চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে হোসনে আরা (২৭) নামের এক নারীকে হত্যার দায়ে তাঁর দেবরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুস সালাম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন চিলমারীর পুটিমারী হাটিথানা মণ্ডলপাড়া এলাকার ইয়াকুব আলী মণ্ডলের ছেলে মিজানুর রহমান লিটন (২৬)। হত্যার দায়ে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এ ছাড়া হত্যার আলামত বিনষ্ট করার অপরাধে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৬ সালের ২ মে ব্রহ্মপুত্র নদের ব্যাঙমারার চর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে আসামি অজ্ঞাত দেখিয়ে একটি হত্যা মামলা করে।
পরে পুলিশ অনুসন্ধান করে এ হত্যার মূল পরিকল্পনাকারী মিজানুর রহমান লিটনকে শনাক্ত করে। পরে জানা যায় লিটন ঘটনাস্থলে ওই নারীকে নিয়ে গিয়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হত্যার পর আলামত বিনষ্ট করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। লিটন তাঁর বড় ভাই রতন মণ্ডলের স্ত্রী হোসনে আরার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটান।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নাজমুল ইসলাম এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স অ্যাডভোকেট এ টি এম এরশাদুল হক চৌধুরী।
কুড়িগ্রামের চিলমারীতে হোসনে আরা (২৭) নামের এক নারীকে হত্যার দায়ে তাঁর দেবরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুস সালাম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন চিলমারীর পুটিমারী হাটিথানা মণ্ডলপাড়া এলাকার ইয়াকুব আলী মণ্ডলের ছেলে মিজানুর রহমান লিটন (২৬)। হত্যার দায়ে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এ ছাড়া হত্যার আলামত বিনষ্ট করার অপরাধে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৬ সালের ২ মে ব্রহ্মপুত্র নদের ব্যাঙমারার চর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে আসামি অজ্ঞাত দেখিয়ে একটি হত্যা মামলা করে।
পরে পুলিশ অনুসন্ধান করে এ হত্যার মূল পরিকল্পনাকারী মিজানুর রহমান লিটনকে শনাক্ত করে। পরে জানা যায় লিটন ঘটনাস্থলে ওই নারীকে নিয়ে গিয়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হত্যার পর আলামত বিনষ্ট করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। লিটন তাঁর বড় ভাই রতন মণ্ডলের স্ত্রী হোসনে আরার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটান।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নাজমুল ইসলাম এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স অ্যাডভোকেট এ টি এম এরশাদুল হক চৌধুরী।
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৪৩ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৪৩ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৪৩ মিনিট আগে