নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হয়েছে পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দীন ভুঞা। এবার উৎসবে ১১১টি দেশের বাছাই করা ১০৬টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
সিলেট চলচ্চিত্র সংসদের সহসভাপতি নাতাশা তাসনিয়া শিপ্রার সঞ্চালনায় অতিথিরা বলেন, সিলেট চলচ্চিত্র উৎসব স্বাধীনধারার তরুণ নির্মাতাদের জন্য একটা নতুন দুয়ার খুলেছে। এই উৎসব ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
আগামীতে নতুন প্রজন্মের নির্মাতাদের স্বীকৃতি দিতে এই উৎসব ভূমিকা রাখবে। এ ছাড়া রাজধানীর বাইরে এমন আন্তর্জাতিক উৎসব চলচ্চিত্রের জন্য দর্শকশ্রেণি তৈরি করতে পারবে বলে জানান তাঁরা।
তিন দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিন সকাল ও বিকেলে বিভিন্ন দেশি-বিদেশি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।
এতে আগত এক দর্শক বলেন, ‘আমি তিন দিনের উৎসবে সবগুলো চলচ্চিত্র উপভোগ করব।’
আরেক দর্শক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সিলেটে এমন চলচ্চিত্র উৎসব আয়োজনের ফলে আমরা ভালো চলচ্চিত্রগুলো দেখতে পাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে চলচ্চিত্র প্রদর্শনী। পয়লা অক্টোবর পর্যন্ত চলা এই উৎসবে চলচ্চিত্র প্রদর্শনী ছাড়া থাকছে চলচ্চিত্র নিয়ে সেমিনার।
এ ছাড়া শিশুদের জন্য ফাউন্ডেশন ও সিকৃবি চলচ্চিত্র সংসদের আয়োজনে উৎসব প্রাঙ্গণে রয়েছে শিশুদের জন্য আলোকচিত্র প্রদর্শনী। অভিভাবকেরা সকাল থেকে আলোকচিত্র দেখাতে শিশুদের নিয়ে আসতে দেখা গেছে।
এ উৎসবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও উৎসবের জুরি আশরাফ শিশির, চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রিতি, চলচ্চিত্র নির্মাতা তাসমিয়া আফরিন মৌ সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আতিকুজ্জামান, প্রক্টর ড. মো. মনিরুল ইসলাম, সিকৃবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদ উদ্দীন আহমেদ, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সভাপতি অধ্যাপক ড. মাহবুব আলম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রমুখ।
এবারের আসরে বিশ্বের ১১১টি দেশ থেকে স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য ৩ হাজার ৬৫টি চলচ্চিত্র জমা পড়ে। যার মধ্যে থেকে বাছাই করা স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলেয়ে মোট ১০৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে ২০১৭ সাল থেকে এ উৎসব আয়োজিত হচ্ছে।
এবার জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, অভিনেতা মনোজ কুমার, নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, চলচ্চিত্র সমালোচক ও কিউরেটর প্রেমেন্দ্র মজুমদার ও ভারতীয় চলচ্চিত্র সমালোচক সিদ্ধার্থ মাইতি, চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রিতি ও চলচ্চিত্র নির্মাতা তাসমিয়া আফরিন মৌ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হয়েছে পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দীন ভুঞা। এবার উৎসবে ১১১টি দেশের বাছাই করা ১০৬টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
সিলেট চলচ্চিত্র সংসদের সহসভাপতি নাতাশা তাসনিয়া শিপ্রার সঞ্চালনায় অতিথিরা বলেন, সিলেট চলচ্চিত্র উৎসব স্বাধীনধারার তরুণ নির্মাতাদের জন্য একটা নতুন দুয়ার খুলেছে। এই উৎসব ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
আগামীতে নতুন প্রজন্মের নির্মাতাদের স্বীকৃতি দিতে এই উৎসব ভূমিকা রাখবে। এ ছাড়া রাজধানীর বাইরে এমন আন্তর্জাতিক উৎসব চলচ্চিত্রের জন্য দর্শকশ্রেণি তৈরি করতে পারবে বলে জানান তাঁরা।
তিন দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিন সকাল ও বিকেলে বিভিন্ন দেশি-বিদেশি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।
এতে আগত এক দর্শক বলেন, ‘আমি তিন দিনের উৎসবে সবগুলো চলচ্চিত্র উপভোগ করব।’
আরেক দর্শক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সিলেটে এমন চলচ্চিত্র উৎসব আয়োজনের ফলে আমরা ভালো চলচ্চিত্রগুলো দেখতে পাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে চলচ্চিত্র প্রদর্শনী। পয়লা অক্টোবর পর্যন্ত চলা এই উৎসবে চলচ্চিত্র প্রদর্শনী ছাড়া থাকছে চলচ্চিত্র নিয়ে সেমিনার।
এ ছাড়া শিশুদের জন্য ফাউন্ডেশন ও সিকৃবি চলচ্চিত্র সংসদের আয়োজনে উৎসব প্রাঙ্গণে রয়েছে শিশুদের জন্য আলোকচিত্র প্রদর্শনী। অভিভাবকেরা সকাল থেকে আলোকচিত্র দেখাতে শিশুদের নিয়ে আসতে দেখা গেছে।
এ উৎসবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও উৎসবের জুরি আশরাফ শিশির, চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রিতি, চলচ্চিত্র নির্মাতা তাসমিয়া আফরিন মৌ সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আতিকুজ্জামান, প্রক্টর ড. মো. মনিরুল ইসলাম, সিকৃবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদ উদ্দীন আহমেদ, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সভাপতি অধ্যাপক ড. মাহবুব আলম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রমুখ।
এবারের আসরে বিশ্বের ১১১টি দেশ থেকে স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য ৩ হাজার ৬৫টি চলচ্চিত্র জমা পড়ে। যার মধ্যে থেকে বাছাই করা স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলেয়ে মোট ১০৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে ২০১৭ সাল থেকে এ উৎসব আয়োজিত হচ্ছে।
এবার জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, অভিনেতা মনোজ কুমার, নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, চলচ্চিত্র সমালোচক ও কিউরেটর প্রেমেন্দ্র মজুমদার ও ভারতীয় চলচ্চিত্র সমালোচক সিদ্ধার্থ মাইতি, চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রিতি ও চলচ্চিত্র নির্মাতা তাসমিয়া আফরিন মৌ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৭ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
৩০ মিনিট আগে