প্রতিনিধি, রংপুর
১৯ দিন পর কঠোর লকডাউন শিথিল হওয়ার খবরে কর্মচাঞ্চল্য বেড়েছে পরিবহন সংশ্লিষ্টদের। আজ মঙ্গলবার রাত ১২টার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও ৯টা থেকেই ঢাকামুখে যাতায়াত শুরু করেছে দূরপাল্লার যানবাহন। এতে দীর্ঘদিন পর গণপরিবহন চালু হওয়ার খবরে বাসের টিকিট সংকট দেখা দিয়েছে।
আজ দুপুরে রংপুর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, যাত্রীরা টিকিটের জন্য এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘুরছেন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরেও মিলছে না টিকিট। দুই একটি কাউন্টারে টিকিট থাকলেও পেছনের সারি ছাড়া আসন ফাঁকা নেই।
জানা গেছে, রংপুর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে ঢাকা অভিমুখে ১০০'র বেশি দূর পাল্লার ডে-নাইট কোচ চলে। কিন্তু লকডাউনে ঢাকায় কিছু গাড়ি আটকে পড়ায় গাড়ি সংকট রয়েছে।
পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রাত ৯টা থেকে ঢাকা অভিমুখে বাস চলাচল শুরু হয়েছে। আজ ও আগামীকাল বুধবার রাতের টিকিটের চাহিদা বেশি রয়েছে। দিনের টিকিট খালি থাকলেও রাতের টিকিটের চাহিদা বেশি।
হানিফ গাড়ির টিকিট বিক্রেতা শাহিন হোসেন বলেন, আজ রাতের কোন টিকিট নেই। অনেকে টিকিট চাচ্ছেন কিন্তু না থাকলে দেব কোত্থেকে। যাত্রীর চাপ বেশি থাকায় টিকিট শেষ হয়ে গেছে।
আগমনী এক্সপ্রেসের টিকিট বিক্রেতা আমিনুল ইসলাম জানান, লকডাউনের আগে গাড়ি ঢাকা গেছে। আর ফিরে আসতে পারে নাই। ওই জন্য গাড়ি কম। লকডাউন খোলার পর অনেকে ঢাকায় যাচ্ছে। যারা আগে টিকিট নিয়েছে তাঁরা পেয়েছেন। যারা এখন আসছেন তাঁদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না।
ডিপজল গাড়ির টিকিট বিক্রেতা পরাগ মিয়া বলেন, যাত্রীর চাপ বেশি। চাহিদা অনুযায়ী টিকিট কম। অনেকে আবার গাড়ির পেছনের সিটে যাইতে চায় না। কাল গেলে টিকিট হবে। কিন্তু বেশির ভাগ মানুষ আজকের টিকিট চায়।
রাজিয়া সুলতানা বিউটি নামে এক যাত্রী বলেন, আমার খুব জরুরি ভিত্তিতে ঢাকা যাওয়া দরকার। কিন্তু টিকিট পাচ্ছিলাম না। একজনকে ধরে ৩০০ টাকা বেশি দিয়ে এসি গাড়ির একটি টিকিট পাইছি।
কোন গাড়ির টিকিট নিয়েছেন সে বিষয়ে জানতে চাইলে ওই যাত্রী বলেন, বেশি টাকা দিয়ে টিকিট নিছি। তাই গাড়ির নাম বলা যাবে না।
ফজলুল হক নামে আরেক যাত্রী বলেন, বাসের টিকিট না পেয়ে মাইক্রোবাসে করে ঢাকায় যেতে হচ্ছে। ভাড়া একটু বেশি হলেও যেতে তো হবেই।
অপরদিকে, আজ সকালে রংপুর জেলা মোটর মালিক সমিতির সঙ্গে রংপুর বিভাগীয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা মোটর মালিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম মোজাম্মেল হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে রংপুর বিভাগে গণপরিবহনের অর্ধেক বাস সড়কে চলাচল করবে। এতে পূর্বের নির্ধারিত ভাড়ায় বাসের ৪০ সিটেই যাত্রী বসতে পারবে। এ জন্য প্রশাসন সহযোগিতা করবে।
সভায় রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন-রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহামুদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
১৯ দিন পর কঠোর লকডাউন শিথিল হওয়ার খবরে কর্মচাঞ্চল্য বেড়েছে পরিবহন সংশ্লিষ্টদের। আজ মঙ্গলবার রাত ১২টার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও ৯টা থেকেই ঢাকামুখে যাতায়াত শুরু করেছে দূরপাল্লার যানবাহন। এতে দীর্ঘদিন পর গণপরিবহন চালু হওয়ার খবরে বাসের টিকিট সংকট দেখা দিয়েছে।
আজ দুপুরে রংপুর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, যাত্রীরা টিকিটের জন্য এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘুরছেন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরেও মিলছে না টিকিট। দুই একটি কাউন্টারে টিকিট থাকলেও পেছনের সারি ছাড়া আসন ফাঁকা নেই।
জানা গেছে, রংপুর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে ঢাকা অভিমুখে ১০০'র বেশি দূর পাল্লার ডে-নাইট কোচ চলে। কিন্তু লকডাউনে ঢাকায় কিছু গাড়ি আটকে পড়ায় গাড়ি সংকট রয়েছে।
পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রাত ৯টা থেকে ঢাকা অভিমুখে বাস চলাচল শুরু হয়েছে। আজ ও আগামীকাল বুধবার রাতের টিকিটের চাহিদা বেশি রয়েছে। দিনের টিকিট খালি থাকলেও রাতের টিকিটের চাহিদা বেশি।
হানিফ গাড়ির টিকিট বিক্রেতা শাহিন হোসেন বলেন, আজ রাতের কোন টিকিট নেই। অনেকে টিকিট চাচ্ছেন কিন্তু না থাকলে দেব কোত্থেকে। যাত্রীর চাপ বেশি থাকায় টিকিট শেষ হয়ে গেছে।
আগমনী এক্সপ্রেসের টিকিট বিক্রেতা আমিনুল ইসলাম জানান, লকডাউনের আগে গাড়ি ঢাকা গেছে। আর ফিরে আসতে পারে নাই। ওই জন্য গাড়ি কম। লকডাউন খোলার পর অনেকে ঢাকায় যাচ্ছে। যারা আগে টিকিট নিয়েছে তাঁরা পেয়েছেন। যারা এখন আসছেন তাঁদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না।
ডিপজল গাড়ির টিকিট বিক্রেতা পরাগ মিয়া বলেন, যাত্রীর চাপ বেশি। চাহিদা অনুযায়ী টিকিট কম। অনেকে আবার গাড়ির পেছনের সিটে যাইতে চায় না। কাল গেলে টিকিট হবে। কিন্তু বেশির ভাগ মানুষ আজকের টিকিট চায়।
রাজিয়া সুলতানা বিউটি নামে এক যাত্রী বলেন, আমার খুব জরুরি ভিত্তিতে ঢাকা যাওয়া দরকার। কিন্তু টিকিট পাচ্ছিলাম না। একজনকে ধরে ৩০০ টাকা বেশি দিয়ে এসি গাড়ির একটি টিকিট পাইছি।
কোন গাড়ির টিকিট নিয়েছেন সে বিষয়ে জানতে চাইলে ওই যাত্রী বলেন, বেশি টাকা দিয়ে টিকিট নিছি। তাই গাড়ির নাম বলা যাবে না।
ফজলুল হক নামে আরেক যাত্রী বলেন, বাসের টিকিট না পেয়ে মাইক্রোবাসে করে ঢাকায় যেতে হচ্ছে। ভাড়া একটু বেশি হলেও যেতে তো হবেই।
অপরদিকে, আজ সকালে রংপুর জেলা মোটর মালিক সমিতির সঙ্গে রংপুর বিভাগীয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা মোটর মালিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম মোজাম্মেল হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে রংপুর বিভাগে গণপরিবহনের অর্ধেক বাস সড়কে চলাচল করবে। এতে পূর্বের নির্ধারিত ভাড়ায় বাসের ৪০ সিটেই যাত্রী বসতে পারবে। এ জন্য প্রশাসন সহযোগিতা করবে।
সভায় রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন-রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহামুদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
এজলাস কক্ষে তানজিরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ ঘটনায় নাজিরের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
৪ মিনিট আগে৮০ বছরের বেশি বয়স আবদুর রশিদের। বার্ধক্যজনিত কারণে শারীরিক নানা জটিলতায় দিন পার করছেন তিনি। অভাবের সংসারে চিকিৎসার খরচ কিছুটা হলেও মেটাতে পারতেন সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া বয়স্ক ভাতার টাকা দিয়ে। মোবাইল ব্যাংকিং সেবা নগদের নম্বরে তিন মাস পরপর এই টাকা আসে। প্রতিবারের মতো এবারও..
২২ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সাংবাদিককে মারধরের ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৫ মিনিট আগেগোপালগঞ্জে মোটরসাইকেলে ট্রাক চাপায় এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩১ মিনিট আগে