বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে জামায়াতের নেতা-কর্মীরা শহরের প্রধান সড়কে ঝটিকা মিছিল করে এবং পৌর শহরের নতুন বাজার পৌর ভূমি অফিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশের প্রস্তুতি নেন। পরে পুলিশ সেখানে গেলে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা।
এ সময় পুলিশ ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে। আজ রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের দেলোয়ার হোসেন (৫৫), পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকার মাসুদ আলী (৫২) এবং একই উপজেলার হাজরাপুর এলাকার মোস্তাফিজুর রহমান (৬২), পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পুলবান্দা গ্রামের মমিন মিঞা (৪৮), একই গ্রামের বুলবুল (৫৫)। তাঁরা সবাই জামায়াতের নেতা-কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নতুন বাজার পৌর ভূমি অফিসের সামনে সড়কে আকস্মিক জড়ো হন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। একপর্যায়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে শুরু করেন তাঁরা। পরে পুলিশ সেখানে এলে ছত্রভঙ্গ হয়ে যান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এরপর আর তাঁদের দেখা যায়নি।
জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিরামপুরে সংঘটিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে পুলিশ সেখানে গেলে ছত্রভঙ্গ হয়ে যান তারা। সে সময় ধাওয়া করে পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় অন্যরা পালিয়ে যান।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাতে তাঁদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ রোববার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
দিনাজপুরের বিরামপুরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে জামায়াতের নেতা-কর্মীরা শহরের প্রধান সড়কে ঝটিকা মিছিল করে এবং পৌর শহরের নতুন বাজার পৌর ভূমি অফিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশের প্রস্তুতি নেন। পরে পুলিশ সেখানে গেলে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা।
এ সময় পুলিশ ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে। আজ রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের দেলোয়ার হোসেন (৫৫), পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকার মাসুদ আলী (৫২) এবং একই উপজেলার হাজরাপুর এলাকার মোস্তাফিজুর রহমান (৬২), পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পুলবান্দা গ্রামের মমিন মিঞা (৪৮), একই গ্রামের বুলবুল (৫৫)। তাঁরা সবাই জামায়াতের নেতা-কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নতুন বাজার পৌর ভূমি অফিসের সামনে সড়কে আকস্মিক জড়ো হন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। একপর্যায়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে শুরু করেন তাঁরা। পরে পুলিশ সেখানে এলে ছত্রভঙ্গ হয়ে যান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এরপর আর তাঁদের দেখা যায়নি।
জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিরামপুরে সংঘটিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে পুলিশ সেখানে গেলে ছত্রভঙ্গ হয়ে যান তারা। সে সময় ধাওয়া করে পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় অন্যরা পালিয়ে যান।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাতে তাঁদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ রোববার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
৪ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
১৩ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগে