জাকির হোসেন, সুনামগঞ্জ
সুনামগঞ্জের হাওরাঞ্চল মানেই মিঠাপানির মাছ। একটা সময় বর্ষায় জেলার হাওরে মাছ ধরেই জীবিকা নির্বাহ করত সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকার অধিকাংশ মানুষ। এক ফসলি (বোরো) এই জেলায় ধান ঘরে তোলার পর বছরের ছয় মাসই বেকার হয়ে পড়ে। এই বেকার সময়টুকু হাওরাঞ্চলের অধিকাংশ পরিবারের সদস্যরা মাছ ধরার কাজে ব্যস্ত থাকত। মিঠাপানির মাছ এই জেলার মানুষের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায়ও রপ্তানি করতে পারত। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এ বছর হাওরে পানি কম আসায় দেশীয় মাছের সংকট দেখা দিয়েছে। স্থানীয় হাট-বাজারগুলোতে দেশি মাছ তেমন চোখে পড়ছে না। এতে বিপাকে পড়েছে হাওরাঞ্চলের মানুষ ও মৎস্যজীবীরা।
হাওরবেষ্টিত জেলায় মাদার ফিশারিজ টাঙ্গুয়া, শনি, মাটিয়ান, মহালিয়া,ডেকার, নলজুড়ি হাওরসহ একাধিক নদী রয়েছে। সুনামগঞ্জের হাওরগুলোর মিঠা পানির মাছ দেশীয় মাছের চাহিদা অনেকাংশেই মেটায়।
জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মাছ বিক্রেতাদের কাছে চাষের মাছই বেশি। দেশীয় মাছ যারাই নিয়ে আসছে, মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যায়।
সুনামগঞ্জ পৌর এলাকার মাছ ব্যবসায়ী সামছু মিয়া বলেন, `এ বছর জুইরাই হাওরে মাছ কম মিলছে। হাওর বা নদীতে জেলেরা মাছ পাচ্ছেন না। তাই আমরাও বাধ্য হইয়া চাষের মাছই বিক্রি করতাছি।'
মাছের আড়তদার এবাদুল মিয়া বলেন, ``দেশি মাছ কমে যাওয়ায় মাসখানেক ধরে ঢাকায় মাছ সরবরাহ করতে পারছি না। অন্য বছর এই সময়ে প্রতিদিনই এক ট্রাক মাছ পাঠাইতাম ।'
মাছের ক্রেতা প্রাণগোপাল তালুকদার বলেন, প্রতিদিন সকাল-বিকেল দেশি মাছ কেনার জন্য বাজারে যাই, কিন্তু মাছ পাওয়া যায় না।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় ছোট-বড় মিলিয়ে হাওরের সংখ্যা ৮২। এর আয়তন ৬০ হাজার ১৫৩ দশমিক ৫৭ হেক্টর। খালের সংখ্যা ১৩৩, যার আয়তন ৬৮৩ দশমিক ১৩ হেক্টর। ৮২টি হাওরে বিল রয়েছে ৯৭৬টি, যার মোট আয়তন ২১ হাজার ৬১৫ দশমিক ৬১ হেক্টর। এসব হাওরে গেল বছর মাছ উৎপাদন হয়েছে ৯১ হাজার ৩৬ দশমিক ৯৪ মেট্রিক টন। পুরো জেলায় মাছের চাহিদা ছিল ৫৬ হাজার ৩৭২ মেট্রিক টন।
সরকারি হিসাব অনুয়ায়ী জেলার মোট চাহিদা থেকে বেশি পরিমাণে মাছ উৎপাদন হয়ে থাকে প্রতিবছর। গত বছর ৩৪ হাজার ৬৬৪ দশমিক ৯৪ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত ছিল। কিন্তু চলতি বছর মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েও সংশয় রয়েছে।
হাওর বাঁচাও আন্দোলনের নেতা সুখেন্দু সেন বলেন, ইজারাদারেরা বর্ষা মৌসুমে পুরো হাওর শাসন করেন। কোনো জেলেকে হাওরের পাড়ে মাছ ধরতে দেওয়া হয় না। এ সময় জমির মালিক জমির ওপর মাছ ধরতে পারেন না। বর্ষাকালের শেষের দিকে পানি কমতে শুরু হলে মাছগুলোও হাওরের তলদেশে নামতে শুরু করে। একসময় হাওরে সমস্ত পানি শুকিয়ে যায়। শুধু বিলগুলোতে পানি থেকে যায়। তখন ইজারাদারেরা বিলগুলো শুকিয়ে বিলের তলদেশ থেকে মাছ শিকার করে বাইরে পাঠিয়ে দেন। এতে অল্প কিছু ইজারাদার লাভবান হলেও হাওরপাড়ের বেশির ভাগ মানুষকে লোকসানে পড়তে হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ মৎস্য বিভাগের সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস বলেন, হাওরাঞ্চলে কীটনাশকের ব্যবহার বেশি হওয়ার কারণে মাছের সংখ্যা কমছে। এ ছাড়া এবার হাওরে পানি কম হওয়ায় মাছ তেমন একটা নেই।
সীমা রানী বলেন, যা-ও মাছ আছে, স্থানীয় জেলেরা মাছের পোনা ধরে ফেলছেন। তাতে করে দেশীয় মাছ আর বড় হওয়ার সুযোগ পায় না।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ``মাছের বংশ রক্ষা করার জন্য মৎস্য আইন অনুযায়ী যারা অবৈধভাবে মাছের পোনা ধরছে, আমরা জেলার সবগুলো উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।'
সুনামগঞ্জের হাওরাঞ্চল মানেই মিঠাপানির মাছ। একটা সময় বর্ষায় জেলার হাওরে মাছ ধরেই জীবিকা নির্বাহ করত সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকার অধিকাংশ মানুষ। এক ফসলি (বোরো) এই জেলায় ধান ঘরে তোলার পর বছরের ছয় মাসই বেকার হয়ে পড়ে। এই বেকার সময়টুকু হাওরাঞ্চলের অধিকাংশ পরিবারের সদস্যরা মাছ ধরার কাজে ব্যস্ত থাকত। মিঠাপানির মাছ এই জেলার মানুষের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায়ও রপ্তানি করতে পারত। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এ বছর হাওরে পানি কম আসায় দেশীয় মাছের সংকট দেখা দিয়েছে। স্থানীয় হাট-বাজারগুলোতে দেশি মাছ তেমন চোখে পড়ছে না। এতে বিপাকে পড়েছে হাওরাঞ্চলের মানুষ ও মৎস্যজীবীরা।
হাওরবেষ্টিত জেলায় মাদার ফিশারিজ টাঙ্গুয়া, শনি, মাটিয়ান, মহালিয়া,ডেকার, নলজুড়ি হাওরসহ একাধিক নদী রয়েছে। সুনামগঞ্জের হাওরগুলোর মিঠা পানির মাছ দেশীয় মাছের চাহিদা অনেকাংশেই মেটায়।
জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মাছ বিক্রেতাদের কাছে চাষের মাছই বেশি। দেশীয় মাছ যারাই নিয়ে আসছে, মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যায়।
সুনামগঞ্জ পৌর এলাকার মাছ ব্যবসায়ী সামছু মিয়া বলেন, `এ বছর জুইরাই হাওরে মাছ কম মিলছে। হাওর বা নদীতে জেলেরা মাছ পাচ্ছেন না। তাই আমরাও বাধ্য হইয়া চাষের মাছই বিক্রি করতাছি।'
মাছের আড়তদার এবাদুল মিয়া বলেন, ``দেশি মাছ কমে যাওয়ায় মাসখানেক ধরে ঢাকায় মাছ সরবরাহ করতে পারছি না। অন্য বছর এই সময়ে প্রতিদিনই এক ট্রাক মাছ পাঠাইতাম ।'
মাছের ক্রেতা প্রাণগোপাল তালুকদার বলেন, প্রতিদিন সকাল-বিকেল দেশি মাছ কেনার জন্য বাজারে যাই, কিন্তু মাছ পাওয়া যায় না।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় ছোট-বড় মিলিয়ে হাওরের সংখ্যা ৮২। এর আয়তন ৬০ হাজার ১৫৩ দশমিক ৫৭ হেক্টর। খালের সংখ্যা ১৩৩, যার আয়তন ৬৮৩ দশমিক ১৩ হেক্টর। ৮২টি হাওরে বিল রয়েছে ৯৭৬টি, যার মোট আয়তন ২১ হাজার ৬১৫ দশমিক ৬১ হেক্টর। এসব হাওরে গেল বছর মাছ উৎপাদন হয়েছে ৯১ হাজার ৩৬ দশমিক ৯৪ মেট্রিক টন। পুরো জেলায় মাছের চাহিদা ছিল ৫৬ হাজার ৩৭২ মেট্রিক টন।
সরকারি হিসাব অনুয়ায়ী জেলার মোট চাহিদা থেকে বেশি পরিমাণে মাছ উৎপাদন হয়ে থাকে প্রতিবছর। গত বছর ৩৪ হাজার ৬৬৪ দশমিক ৯৪ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত ছিল। কিন্তু চলতি বছর মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েও সংশয় রয়েছে।
হাওর বাঁচাও আন্দোলনের নেতা সুখেন্দু সেন বলেন, ইজারাদারেরা বর্ষা মৌসুমে পুরো হাওর শাসন করেন। কোনো জেলেকে হাওরের পাড়ে মাছ ধরতে দেওয়া হয় না। এ সময় জমির মালিক জমির ওপর মাছ ধরতে পারেন না। বর্ষাকালের শেষের দিকে পানি কমতে শুরু হলে মাছগুলোও হাওরের তলদেশে নামতে শুরু করে। একসময় হাওরে সমস্ত পানি শুকিয়ে যায়। শুধু বিলগুলোতে পানি থেকে যায়। তখন ইজারাদারেরা বিলগুলো শুকিয়ে বিলের তলদেশ থেকে মাছ শিকার করে বাইরে পাঠিয়ে দেন। এতে অল্প কিছু ইজারাদার লাভবান হলেও হাওরপাড়ের বেশির ভাগ মানুষকে লোকসানে পড়তে হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ মৎস্য বিভাগের সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস বলেন, হাওরাঞ্চলে কীটনাশকের ব্যবহার বেশি হওয়ার কারণে মাছের সংখ্যা কমছে। এ ছাড়া এবার হাওরে পানি কম হওয়ায় মাছ তেমন একটা নেই।
সীমা রানী বলেন, যা-ও মাছ আছে, স্থানীয় জেলেরা মাছের পোনা ধরে ফেলছেন। তাতে করে দেশীয় মাছ আর বড় হওয়ার সুযোগ পায় না।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ``মাছের বংশ রক্ষা করার জন্য মৎস্য আইন অনুযায়ী যারা অবৈধভাবে মাছের পোনা ধরছে, আমরা জেলার সবগুলো উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।'
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩৫ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩৭ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৩৮ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৪০ মিনিট আগে