গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
‘জাড়োতে (শীত) হাত-পাও কাহিল হয়া গেইচে। দোপোরসমেও (দুপুর বেলা) পোড় পোয়া (খড়ে আগুন) শরিল গরোম কত্তে কত্তে জাইবরাও শ্যাষ হয়া গেল। কদ্দিনে যে ব্যালা দেখা যাইবে। এমতোন জাড় থাকলে তো হামার মোতোন গরিব মানুষ মরি যাইবে।’ আজ শুক্রবার দুপুরে খড়ের গাদায় আগুন জালিয়ে গা নিভারনের সময় ঠান্ডায় কাঁপতে কাঁপতে এভাবেই কথাগুলো বলছিলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের ষাট বছরের বৃদ্ধা জামেনা বেগম।
রংপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
এবার শীতের আগমন বিলম্ব হলেও গত চার দিন ধরে উত্তর জনপদে সূর্যের দেখা মিলছে না। দিন-রাত অবিরাম কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। কুয়াশার সঙ্গে মাঝে মধ্যে বইছে শুষ্ক শীতল বাতাস। এমন অবস্থায় খেটে খাওয়া মানুষেরা রোজগারের জন্য ঘরের বাইরে যেতে পারছে না। এর ওপর শীতজনিত বিভিন্ন রোগও জেঁকে বসেছে শিশু ও বয়স্কদের মাঝে।
প্রচণ্ড ঠান্ডায় মাঠ-ঘাট হয়ে পড়েছে জনশূন্য। হাট-বাজারে দোকান খোলা থাকলেও মিলছে না তেমন ক্রেতার দেখা। ফলে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মূলধন খরচ করেই সংসার চালাতে হচ্ছে। সব মিলিয়ে প্রচণ্ড শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
কথা হয় উপজেলা বাজারের গালামাল ব্যবসায়ী হিমেল আহম্মেদের সঙ্গে। তিনি বলেন, ‘শীত মনে হয় কাস্টমারোক (ক্রেতা) ধরছে। সকাল থাকি ২ হাজার টাকা ব্যবসা হয় নাই।’
বিকেল ৪টার দিকে কথা হয় বড়াইবাড়ী গ্রামের অটো চালক মিলন মিয়ার সঙ্গে তিনি বলেন, ‘কয়দিন থাকি আস্তা-পতে যাত্রী খুব কম। তেমোন কামাইও হয় না। আইজ সকাল ১০টা থাকি এলা চাইট্টা বাজে। কেবল কামাই হইচে ২০০ টাকা। জাড়োতে আর গাড়ি চালবারো পাংচোল না। হাত-পাও কোঁকড়া নাগি যায়চোল। গাড়িত চাজও ফুরি যায়চোল। এই টাকা দিয়া কি কিনিম, চিন্তায় মাতা কুলায়চোল না।’
এদিকে রংপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার সকাল ৯টায় রংপুরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন একই তাপমাত্রা ছিল। মৃদু শৈত্যপ্রবাহ চলছে। একই সঙ্গে স্থানভেদে মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজমান রয়েছে। চলমান পরিস্থিতি কিছুটা কমে আরও কমপক্ষে ২ দিন এমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকে মেঘের আনাগোনা শুরু হতে পারে।
গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস জানান, শীতের প্রকোপে শিশু ও বয়স্ক মানুষের মাঝে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, হাঁপানি, এজমা, সর্দি রোগ বেড়েছে। এ সব রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তবিভাগীয় ভর্তি হয়েছে প্রায় ৭২ জন রোগী। এ ছাড়াও বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে প্রায় ৮ শতাধিক রোগী। এদের অধিকাংশই শিশু ও বয়স্ক।
তিনি আরও জানান, ঠান্ডা থেকে দূরে থাকলেই এসব রোগ থেকে সহজেই বাঁচা সম্ভব।
‘জাড়োতে (শীত) হাত-পাও কাহিল হয়া গেইচে। দোপোরসমেও (দুপুর বেলা) পোড় পোয়া (খড়ে আগুন) শরিল গরোম কত্তে কত্তে জাইবরাও শ্যাষ হয়া গেল। কদ্দিনে যে ব্যালা দেখা যাইবে। এমতোন জাড় থাকলে তো হামার মোতোন গরিব মানুষ মরি যাইবে।’ আজ শুক্রবার দুপুরে খড়ের গাদায় আগুন জালিয়ে গা নিভারনের সময় ঠান্ডায় কাঁপতে কাঁপতে এভাবেই কথাগুলো বলছিলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের ষাট বছরের বৃদ্ধা জামেনা বেগম।
রংপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
এবার শীতের আগমন বিলম্ব হলেও গত চার দিন ধরে উত্তর জনপদে সূর্যের দেখা মিলছে না। দিন-রাত অবিরাম কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। কুয়াশার সঙ্গে মাঝে মধ্যে বইছে শুষ্ক শীতল বাতাস। এমন অবস্থায় খেটে খাওয়া মানুষেরা রোজগারের জন্য ঘরের বাইরে যেতে পারছে না। এর ওপর শীতজনিত বিভিন্ন রোগও জেঁকে বসেছে শিশু ও বয়স্কদের মাঝে।
প্রচণ্ড ঠান্ডায় মাঠ-ঘাট হয়ে পড়েছে জনশূন্য। হাট-বাজারে দোকান খোলা থাকলেও মিলছে না তেমন ক্রেতার দেখা। ফলে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মূলধন খরচ করেই সংসার চালাতে হচ্ছে। সব মিলিয়ে প্রচণ্ড শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
কথা হয় উপজেলা বাজারের গালামাল ব্যবসায়ী হিমেল আহম্মেদের সঙ্গে। তিনি বলেন, ‘শীত মনে হয় কাস্টমারোক (ক্রেতা) ধরছে। সকাল থাকি ২ হাজার টাকা ব্যবসা হয় নাই।’
বিকেল ৪টার দিকে কথা হয় বড়াইবাড়ী গ্রামের অটো চালক মিলন মিয়ার সঙ্গে তিনি বলেন, ‘কয়দিন থাকি আস্তা-পতে যাত্রী খুব কম। তেমোন কামাইও হয় না। আইজ সকাল ১০টা থাকি এলা চাইট্টা বাজে। কেবল কামাই হইচে ২০০ টাকা। জাড়োতে আর গাড়ি চালবারো পাংচোল না। হাত-পাও কোঁকড়া নাগি যায়চোল। গাড়িত চাজও ফুরি যায়চোল। এই টাকা দিয়া কি কিনিম, চিন্তায় মাতা কুলায়চোল না।’
এদিকে রংপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার সকাল ৯টায় রংপুরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন একই তাপমাত্রা ছিল। মৃদু শৈত্যপ্রবাহ চলছে। একই সঙ্গে স্থানভেদে মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজমান রয়েছে। চলমান পরিস্থিতি কিছুটা কমে আরও কমপক্ষে ২ দিন এমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকে মেঘের আনাগোনা শুরু হতে পারে।
গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস জানান, শীতের প্রকোপে শিশু ও বয়স্ক মানুষের মাঝে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, হাঁপানি, এজমা, সর্দি রোগ বেড়েছে। এ সব রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তবিভাগীয় ভর্তি হয়েছে প্রায় ৭২ জন রোগী। এ ছাড়াও বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে প্রায় ৮ শতাধিক রোগী। এদের অধিকাংশই শিশু ও বয়স্ক।
তিনি আরও জানান, ঠান্ডা থেকে দূরে থাকলেই এসব রোগ থেকে সহজেই বাঁচা সম্ভব।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩৬ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৪২ মিনিট আগে