পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় দুই দিনে ২২টি স্বর্ণের বার জব্দ করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। জব্দকৃত বারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে গত রোববার ২০টি ও গতকাল মঙ্গলবার দুটি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় একজন কারবারিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার ঘাগড়া বিজিবি ক্যাম্প চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম।
গ্রেপ্তার কারবারি হলেন সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মাধুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে জুয়েল (৩২)।
বিজিবি বলছে, গতকাল জব্দ করা স্বর্ণের বার দুটির আনুমানিক ওজন ২ কেজি ১২৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা। এর আগে রোববার জব্দ করা ২০টি সোনার বারের আনুমানিক ওজন ১৯ কেজি ৯০৩ গ্রাম যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৮৭৮ টাকা।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, ‘ইতিপূর্বে এই এলাকার সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য চোরাচালানের খবর পাওয়া গেলেও স্বর্ণ পাচারের চেষ্টার ঘটনাটি নতুন। এটি একটি বড় চালান ছিল। বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধারে সক্ষম হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আটক কারবারিকে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘স্বর্ণ পাচারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
এ সংবাদ সম্মেলনে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অতিরিক্ত অধিনায়ক আলী আকবর, সহকারী পরিচালক জসিম উদ্দীন, ঘাগড়া বিওপির ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় দুই দিনে ২২টি স্বর্ণের বার জব্দ করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। জব্দকৃত বারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে গত রোববার ২০টি ও গতকাল মঙ্গলবার দুটি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় একজন কারবারিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার ঘাগড়া বিজিবি ক্যাম্প চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম।
গ্রেপ্তার কারবারি হলেন সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মাধুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে জুয়েল (৩২)।
বিজিবি বলছে, গতকাল জব্দ করা স্বর্ণের বার দুটির আনুমানিক ওজন ২ কেজি ১২৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা। এর আগে রোববার জব্দ করা ২০টি সোনার বারের আনুমানিক ওজন ১৯ কেজি ৯০৩ গ্রাম যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৮৭৮ টাকা।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, ‘ইতিপূর্বে এই এলাকার সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য চোরাচালানের খবর পাওয়া গেলেও স্বর্ণ পাচারের চেষ্টার ঘটনাটি নতুন। এটি একটি বড় চালান ছিল। বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধারে সক্ষম হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আটক কারবারিকে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘স্বর্ণ পাচারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
এ সংবাদ সম্মেলনে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অতিরিক্ত অধিনায়ক আলী আকবর, সহকারী পরিচালক জসিম উদ্দীন, ঘাগড়া বিওপির ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৩৮ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৩৮ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৩৮ মিনিট আগে