নীলফামারী প্রতিনিধি
সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়েই দেশে মসজিদের সংখ্যা বেড়েছে, মসজিদগুলোর উন্নয়ন হয়েছে এবং ইমাম মুয়াজ্জিনগণ সম্মানিত হয়েছেন।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নীলফামারী কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন এমপি।
আসাদুজ্জামান নূর বলেন, বিশেষ করে মডেল মসজিদ স্থাপন বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও নেই, অথচ শেখ হাসিনাকে ইসলাম বিরোধী বলে থাকেন স্বাধীনতা বিরোধী অপশক্তি। এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।
আসাদুজ্জামান নূর আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন ইসলাম প্রচারের জন্য। এই ইসলামিক ফাউন্ডেশনের কারণেই ইমাম মুয়াজ্জিনদের আজ সুযোগ-সুবিধা করে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
এমপি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র শেষ হয়নি তাঁরা ষড়যন্ত্র করেই চলেছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম সমাজকেই দায়িত্ব নিতে হবে কারণ আপনার ধর্মীয় নেতা। কোনোভাবে যাতে একজন মানুষও ভুল পথে না যায়। এদিকে সতর্ক থাকতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক এ কে এম জাকিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন কার্যালয়ের মাঠ কর্মকর্তা সোলায়মান আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান। এ ছাড়া জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী বক্তব্য দেন।
সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়েই দেশে মসজিদের সংখ্যা বেড়েছে, মসজিদগুলোর উন্নয়ন হয়েছে এবং ইমাম মুয়াজ্জিনগণ সম্মানিত হয়েছেন।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নীলফামারী কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন এমপি।
আসাদুজ্জামান নূর বলেন, বিশেষ করে মডেল মসজিদ স্থাপন বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও নেই, অথচ শেখ হাসিনাকে ইসলাম বিরোধী বলে থাকেন স্বাধীনতা বিরোধী অপশক্তি। এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।
আসাদুজ্জামান নূর আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন ইসলাম প্রচারের জন্য। এই ইসলামিক ফাউন্ডেশনের কারণেই ইমাম মুয়াজ্জিনদের আজ সুযোগ-সুবিধা করে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
এমপি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র শেষ হয়নি তাঁরা ষড়যন্ত্র করেই চলেছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম সমাজকেই দায়িত্ব নিতে হবে কারণ আপনার ধর্মীয় নেতা। কোনোভাবে যাতে একজন মানুষও ভুল পথে না যায়। এদিকে সতর্ক থাকতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক এ কে এম জাকিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন কার্যালয়ের মাঠ কর্মকর্তা সোলায়মান আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান। এ ছাড়া জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী বক্তব্য দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৪ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
১৭ মিনিট আগে