গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় মসজিদ সংস্কারের জন্য সরকারি বরাদ্দের টাকা ইমামের স্বাক্ষর জাল করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জানানো হয়েছে। গত ১৪ মার্চ মসজিদ কমিটির সভাপতির ভাতিজা লোকমান হাকিম এই অভিযোগ করেন।
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর) মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরে উপজেলার জয়দেব বাইতুল আরশ জামে মসজিদের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রথম ধাপে ২৫ হাজার টাকা পেলেও বাকি ২৫ হাজার পাননি তাঁরা।
লোকমান হাকিম বলেন, ‘আমরা মসজিদের টাকার বিষয়ে কয়েকবার পিআইও অফিসে গিয়েছি। ওখানকার লোকজন আমাদের পাত্তাই দেয়নি। তারা বলে, আমাদের নামে নাকি বরাদ্দ আসেনি। গত বৃহস্পতিবার আমরা মসজিদ কমিটির লোকজন উপজেলা পিআইও অফিসে গিয়ে রাগারাগি করি। তখন পিআইও অফিসের মাসুদ রেজিস্ট্রার খুলে দেখেন আমাদের ইমাম সাহেবের স্বাক্ষর জাল করে কে বা কারা টাকা তুলে নিয়েছেন।’
লোকমান হাকিম আরও বলেন, ‘পিআইও অফিসের সহকারী মাসুদ রানা পরে আমাদের বলেন, আমরা যেন আমাদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করি। পরে লিয়াকত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাদের ১৫ হাজার টাকা দিতে চান। বাকি ১০ হাজার টাকার কথা বললে তিনি বলেন, ওটা মসজিদের লস। আমরা ১৫ হাজার টাকা না নেওয়ায় আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে উপজেলায় লিখিত অভিযোগ দিয়েছি।’
তবে গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি কেন মসজিদ কমিটিকে টাকা দিতে যাব? পিআইও অফিসের মাসুদ রানার ঝামেলা আমাকে বলেছে। তাই আমি তা সমাধান করার চেষ্টা করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের সহকারী মাসুদ রানা কোনো জবাব না দিয়ে বলেন, ‘কাল অফিস খোলা আছে, আপনি অফিসে আসেন সাক্ষাতে কথা বলি। আর না হলে আপনি কখন সময় পান বলেন দেখা করি।’
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সজীবুল করিম বলেন, ‘এ প্রকল্প আগের পিআইও অফিসারের। ইউএনও স্যার আমাকে তদন্তের জন্য বলেছেন। আগামীকাল তদন্ত করে দেখি। তারপর আপনাকে বিষয়টি জানাব।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনা তদন্ত করতে বলেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুরের গঙ্গাচড়ায় মসজিদ সংস্কারের জন্য সরকারি বরাদ্দের টাকা ইমামের স্বাক্ষর জাল করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জানানো হয়েছে। গত ১৪ মার্চ মসজিদ কমিটির সভাপতির ভাতিজা লোকমান হাকিম এই অভিযোগ করেন।
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর) মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরে উপজেলার জয়দেব বাইতুল আরশ জামে মসজিদের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রথম ধাপে ২৫ হাজার টাকা পেলেও বাকি ২৫ হাজার পাননি তাঁরা।
লোকমান হাকিম বলেন, ‘আমরা মসজিদের টাকার বিষয়ে কয়েকবার পিআইও অফিসে গিয়েছি। ওখানকার লোকজন আমাদের পাত্তাই দেয়নি। তারা বলে, আমাদের নামে নাকি বরাদ্দ আসেনি। গত বৃহস্পতিবার আমরা মসজিদ কমিটির লোকজন উপজেলা পিআইও অফিসে গিয়ে রাগারাগি করি। তখন পিআইও অফিসের মাসুদ রেজিস্ট্রার খুলে দেখেন আমাদের ইমাম সাহেবের স্বাক্ষর জাল করে কে বা কারা টাকা তুলে নিয়েছেন।’
লোকমান হাকিম আরও বলেন, ‘পিআইও অফিসের সহকারী মাসুদ রানা পরে আমাদের বলেন, আমরা যেন আমাদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করি। পরে লিয়াকত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাদের ১৫ হাজার টাকা দিতে চান। বাকি ১০ হাজার টাকার কথা বললে তিনি বলেন, ওটা মসজিদের লস। আমরা ১৫ হাজার টাকা না নেওয়ায় আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে উপজেলায় লিখিত অভিযোগ দিয়েছি।’
তবে গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি কেন মসজিদ কমিটিকে টাকা দিতে যাব? পিআইও অফিসের মাসুদ রানার ঝামেলা আমাকে বলেছে। তাই আমি তা সমাধান করার চেষ্টা করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের সহকারী মাসুদ রানা কোনো জবাব না দিয়ে বলেন, ‘কাল অফিস খোলা আছে, আপনি অফিসে আসেন সাক্ষাতে কথা বলি। আর না হলে আপনি কখন সময় পান বলেন দেখা করি।’
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সজীবুল করিম বলেন, ‘এ প্রকল্প আগের পিআইও অফিসারের। ইউএনও স্যার আমাকে তদন্তের জন্য বলেছেন। আগামীকাল তদন্ত করে দেখি। তারপর আপনাকে বিষয়টি জানাব।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনা তদন্ত করতে বলেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩১ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৩৮ মিনিট আগে