শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিজের পেটে ছুরি মেরে আহত নারী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত তাসলিমা আক্তার (২২) উপজেলার নূরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁনপুর গ্রামের কুরবান আলীর স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো. দুদু মিয়া বলেন, ‘আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। গতকাল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
স্থানীয় বাসিন্দারা জানান, স্বামী কুরবান আলীকে তাঁর শ্বশুর সুদে টাকা ধার এনে দিলে সেই টাকা পরিশোধ করতে পারছিলেন না কুরবান। এ নিয়ে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে কুরবানের সঙ্গে তাসলিমা আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাসলিমা ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন। প্রতিবেশীরা তাৎক্ষণিক হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। তাসলিমা আক্তারের দুটি ছেলেসন্তান রয়েছে। বড় ছেলে ৩ বছরের এবং ছোট ছেলে ৮ মাসের।
স্থানীয় মহিলা মেম্বার শাহেলা আক্তার বলেন, ‘আমি শুনেছি। এখন পর্যন্ত প্রকৃত ঘটনা আমার জানা নেই। এ ছাড়া পরিবারের লোকজন কেউই বাড়িতে না থাকায় বিষয়টি পরিষ্কার হওয়া যাচ্ছে না।’
নিহত নারীর স্বামী কুরবান আলীর সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে কল করা হলে তাঁকে পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক কামাল জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সর্বশেষ জানা যায়, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিজের পেটে ছুরি মেরে আহত নারী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত তাসলিমা আক্তার (২২) উপজেলার নূরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁনপুর গ্রামের কুরবান আলীর স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো. দুদু মিয়া বলেন, ‘আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। গতকাল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
স্থানীয় বাসিন্দারা জানান, স্বামী কুরবান আলীকে তাঁর শ্বশুর সুদে টাকা ধার এনে দিলে সেই টাকা পরিশোধ করতে পারছিলেন না কুরবান। এ নিয়ে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে কুরবানের সঙ্গে তাসলিমা আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাসলিমা ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন। প্রতিবেশীরা তাৎক্ষণিক হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। তাসলিমা আক্তারের দুটি ছেলেসন্তান রয়েছে। বড় ছেলে ৩ বছরের এবং ছোট ছেলে ৮ মাসের।
স্থানীয় মহিলা মেম্বার শাহেলা আক্তার বলেন, ‘আমি শুনেছি। এখন পর্যন্ত প্রকৃত ঘটনা আমার জানা নেই। এ ছাড়া পরিবারের লোকজন কেউই বাড়িতে না থাকায় বিষয়টি পরিষ্কার হওয়া যাচ্ছে না।’
নিহত নারীর স্বামী কুরবান আলীর সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে কল করা হলে তাঁকে পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক কামাল জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সর্বশেষ জানা যায়, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
২৬ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
২৬ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
২৬ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে