পরকীয়ার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ স্বামীর

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: 
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৮: ২৭
Thumbnail image
নিহত মনোয়ারা বেগম (৩৫) আজাদ বক্সের ব্যক্তির দ্বিতীয় স্ত্রী।

মৌলভীবাজারের কমলগঞ্জে দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৫) শ্বাসরুদ্ধ করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন আজাদ বক্স নামে এক ব্যক্তি। আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মনোয়ারা পৌর এলাকার দক্ষিণ আলেপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, আজাদ বক্স ও মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে লিপ্ত ছিলেন। আজ সকালে নিজের স্ত্রীকে হত্যার পর থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন আজাদ বক্স। স্বামী আজাদ বক্স দাবি করেন, তাঁর স্ত্রী পরকীয়া করতেন। তাই তাঁকে হত্যা করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, থানায় এসে নিজের স্ত্রীকে হত্যার কথা বলে আত্মসমর্পণ করেছেন আজাদ বক্স। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত