সিলেটে নিখোঁজের ৭ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ১৯: ৩৯

সিলেটের কানাইঘাটে নিখোঁজের সাত দিন পর মোহাম্মদ আব্দুল আলী (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের রাজাগঞ্জ গ্রামের বাসিন্দা। গতকাল রোববার রাতে উপজেলার নয়াবিল খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আজ সোমবার থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পুলিশ ও বৃদ্ধের পরিবার জানায়, গত ২৬ ফেব্রুয়ারি আব্দুল আলী তাঁর দ্বিতীয় স্ত্রী কুলসুমা বেগমকে নিয়ে শ্বশুরবাড়ি জৈন্তাপুরের উৎলারপাড় গ্রামে ওয়াজ মাহফিলে যান। সেখানে রাতে থাকার পর ভোরে সবার অগোচরে পাশের জলসার বাজারে যান। স্বজনেরা তাঁকে দেখে বাড়ি যেতে বললে এর পর থেকে তিনি নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ৪ মার্চ জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরদিন বিকেলে নয়াবিল হাওরের পানিতে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন রাখাল। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে মরদেহটি আব্দুল আলীর বলে শনাক্ত করেন। পরে কানাইঘাট থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, দ্বিতীয় স্ত্রীর পিত্রালয় থেকে বাড়ি ফেরার পথে খালের পানিতে পড়ে আব্দুল আলীর মৃত্যু হয়েছে। তাঁর গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত