নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
বজ্রপাতে সৃষ্ট নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কার হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ ফ্লাইটসহ বিমানবন্দরে রানওয়েতে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।
শিডিউল অনুযায়ী আজ দুপুর দুইটা পর্যন্ত বিমান বাংলাদেশের একটি ও বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণ করা কথা। কিন্তু রানওয়েতে ফাটল দেখা দেওয়ায় আজ সোমবার সকাল ৮টার বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইটসহ অন্যান্য ফ্লাইট অবতরণের নির্দেশ দেওয়া হয়নি।
সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রানওয়ের যে অংশে অংশে ফাটল দেখা দিয়েছে তা সংস্কার করা হয়েছে।’
সুপ্লব কুমার ঘোষ বলেন, বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কারের পর তা শুকানোর জন্য অপেক্ষা করতে হয়েছে। কারণ বিমান বাংলাদেশে যে ধরনের চাকা ব্যবহার করা হয়, সেটি রানওয়ের ওই অবস্থায় অবতরণ করলে দুর্ঘটনা ঘটনার শঙ্কা ছিল। কিন্তু অন্য বিমানের চাকা তেমন নয়।
সে জন্য ফাটল মেরামতের পর দুপুর পৌনে ১২টার দিকে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ অবতরণ করে। আর রানওয়ের সংস্কার কাজ শুকানোর পর বেলা ২টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ বিমান অবতরণ করে এবং ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই সময়ের পর অন্যান্য ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়।
সুপ্লব কুমার আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরে বজ্র নিরোধক ব্যবস্থা চালু আছে। এরপরও কেন এমনটি ঘটল, সে বিষয়ে প্রকৌশলীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
বজ্রপাতে সৃষ্ট নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কার হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ ফ্লাইটসহ বিমানবন্দরে রানওয়েতে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।
শিডিউল অনুযায়ী আজ দুপুর দুইটা পর্যন্ত বিমান বাংলাদেশের একটি ও বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণ করা কথা। কিন্তু রানওয়েতে ফাটল দেখা দেওয়ায় আজ সোমবার সকাল ৮টার বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইটসহ অন্যান্য ফ্লাইট অবতরণের নির্দেশ দেওয়া হয়নি।
সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রানওয়ের যে অংশে অংশে ফাটল দেখা দিয়েছে তা সংস্কার করা হয়েছে।’
সুপ্লব কুমার ঘোষ বলেন, বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কারের পর তা শুকানোর জন্য অপেক্ষা করতে হয়েছে। কারণ বিমান বাংলাদেশে যে ধরনের চাকা ব্যবহার করা হয়, সেটি রানওয়ের ওই অবস্থায় অবতরণ করলে দুর্ঘটনা ঘটনার শঙ্কা ছিল। কিন্তু অন্য বিমানের চাকা তেমন নয়।
সে জন্য ফাটল মেরামতের পর দুপুর পৌনে ১২টার দিকে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ অবতরণ করে। আর রানওয়ের সংস্কার কাজ শুকানোর পর বেলা ২টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ বিমান অবতরণ করে এবং ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই সময়ের পর অন্যান্য ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়।
সুপ্লব কুমার আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরে বজ্র নিরোধক ব্যবস্থা চালু আছে। এরপরও কেন এমনটি ঘটল, সে বিষয়ে প্রকৌশলীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৫ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
১৮ মিনিট আগে