নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
একটি বাঁশের সাঁকোই চলাচলের ভরসা নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের চর মাদারগঞ্জ এবং খাসমহল গ্রামের মানুষের। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন এই দুই গ্রামসহ মাদারগঞ্জ, বকুলতলা ও অমিতের বাজার এলাকার দুই হাজারের বেশি মানুষ।
স্থানীয়দের দাবি, মাদারগঞ্জ থেকে অমিতের বাজারগামী সড়কের সঙ্গে চর মাদারগঞ্জ গ্রামের সংযোগ স্থাপনকারী সড়কটিতে মোশারফের বাড়ির পাশে একটি কালভার্ট ছিল। কালভার্টটি গত বন্যায় স্রোতের তোড়ে দেবে যায় এবং সড়কটিও ভেঙে যায়। সেই থেকে স্থানীয়রা কয়েকটি বাঁশের খুঁটি এবং দুইটি বাঁশ ফেলে সাঁকো নির্মাণ করে কোনোমতে যাতায়াত করছেন।
ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর আলম জানান, ২০১৭-১৮ অর্থবছরে ওই স্থানে ২ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করা হয় এবং সড়কটি কর্মসৃজন প্রকল্পের আওতায় উন্নয়ন করা হয়। পরবর্তীতে ২০২০-২১ অর্থবছরে স্থানীয়দের সহযোগিতা এবং ইউনিয়ন পরিষদের বরাদ্দে সড়কটি আবারও উন্নয়ন করা হয়। কিন্তু চলতি বছরের বন্যায় কালভার্টটি দেবে যায় এবং সড়কটির প্রায় ১৫০ ফুট ভেঙে যায়। ভাঙা স্থানে প্রায় ৫০ ফুট গভীরতা সৃষ্টি হয়েছে। এতে চর মাদারগঞ্জ, খাষমহলসহ কয়েক গ্রামের প্রায় ২ হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি নিয়ে কয়েক দফা উচ্চ পর্যায়ে কথা বলা হয়েছে। এখানে একটি বড় আকারের সেতু নির্মাণ করা প্রয়োজন।
তবে স্থানীয়দের অভিযোগ সড়কটি ভেঙে গেলেও দায়িত্বশীল কেউ খোঁজ নেয়নি। স্থানীয় হাসেম আলী বলেন, বন্যার সময় সড়কটি ভেঙে গেলেও এখন পর্যন্ত চেয়ারম্যান মেম্বাররা কেউ দেখতে আসে নাই।
বাহাদুর আলী বলেন, চেয়ারম্যান মেম্বারদের ভরসায় না থেকে আমরা স্থানীয়রা সবাই মিলে এই বাঁশের সাঁকো তৈরি করেছি। এটা দিয়ে কোনোমতে চলাচল করি। তবে ভারী কোন জিনিস নিয়ে যাতায়াত করা মুশকিল। সড়কটি ভেঙে যাওয়ায় আমাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। দ্রুত সড়কটি মেরামত এবং একটি সেতু নির্মাণ করা প্রয়োজন।
বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আকমল হোসেন বলেন, সড়কটি মেরামতের সময় আমি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছিলাম। ইউনিয়ন পরিষদের বরাদ্দে সেখানে পানি চলাচলের জন্য একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল। সেটি বন্যার সময় দেবে যায় এবং সড়কটি ভেঙে যায়। সড়কটি আপাতত চলাচলের উপযোগী করতে যা প্রয়োজন তা করা হবে।
উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান বলেন, সড়কটি পুন:নির্মাণ সম্ভব হলে, সেটা করা হবে। আর সেখানে যদি সেতু নির্মাণ করার প্রয়োজন হয়, তাহলে সেটা করা হবে। সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রেরণ করা হবে।
একটি বাঁশের সাঁকোই চলাচলের ভরসা নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের চর মাদারগঞ্জ এবং খাসমহল গ্রামের মানুষের। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন এই দুই গ্রামসহ মাদারগঞ্জ, বকুলতলা ও অমিতের বাজার এলাকার দুই হাজারের বেশি মানুষ।
স্থানীয়দের দাবি, মাদারগঞ্জ থেকে অমিতের বাজারগামী সড়কের সঙ্গে চর মাদারগঞ্জ গ্রামের সংযোগ স্থাপনকারী সড়কটিতে মোশারফের বাড়ির পাশে একটি কালভার্ট ছিল। কালভার্টটি গত বন্যায় স্রোতের তোড়ে দেবে যায় এবং সড়কটিও ভেঙে যায়। সেই থেকে স্থানীয়রা কয়েকটি বাঁশের খুঁটি এবং দুইটি বাঁশ ফেলে সাঁকো নির্মাণ করে কোনোমতে যাতায়াত করছেন।
ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর আলম জানান, ২০১৭-১৮ অর্থবছরে ওই স্থানে ২ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করা হয় এবং সড়কটি কর্মসৃজন প্রকল্পের আওতায় উন্নয়ন করা হয়। পরবর্তীতে ২০২০-২১ অর্থবছরে স্থানীয়দের সহযোগিতা এবং ইউনিয়ন পরিষদের বরাদ্দে সড়কটি আবারও উন্নয়ন করা হয়। কিন্তু চলতি বছরের বন্যায় কালভার্টটি দেবে যায় এবং সড়কটির প্রায় ১৫০ ফুট ভেঙে যায়। ভাঙা স্থানে প্রায় ৫০ ফুট গভীরতা সৃষ্টি হয়েছে। এতে চর মাদারগঞ্জ, খাষমহলসহ কয়েক গ্রামের প্রায় ২ হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি নিয়ে কয়েক দফা উচ্চ পর্যায়ে কথা বলা হয়েছে। এখানে একটি বড় আকারের সেতু নির্মাণ করা প্রয়োজন।
তবে স্থানীয়দের অভিযোগ সড়কটি ভেঙে গেলেও দায়িত্বশীল কেউ খোঁজ নেয়নি। স্থানীয় হাসেম আলী বলেন, বন্যার সময় সড়কটি ভেঙে গেলেও এখন পর্যন্ত চেয়ারম্যান মেম্বাররা কেউ দেখতে আসে নাই।
বাহাদুর আলী বলেন, চেয়ারম্যান মেম্বারদের ভরসায় না থেকে আমরা স্থানীয়রা সবাই মিলে এই বাঁশের সাঁকো তৈরি করেছি। এটা দিয়ে কোনোমতে চলাচল করি। তবে ভারী কোন জিনিস নিয়ে যাতায়াত করা মুশকিল। সড়কটি ভেঙে যাওয়ায় আমাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। দ্রুত সড়কটি মেরামত এবং একটি সেতু নির্মাণ করা প্রয়োজন।
বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আকমল হোসেন বলেন, সড়কটি মেরামতের সময় আমি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছিলাম। ইউনিয়ন পরিষদের বরাদ্দে সেখানে পানি চলাচলের জন্য একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল। সেটি বন্যার সময় দেবে যায় এবং সড়কটি ভেঙে যায়। সড়কটি আপাতত চলাচলের উপযোগী করতে যা প্রয়োজন তা করা হবে।
উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান বলেন, সড়কটি পুন:নির্মাণ সম্ভব হলে, সেটা করা হবে। আর সেখানে যদি সেতু নির্মাণ করার প্রয়োজন হয়, তাহলে সেটা করা হবে। সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রেরণ করা হবে।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১৩ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৪১ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগে