হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে স্কুলছাত্রী জেরিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হলেন সদর উপজেলার জাকির হোসেন ও পাটলী গ্রামের নূর হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক সুদীপ্ত দাস আসামি জাকির হোসেনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আর নূর হোসেন পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের জাকির হোসেন। জেরিনের পরিবার বিষয়টি জাকিরের পরিবারকে জানায়। এর জের ধরেই ২০২০ সালের ১৮ জানুয়ারি সকালে বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে জেরিনকে অপহরণের জন্য অটোরিকশায় তুলেন জাকির।
সিএনজি অটোরিকশায় ধস্তাধস্তির একর্পযায়ে গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আহত হন জেরিন। পরদিন ১৯ জানুয়ারি সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওইদিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন জেরিনের বাবা আব্দুল হাই।
এ ঘটনায় নুর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানার তৎকালীন ওসি মাসুক আলী দণ্ডিত দুইজনের নামে অভিযোগ পত্র দাখিল করেন। ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিজ্ঞ বিচারক হত্যার অপরাধে উভয় আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
হবিগঞ্জে স্কুলছাত্রী জেরিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হলেন সদর উপজেলার জাকির হোসেন ও পাটলী গ্রামের নূর হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক সুদীপ্ত দাস আসামি জাকির হোসেনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আর নূর হোসেন পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের জাকির হোসেন। জেরিনের পরিবার বিষয়টি জাকিরের পরিবারকে জানায়। এর জের ধরেই ২০২০ সালের ১৮ জানুয়ারি সকালে বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে জেরিনকে অপহরণের জন্য অটোরিকশায় তুলেন জাকির।
সিএনজি অটোরিকশায় ধস্তাধস্তির একর্পযায়ে গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আহত হন জেরিন। পরদিন ১৯ জানুয়ারি সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওইদিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন জেরিনের বাবা আব্দুল হাই।
এ ঘটনায় নুর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানার তৎকালীন ওসি মাসুক আলী দণ্ডিত দুইজনের নামে অভিযোগ পত্র দাখিল করেন। ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিজ্ঞ বিচারক হত্যার অপরাধে উভয় আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
১ মিনিট আগেরাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১০ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজনরসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১৩ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
১৪ মিনিট আগে