নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন দুই সাংবাদিক। আজ বুধবার সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল জামিনের এ আদেশ দেন।
সাংবাদিকেরা হলেন–বাংলাভিশনের স্টাফ রিপোর্টার (সিলেট) দিপু সিদ্দিকী ও দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ মালেক।
ট্রাইব্যুনালের অতিরিক্ত (এডিশনাল) পিপি অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের স্থায়ীভাবে জামিন দেওয়া হয়েছে।’
এ বিষয়ে দিপু সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘যে পত্রিকার সংবাদ নিয়ে মামলা হয়, তখন আমরা দু’জনই ওই পত্রিকায় কর্মরত ছিলাম না। মামলার এজাহারেও আমাদের নাম ছিল না। ষড়যন্ত্র মূলকভাবে আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা ন্যায় বিচার প্রত্যাশী।’
এর আগে ২০২১ সালের ১৭ অক্টোবর সিলেট মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের শাহজালাল উপশহরের বাসিন্দা মারজান উল হক বাদী হয়ে শাহপরান থানায় চারজনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এজাহারে সাংবাদিক দিপু সিদ্দিকী ও এম এ মালেকের নাম না থাকলেও পরবর্তীতে মামলার তদন্তভার অর্পিত হয় সিআইডি সিলেট মেট্রো ও জেলা শাখায়।
সিআইডি মামলার অভিযোগপত্রে নতুন করে ৫ ও ৬ নম্বর আসামি হিসেবে ওই দুই সাংবাদিককে অন্তর্ভুক্ত করে ২০২৩ সালে আদালতে মোট ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন।
সর্বশেষ গত ২২ জানুয়ারি আদালত দিপু সিদ্দিকী ও এম এ মালেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তারা দুজন আদালতের প্রতি সম্মান জানিয়ে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন শুনানিতে আদালতে আসামি পক্ষে ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, অ্যাডভোকেট মো. তাজ উদ্দিন ও অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।
এ সময় সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ বিভিন্ন প্রিন্ট–ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন দুই সাংবাদিক। আজ বুধবার সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল জামিনের এ আদেশ দেন।
সাংবাদিকেরা হলেন–বাংলাভিশনের স্টাফ রিপোর্টার (সিলেট) দিপু সিদ্দিকী ও দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ মালেক।
ট্রাইব্যুনালের অতিরিক্ত (এডিশনাল) পিপি অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের স্থায়ীভাবে জামিন দেওয়া হয়েছে।’
এ বিষয়ে দিপু সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘যে পত্রিকার সংবাদ নিয়ে মামলা হয়, তখন আমরা দু’জনই ওই পত্রিকায় কর্মরত ছিলাম না। মামলার এজাহারেও আমাদের নাম ছিল না। ষড়যন্ত্র মূলকভাবে আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা ন্যায় বিচার প্রত্যাশী।’
এর আগে ২০২১ সালের ১৭ অক্টোবর সিলেট মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের শাহজালাল উপশহরের বাসিন্দা মারজান উল হক বাদী হয়ে শাহপরান থানায় চারজনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এজাহারে সাংবাদিক দিপু সিদ্দিকী ও এম এ মালেকের নাম না থাকলেও পরবর্তীতে মামলার তদন্তভার অর্পিত হয় সিআইডি সিলেট মেট্রো ও জেলা শাখায়।
সিআইডি মামলার অভিযোগপত্রে নতুন করে ৫ ও ৬ নম্বর আসামি হিসেবে ওই দুই সাংবাদিককে অন্তর্ভুক্ত করে ২০২৩ সালে আদালতে মোট ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন।
সর্বশেষ গত ২২ জানুয়ারি আদালত দিপু সিদ্দিকী ও এম এ মালেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তারা দুজন আদালতের প্রতি সম্মান জানিয়ে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন শুনানিতে আদালতে আসামি পক্ষে ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, অ্যাডভোকেট মো. তাজ উদ্দিন ও অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।
এ সময় সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ বিভিন্ন প্রিন্ট–ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২৩ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২৯ মিনিট আগে