নীলফামারী প্রতিনিধি
টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করায় জাতীয় ক্রিকেট দলের লেগ-স্পিনার রিশাদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। আজ সোমবার প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় কৃতি এ ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. জিয়াউর রহমান।
রিশাদ হোসেন বলেন, ‘দেশকে যত দিতে পারব, ততই দেশের জন্য ভালো হবে। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি, আগামীতেও করে যাব দেশকে ভালো কিছু দেওয়ার জন্য, সামনে যত দিন খেলব।’
তিনি বলেন, ‘সামনে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ রয়েছে। ওই সব সিরিজে জয়ী হতে চাই আমরা। বর্তমানে জাতীয় দলের অবস্থা অনেক ভালো আছে, প্রত্যেকে শারীরিক ও মানুষিকভাবে অনেক ভালো আছেন। দেশের জন্য সমানে অনেক কিছু অপেক্ষা করছে, এসব সিরিজ খেলে আমরা দেশকে ট্রফি এনে দিতে পারব এবং বিশ্ব মঞ্চে দেশের নাম উজ্জ্বল করব।’
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে রিশাদ বলেন, ‘কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। আর কোন কাজই ছোট নয়। মন দিয়ে যে কোন কাজ করলে অবশ্যই সুফল পাওয়া যায়। সেই সুফল দেশ এবং দেশের মানুষের কল্যাণে আসে।’
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ক্রিকেটার রিশাদ হোসেন বলেন, ‘ফেলে আসা অতীত বা ভবিষ্যৎ নিয়ে একদম চিন্তা করি না। নিয়মিত প্র্যাকটিস আর অধ্যবসায়ের মধ্যে দিয়ে নিজেকে প্রতিনিয়ত গড়ে তুলতে চাই, বাকিটা আল্লাহর ইচ্ছা।’
এর আগে টিটিসি কার্যালয়ে এসে পৌঁছালে রিশাদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। পরে তিনি টিটিসির পুরো ক্যাম্পাস ও বিভিন্ন প্রশিক্ষণকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করায় জাতীয় ক্রিকেট দলের লেগ-স্পিনার রিশাদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। আজ সোমবার প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় কৃতি এ ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. জিয়াউর রহমান।
রিশাদ হোসেন বলেন, ‘দেশকে যত দিতে পারব, ততই দেশের জন্য ভালো হবে। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি, আগামীতেও করে যাব দেশকে ভালো কিছু দেওয়ার জন্য, সামনে যত দিন খেলব।’
তিনি বলেন, ‘সামনে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ রয়েছে। ওই সব সিরিজে জয়ী হতে চাই আমরা। বর্তমানে জাতীয় দলের অবস্থা অনেক ভালো আছে, প্রত্যেকে শারীরিক ও মানুষিকভাবে অনেক ভালো আছেন। দেশের জন্য সমানে অনেক কিছু অপেক্ষা করছে, এসব সিরিজ খেলে আমরা দেশকে ট্রফি এনে দিতে পারব এবং বিশ্ব মঞ্চে দেশের নাম উজ্জ্বল করব।’
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে রিশাদ বলেন, ‘কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। আর কোন কাজই ছোট নয়। মন দিয়ে যে কোন কাজ করলে অবশ্যই সুফল পাওয়া যায়। সেই সুফল দেশ এবং দেশের মানুষের কল্যাণে আসে।’
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ক্রিকেটার রিশাদ হোসেন বলেন, ‘ফেলে আসা অতীত বা ভবিষ্যৎ নিয়ে একদম চিন্তা করি না। নিয়মিত প্র্যাকটিস আর অধ্যবসায়ের মধ্যে দিয়ে নিজেকে প্রতিনিয়ত গড়ে তুলতে চাই, বাকিটা আল্লাহর ইচ্ছা।’
এর আগে টিটিসি কার্যালয়ে এসে পৌঁছালে রিশাদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। পরে তিনি টিটিসির পুরো ক্যাম্পাস ও বিভিন্ন প্রশিক্ষণকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৪০ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৪০ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৪০ মিনিট আগে