তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে স্থানীয়দের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাগাড় মাছ। শনিবার (২২ জুলাই) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় মহানন্দ নদীতে পাথরশ্রমিকদের জালে ধরা পড়ে মাছটি।
মাছটি বাড়িতে নিয়ে গেলে স্থানীয়রা ছুটে আসেন দেখতে। অনেকেই মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেন। তবে যাঁরা ধরেছেন তাঁরা মাছটি কেটে ভাগবাঁটোয়ারা করে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার ২৪ জন পাথরশ্রমিক ও কৃষক দল বেঁধে শখের বশে জাল দিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এ সময় নদীতে জাল নিয়ে হাঁটার সময় মাছটি জালে আটকা পড়ে। দ্রুত মাছটি ধরে বাড়িতে নিয়ে যান তাঁরা। পরে সবাই মিলে ভাগ করে নেন।
এ বিষয়ে কথা হয় সেই মাছ ধরা দলে থাকা জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা প্রায়ই শখের বশে নদীতে মাছ ধরতে যাই। আজ দুপুরে মাছ ধরতে নেমে বিকেলের দিকে জালে বাগাড় মাছটি ধরা পড়ে। বাড়িতে এনে ভাগ করে নিয়েছি।’
মাছ শিকারি দলের তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ২৪ জন নদীতে মাছ ধরতে যাই। আমরা কেউ পাথর উত্তোলন, কেউ কৃষিশ্রমিক, কেউ দিনমজুর। আমরা জাল নিয়ে মাছ ধরতে গিয়ে যে এত বড় মাছ ধরতে পারব, কোনো দিন কল্পনা করিনি!’
আবু হাসান নামে আরেক শ্রমিক বলেন, ‘আমরা যখন মাছটি বাড়িতে নিয়ে আসি, তখন অনেকেই দেখতে আসেন। কেনার আগ্রহ দেখান। কিন্তু শখ করে যেহেতু মাছটি ধরতে পারছি, তাই আমরা বিক্রি না করে নিজেরা কেটে ভাগ করে নিয়েছি।’
এদিকে মাছ দেখতে আসা মিলন হোসেন বলেন, ‘আমরা খবর পেলাম সর্দারপাড়া এলাকায় একটি বড় বাগাড় মাছ ধরা পড়েছে। তাই দেখতে এসেছি। আমরা মাছটি কয়েকজন মিলে কিনতে চাইলে তাঁরা বিক্রি করতে রাজি হননি।’
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে স্থানীয়দের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাগাড় মাছ। শনিবার (২২ জুলাই) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় মহানন্দ নদীতে পাথরশ্রমিকদের জালে ধরা পড়ে মাছটি।
মাছটি বাড়িতে নিয়ে গেলে স্থানীয়রা ছুটে আসেন দেখতে। অনেকেই মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেন। তবে যাঁরা ধরেছেন তাঁরা মাছটি কেটে ভাগবাঁটোয়ারা করে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার ২৪ জন পাথরশ্রমিক ও কৃষক দল বেঁধে শখের বশে জাল দিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এ সময় নদীতে জাল নিয়ে হাঁটার সময় মাছটি জালে আটকা পড়ে। দ্রুত মাছটি ধরে বাড়িতে নিয়ে যান তাঁরা। পরে সবাই মিলে ভাগ করে নেন।
এ বিষয়ে কথা হয় সেই মাছ ধরা দলে থাকা জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা প্রায়ই শখের বশে নদীতে মাছ ধরতে যাই। আজ দুপুরে মাছ ধরতে নেমে বিকেলের দিকে জালে বাগাড় মাছটি ধরা পড়ে। বাড়িতে এনে ভাগ করে নিয়েছি।’
মাছ শিকারি দলের তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ২৪ জন নদীতে মাছ ধরতে যাই। আমরা কেউ পাথর উত্তোলন, কেউ কৃষিশ্রমিক, কেউ দিনমজুর। আমরা জাল নিয়ে মাছ ধরতে গিয়ে যে এত বড় মাছ ধরতে পারব, কোনো দিন কল্পনা করিনি!’
আবু হাসান নামে আরেক শ্রমিক বলেন, ‘আমরা যখন মাছটি বাড়িতে নিয়ে আসি, তখন অনেকেই দেখতে আসেন। কেনার আগ্রহ দেখান। কিন্তু শখ করে যেহেতু মাছটি ধরতে পারছি, তাই আমরা বিক্রি না করে নিজেরা কেটে ভাগ করে নিয়েছি।’
এদিকে মাছ দেখতে আসা মিলন হোসেন বলেন, ‘আমরা খবর পেলাম সর্দারপাড়া এলাকায় একটি বড় বাগাড় মাছ ধরা পড়েছে। তাই দেখতে এসেছি। আমরা মাছটি কয়েকজন মিলে কিনতে চাইলে তাঁরা বিক্রি করতে রাজি হননি।’
যশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
৩৮ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে