ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিরল সীমান্তে ২ বাংলাদেশি আটক

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১৫: ৫২

দিনাজপুরের বিরল সীমান্ত দায়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির নোনাগ্রাম সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আটক তরুণেরা হলেন দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মুর্সিদহাট মিলরোড এলাকার শ্রী রামা রায়েরের ছেলে মেগনেট রায় (২৫) ও নীলফামারী জেলায় পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (১৯)। 

বিজিবি জানায়, আটক তরুণেরা দালাল চক্রের মাধ্যমে আজ ভোররাতে কিশোরীগঞ্জ বিওপির নোনাগ্রাম ৩৩১ / ৪ এস পিলারসংলগ্ন এলাকার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। খবর পেয়ে বিজিবি তাঁদের আটক করে। 

 ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নীলফামারী ও দিনাজপুর জেলার দুজনকে আটক করা হয়। আটকদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত