বলে এখানে এসেছি।
আব্দুল হান্নান আরও বলেন, এখানে ১০০ টাকা দরে তেল নিতে পারছি। আর খুচরা বাজারে গেলে ১৪০ টাকায় নিতে হবে। চিনির দামও কম এখানে। আর বাজারে সবকিছুর দামই তো বেশি। তো এখান থেকে ২-৩টি পণ্য কম দামে নিতে পারলে কিছুটা তো সাশ্রয় হলো।
টিসিবি'র লাইনে দাঁড়িয়ে থাকা বালাগঞ্জ বাজারের আরেক ব্যবসায়ী হেলাল আহমদ বলেন, শুধু একটু কম দামে কেনার জন্য এত কষ্ট করে লাইনে দাঁড়িয়েছি। বাজারে সবকিছুর দাম দেশি। কিন্তু বাজারের তুলনায় এখানে কিছুটা দাম কম।
ট্রাক সেলের বিক্রেতা এনাম বলেন, আগে শুধু গরিব মানুষ টিসিবি থেকে জিনিস কিনত। সাধারণত রিকশাচালক ও বস্তির লোকজন এখানে আসত। বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় এখন গরিব মানুষের পাশাপাশি অনেক মধ্যবিত্ত লোকরাও আসেন। ফলে আগের তুলনায় ভিড়ও বেড়েছে। সে জন্য বরাদ্দও এখন বেশি করা হয়েছে।
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
৭ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১০ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে...
২৪ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
৩৩ মিনিট আগে