গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব সরকারপ্রধান। তিনি দুস্থ-অসহায় মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, দুস্থ, বিধবা, অসহায় ও বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই, যেখানে বঙ্গবন্ধুকন্যা তার মমত্বের হাত বাড়িয়ে দেননি।’
আজ মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যানসার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘আমরা এমন একজন জনবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দুঃখী মানুষের কষ্ট বোঝেন। অনুন্নত এলাকার বেদনা তাকে আকৃষ্ট করে। তিনি এমন ব্যতিক্রমধর্মী রাষ্ট্রনায়ক।’ জটিল রোগে আক্রান্তদের জন্য আর্থিক অনুদানসহ গোয়াইনঘাটের সব খাতের বরাদ্দ বাড়ানোর জন্য চেষ্টা করছেন বলে জানান মন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক কামরুল হাসান।
উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, আব্দুল হক, মুসলিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মামুন পারভেজ, এম নিজাম উদ্দিন, শাহাব উদ্দিন শিহাব, গোলাম রব্বানী সুমন, লোকমান হোসেন, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ লোকমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমেদ, সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।
অনুষ্ঠানে জটিল রোগে আক্রান্ত মোট ৩৩ জন রোগীর মধ্যে ৫০ হাজার করে সাড়ে ১৬ লাখ টাকার চেক বিতরণ করেন। শেষে মন্ত্রী ইমরান আহমদ সদ্য প্রয়াত গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিমের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব সরকারপ্রধান। তিনি দুস্থ-অসহায় মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, দুস্থ, বিধবা, অসহায় ও বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই, যেখানে বঙ্গবন্ধুকন্যা তার মমত্বের হাত বাড়িয়ে দেননি।’
আজ মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যানসার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘আমরা এমন একজন জনবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দুঃখী মানুষের কষ্ট বোঝেন। অনুন্নত এলাকার বেদনা তাকে আকৃষ্ট করে। তিনি এমন ব্যতিক্রমধর্মী রাষ্ট্রনায়ক।’ জটিল রোগে আক্রান্তদের জন্য আর্থিক অনুদানসহ গোয়াইনঘাটের সব খাতের বরাদ্দ বাড়ানোর জন্য চেষ্টা করছেন বলে জানান মন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক কামরুল হাসান।
উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, আব্দুল হক, মুসলিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মামুন পারভেজ, এম নিজাম উদ্দিন, শাহাব উদ্দিন শিহাব, গোলাম রব্বানী সুমন, লোকমান হোসেন, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ লোকমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমেদ, সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।
অনুষ্ঠানে জটিল রোগে আক্রান্ত মোট ৩৩ জন রোগীর মধ্যে ৫০ হাজার করে সাড়ে ১৬ লাখ টাকার চেক বিতরণ করেন। শেষে মন্ত্রী ইমরান আহমদ সদ্য প্রয়াত গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিমের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নেন।
সিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
২ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
১৭ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
২৫ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে