নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ১৯ জানুয়ারির মধ্যে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশসহ ৯ দফা দাবি জানিয়েছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা। আজ রোববার (১২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
এদিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি, আহত ও তাঁদের পরিবারের সদস্যরা। এ সময় সরকারকে তাঁরা সুচিকিৎসা ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মানববন্ধনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সম্মুখসারির আহত ও নিহত পরিবারের পক্ষ থেকে ৯ দফা দাবি জানানো হয়। তাঁদের দাবিগুলো হলো—
১. আগামী এক সপ্তাহের (১৯ জানুয়ারি) মধ্যে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাঁদের পরিচয়পত্র (স্মার্ট কার্ড) প্রদান করতে হবে।
২. আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে (দেশে/বিদেশে)। গণ-অভ্যুত্থানে আহতদের আজীবন বিনা মূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৩.২০২৪ গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহতের পরিবারকে সরকারি মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে।
৪. গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহত পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৫. ’২৪-এর গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারকে পরবর্তী কোনো সরকার উদ্দেশ্যপ্রণোদিত বা রাজনৈতিকভাবে কোনো হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া যাবে না, এই মর্মে আইন পাস করতে হবে।
৬. জটিলতা নিরসন করে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা দিতে হবে।
৭. জুলাই গণ-অভ্যুত্থানে জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।
৮. ’২৪ গণ-অভ্যুত্থানের জন্য সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।
৯. সব দাবিগুলো সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
আগামী ১৯ জানুয়ারির মধ্যে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশসহ ৯ দফা দাবি জানিয়েছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা। আজ রোববার (১২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
এদিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি, আহত ও তাঁদের পরিবারের সদস্যরা। এ সময় সরকারকে তাঁরা সুচিকিৎসা ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মানববন্ধনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সম্মুখসারির আহত ও নিহত পরিবারের পক্ষ থেকে ৯ দফা দাবি জানানো হয়। তাঁদের দাবিগুলো হলো—
১. আগামী এক সপ্তাহের (১৯ জানুয়ারি) মধ্যে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাঁদের পরিচয়পত্র (স্মার্ট কার্ড) প্রদান করতে হবে।
২. আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে (দেশে/বিদেশে)। গণ-অভ্যুত্থানে আহতদের আজীবন বিনা মূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৩.২০২৪ গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহতের পরিবারকে সরকারি মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে।
৪. গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহত পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৫. ’২৪-এর গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারকে পরবর্তী কোনো সরকার উদ্দেশ্যপ্রণোদিত বা রাজনৈতিকভাবে কোনো হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া যাবে না, এই মর্মে আইন পাস করতে হবে।
৬. জটিলতা নিরসন করে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা দিতে হবে।
৭. জুলাই গণ-অভ্যুত্থানে জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।
৮. ’২৪ গণ-অভ্যুত্থানের জন্য সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।
৯. সব দাবিগুলো সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ীর ওপর হামলার ঘটনার নেপথ্যে ঢাকার দুই শীর্ষ সন্ত্রাসীর দ্বন্দ্ব। মার্কেট দখলকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হক ইমন ও ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের অনুসারীরা এই দ্বন্দ্বে জড়িয়েছেন।
২৬ মিনিট আগেঢাকায় প্রতিদিন কোনো না কোনো এলাকায় সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনা প্রতিরোধে রীতিমতো ব্যর্থ পুলিশ। তবে পুলিশ বলছে, ছিনতাইকারীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত তিন মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে আজ সকাল থেকে চলমান অনশনে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়া কয়েকজন শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেস্বামীকে হত্যার দায়ে স্ত্রী পেয়েছেন যাবজ্জীবন এবং তাঁর প্রেমিককে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মাসুদ করিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মোছা. সুলতানা আক্তার কেমিলি ও তাঁর প্রেমিক রবিউল করিম পিন্টু। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদ
২ ঘণ্টা আগে