আল মামুন জীবন, বোদা (পঞ্চগড়) থেকে ফিরে
চলতি বছরের ডিসেম্বর মাসে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদের আউলিয়া ঘাটে সেতু নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে নৌকাডুবির ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ‘নৌকাডুবির ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসার পরই তিনি ব্রিজ নির্মাণের জন্য নির্দেশনা দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী একনেকে ব্রিজটির বিল পাস হয়েছে। কাজ শুরু হয়েছে ডিজাইনের। ডিজাইনের কাজ শেষ হলেই টেন্ডার হবে। এরপরেই নির্মাণকাজ শুরু হবে।’
নৌকাডুবির ঘটনার বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত যাত্রীর চাপে এ রকম একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। এটি মেনে নেওয়ার মতো না। এ রকম দুর্ঘটনা স্মরণীয় হয়ে থাকবে। আমরা সরকারের পক্ষ থেকে ও দলের পক্ষ থেকে মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যদের সামনে এমন ঘটনা ঘটার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঈদ যাত্রার সময় কী পরিমাণ মানুষ ট্রেনে ওঠে? কোনো ফাঁকা জায়গা থাকে না। আপনারা জানেন যে, রেল কর্তৃপক্ষ দিয়ে সেটিকে প্রতিহত করাও সম্ভব হয় না। সাধারণ মানুষ ভাবেন, তাঁদের জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। তবে এখানে পূজার যে সময়সীমা সেটিও একটি মুখ্য বিষয়। সঠিক সময়ের মধ্যে না যেতে পারলে হয়তো অর্চনা করা যাবে না। তবে কী কারণে এমন হলো? যারা মহালয়ার আয়োজন করেন তাঁদের দোষ আছে কি না, সবকিছু খতিয়ে দেখছে তদন্ত কমিটি।’
এ সময় উপার্জনক্ষম ব্যক্তি হারানোর পরিবারগুলোর পাশে থাকার কথা বলেন দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন জমা হলেই ঘটনার মামলা ও পরবর্তী কার্যক্রমে এগোবে প্রশাসন।’
মানবিক সহায়তা বিতরণের সময় রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরানুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
এ ঘটনায় গত পাঁচ দিনে মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৮ জন এবং শিশু ২১ টি। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি গ্রামের বাসিন্দা ধীরেন চন্দ্রের জয়া রানী (৪), বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুরেন (৩২) ও দেবীগঞ্জ উপজেলার ছত্রশিকারপুর এলাকার ভূপেন্দ্র নাথ বর্মনকে (৪০)।
উদ্ধার হওয়া মরহেদগুলোর মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৫ জন, আটোয়ারী উপজেলার দুজন, দেবীগঞ্জ উপজেলার ১৮ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার তিনজন এবং পঞ্চগড় সদর উপজেলার একজন।
চলতি বছরের ডিসেম্বর মাসে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদের আউলিয়া ঘাটে সেতু নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে নৌকাডুবির ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ‘নৌকাডুবির ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসার পরই তিনি ব্রিজ নির্মাণের জন্য নির্দেশনা দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী একনেকে ব্রিজটির বিল পাস হয়েছে। কাজ শুরু হয়েছে ডিজাইনের। ডিজাইনের কাজ শেষ হলেই টেন্ডার হবে। এরপরেই নির্মাণকাজ শুরু হবে।’
নৌকাডুবির ঘটনার বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত যাত্রীর চাপে এ রকম একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। এটি মেনে নেওয়ার মতো না। এ রকম দুর্ঘটনা স্মরণীয় হয়ে থাকবে। আমরা সরকারের পক্ষ থেকে ও দলের পক্ষ থেকে মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যদের সামনে এমন ঘটনা ঘটার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঈদ যাত্রার সময় কী পরিমাণ মানুষ ট্রেনে ওঠে? কোনো ফাঁকা জায়গা থাকে না। আপনারা জানেন যে, রেল কর্তৃপক্ষ দিয়ে সেটিকে প্রতিহত করাও সম্ভব হয় না। সাধারণ মানুষ ভাবেন, তাঁদের জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। তবে এখানে পূজার যে সময়সীমা সেটিও একটি মুখ্য বিষয়। সঠিক সময়ের মধ্যে না যেতে পারলে হয়তো অর্চনা করা যাবে না। তবে কী কারণে এমন হলো? যারা মহালয়ার আয়োজন করেন তাঁদের দোষ আছে কি না, সবকিছু খতিয়ে দেখছে তদন্ত কমিটি।’
এ সময় উপার্জনক্ষম ব্যক্তি হারানোর পরিবারগুলোর পাশে থাকার কথা বলেন দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন জমা হলেই ঘটনার মামলা ও পরবর্তী কার্যক্রমে এগোবে প্রশাসন।’
মানবিক সহায়তা বিতরণের সময় রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরানুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
এ ঘটনায় গত পাঁচ দিনে মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৮ জন এবং শিশু ২১ টি। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি গ্রামের বাসিন্দা ধীরেন চন্দ্রের জয়া রানী (৪), বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুরেন (৩২) ও দেবীগঞ্জ উপজেলার ছত্রশিকারপুর এলাকার ভূপেন্দ্র নাথ বর্মনকে (৪০)।
উদ্ধার হওয়া মরহেদগুলোর মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৫ জন, আটোয়ারী উপজেলার দুজন, দেবীগঞ্জ উপজেলার ১৮ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার তিনজন এবং পঞ্চগড় সদর উপজেলার একজন।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৮ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৮ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৯ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে