প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
খাসিয়া, শান্তি, মন্টু, মিষ্টি, বাংলা, রাজশাহী, চাঁদপুরী রং-বেরঙের পানের জন্য শায়েস্তাগঞ্জের এই পানের আড়ত হবিগঞ্জ জেলায় বিখ্যাত। রাজশাহী, ভেড়ামারা, কুষ্টিয়া, কচুয়া মুড়াসহ ভারতের এলসি করা পান এই আড়তে আসে। এ ছাড়া আল্লাহর দান, গন্দেশ্বরী, লোকনাথ, হাজী সুরত আলী, ঠাকুরবানী, অমৃত, ঝন্টু, জননী, তোতা মিয়ার পানের আড়ত ৭০ বছর ধরে পানের ব্যবসা করে আসছে।
শায়েস্তাগঞ্জের পানের আড়ত থেকে পান হবিগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারেও এখান থেকে সরবরাহ করা হতো। পাকিস্তান আমল থেকে ট্রেনে করে পান আসত। বর্তমানে সে বাজার এখন ছোট হয়ে আসছে। কেবল ট্রাকে করে ১৫ থেকে ১৬ বান্ডিল পান আসে। একটি বান্ডিলে ৮০০ থেকে ১ হাজার ৫০০ বিড়া পান থাকে। প্রত্যেকদিন প্রায় ১ লাখ ৪৪ হাজার বীরা পান বিক্রি হয়।
প্রতি বান্ডিল পানের দাম বর্তমান বাজারে ১৫ থেকে ১৬ হাজার টাকা। এই শায়েস্তাগঞ্জের আড়তে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার পান বিক্রি হয়। প্রতিটি দোকানে ৪ থেকে ৫ জন করে (বেচালদার) কর্মচারী কাজ করেন। ৪০ থেকে ৫০ জনের মতো লোক সরাসরি আড়তের সঙ্গে যুক্ত আছেন। প্রতিটি পানের আড়ত থেকে ৩৫ থেকে ৪০ জনের মতো খরিদ্দার প্রতিদিন পান ক্রয় করে গ্রামগঞ্জে বিক্রি করেন। প্রায় ৩৫০ জন খরিদ্দার আড়তের সঙ্গে যুক্ত থেকে নিজেরা প্রতিদিন পান ক্রয় করে খুচরা বিক্রয়ের জন্য নিয়ে যান।
পানের আরতের ম্যানেজার কৃপেশ দেব বলেন, ব্যবসাটি খুবই ভালো। আমি প্রায় ৪০ বছর যাবৎ ম্যানেজারি করছি। কিন্তু বসার সুনির্দিষ্ট কোনো ঘর না থাকায় অনেক কষ্ট হয়। শুধু তাই নয়, খরিদ্দাররা সময়মতো অর্থ পরিশোধ না করার কারণে মালিকদের অনেক সময় বিপদে পড়তে হয়।
পানের আড়ত সমিতির সভাপতি সেলিম মিয়া বলেন, বাজারের মূল সড়কের ওপরে আমাদের পান বিক্রি করতে হয়। অনেক সময় গাড়ির জটলা বেঁধে যায়। পৌর পরিষদের পক্ষ থেকে আমাদের যদি আলাদা করে একটি সেট বানিয়ে দেওয়া হয় তাহলে আমরা দীর্ঘ সময়ব্যাপী কাজ করতে পারব।
ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু বলেন, এই পানের আড়তটি ইতিহাস-ঐতিহ্যের এবং গৌরবের। প্রায় ৫ শতাধিক লোক এখানে কাজ করে জীবনধারণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়ে আমাদের ব্যবসায় সহযোগিতা করা উচিত।
খাসিয়া, শান্তি, মন্টু, মিষ্টি, বাংলা, রাজশাহী, চাঁদপুরী রং-বেরঙের পানের জন্য শায়েস্তাগঞ্জের এই পানের আড়ত হবিগঞ্জ জেলায় বিখ্যাত। রাজশাহী, ভেড়ামারা, কুষ্টিয়া, কচুয়া মুড়াসহ ভারতের এলসি করা পান এই আড়তে আসে। এ ছাড়া আল্লাহর দান, গন্দেশ্বরী, লোকনাথ, হাজী সুরত আলী, ঠাকুরবানী, অমৃত, ঝন্টু, জননী, তোতা মিয়ার পানের আড়ত ৭০ বছর ধরে পানের ব্যবসা করে আসছে।
শায়েস্তাগঞ্জের পানের আড়ত থেকে পান হবিগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারেও এখান থেকে সরবরাহ করা হতো। পাকিস্তান আমল থেকে ট্রেনে করে পান আসত। বর্তমানে সে বাজার এখন ছোট হয়ে আসছে। কেবল ট্রাকে করে ১৫ থেকে ১৬ বান্ডিল পান আসে। একটি বান্ডিলে ৮০০ থেকে ১ হাজার ৫০০ বিড়া পান থাকে। প্রত্যেকদিন প্রায় ১ লাখ ৪৪ হাজার বীরা পান বিক্রি হয়।
প্রতি বান্ডিল পানের দাম বর্তমান বাজারে ১৫ থেকে ১৬ হাজার টাকা। এই শায়েস্তাগঞ্জের আড়তে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার পান বিক্রি হয়। প্রতিটি দোকানে ৪ থেকে ৫ জন করে (বেচালদার) কর্মচারী কাজ করেন। ৪০ থেকে ৫০ জনের মতো লোক সরাসরি আড়তের সঙ্গে যুক্ত আছেন। প্রতিটি পানের আড়ত থেকে ৩৫ থেকে ৪০ জনের মতো খরিদ্দার প্রতিদিন পান ক্রয় করে গ্রামগঞ্জে বিক্রি করেন। প্রায় ৩৫০ জন খরিদ্দার আড়তের সঙ্গে যুক্ত থেকে নিজেরা প্রতিদিন পান ক্রয় করে খুচরা বিক্রয়ের জন্য নিয়ে যান।
পানের আরতের ম্যানেজার কৃপেশ দেব বলেন, ব্যবসাটি খুবই ভালো। আমি প্রায় ৪০ বছর যাবৎ ম্যানেজারি করছি। কিন্তু বসার সুনির্দিষ্ট কোনো ঘর না থাকায় অনেক কষ্ট হয়। শুধু তাই নয়, খরিদ্দাররা সময়মতো অর্থ পরিশোধ না করার কারণে মালিকদের অনেক সময় বিপদে পড়তে হয়।
পানের আড়ত সমিতির সভাপতি সেলিম মিয়া বলেন, বাজারের মূল সড়কের ওপরে আমাদের পান বিক্রি করতে হয়। অনেক সময় গাড়ির জটলা বেঁধে যায়। পৌর পরিষদের পক্ষ থেকে আমাদের যদি আলাদা করে একটি সেট বানিয়ে দেওয়া হয় তাহলে আমরা দীর্ঘ সময়ব্যাপী কাজ করতে পারব।
ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু বলেন, এই পানের আড়তটি ইতিহাস-ঐতিহ্যের এবং গৌরবের। প্রায় ৫ শতাধিক লোক এখানে কাজ করে জীবনধারণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়ে আমাদের ব্যবসায় সহযোগিতা করা উচিত।
সিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
৩ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে...
১৮ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
২৬ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগে