গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় বোরো ধান খেতে পানির দাবিতে ফসলি জমিতে মানববন্ধন করেছেন ৩৫–৪০ জন কৃষক। আজ রোববার দুপুরের উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর মৌজায় এ মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকদের দাবি, তাঁরা বরেন্দ্র সেচের মাধ্যমে ওই মৌজায় প্রায় ৩০ দোনের (২২ শতকে ১ দোন) জমিতে সেচ দেন ৫০ থেকে ৬০ জন কৃষক। কিন্তু সেচ প্রকল্প বরেন্দ্রর দেখভালের দায়িত্বে থাকা অপারেটর শাহিনুর রহমান বিপ্লব ঠিকমতো তাদের ধান খেতে পানি দেন না। এ জন্য পানির অভাবে জমি ফেটে যাচ্ছে এবং মৌজাটিতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে তাদের ধান উৎপাদন কম হবে।
মানববন্ধনে সাবুল মিয়া (৪৭) নামের এক কৃষক বলেন, ‘আমি ২২ শতকের জমিতে হাইব্রীড জাতের ধান লাগিয়েছি। এই ধান ১ শতকে প্রায় এক মণ করে হয়। পানি ঠিকমতো না দেওয়ায় তেমন ফলন হয়নি। এবারে শতকে ১৫–২০ কেজি হতে পারে। পানি অভাবে যে কয়টা ধানে চারা লাগাছি সেই কয়টায় আছে ভুল করিয়াও আর একটা চারা জন্মায় নাই।’
সাদ্দাম মিয়া (৩৫) নামের আর এক কৃষক বলেন, ‘এক দোন জমিতে পানি দেয়া ২ হাজার টাকা দেয়া হয়। কিন্তু সে ১০–১২ দিন পর পানি দেয়। এতে ধানে জমি ফাটি চৌচির হয়া গেইছে। আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি আমরা যাতে ঠিকমতো আবাদ করতে পারি।’
রব্বানী নামের আরের কৃষক বলেন, ‘স্যার আমরা চাষাবাদ করি খাই। প্রতিবারে ধানের সময় এই বিপ্লব পানি দিবার সময় এ রকম করে। টাকাও আগে বুঝি নেয়। কিন্তু পানি ঠিকমতো দেয় না। যদি হামরা কৃষক মানুষ আবাদ-সুবাদ করিবার নাই পাই তাহইলে বউ-বাচ্চাক নিয়া কি খায়া থাকমো? এই অপারেটর এত খারাপ কারেন্ট থাকলেও পানি দিবার চায় না।’
এ বিষয়ে দায়িত্বে থাকা বরেন্দ্র সেচের অপারেটর শাহিনুর রহমান বিপ্লবের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান বিদ্যুৎ ঠিকমতো থাকে না, আর যতই পানি দেই না কেন বর্তমান তাপপ্রবাহের কারণে জমিতে পানি থাকতেছে না। জমিতে পানি না থাকলে আমার করার কী আছে।’
বিদ্যুৎ সংকটের বিষয়ে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মাদ আব্দুল জলিলের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান দেশের যে অবস্থা মধ্য দিয়ে যাচ্ছে সে তুলনায় আমাদের গঙ্গাচড়া অনেক ভালো আছে। আমরা কৃষিতে সর্বোচ্চ বিদ্যুৎ বিতরণ করতেছি। আমাদের কৃষিতে বিদ্যুৎ বিতরণ নিয়ে কোনো অভিযোগ থাকার কথা নয়। কোনো সেচ মালিক যদি এ ধরনের কথা বলে থাকে তাহলে তিনি মনগড়া কথা বলেছেন।’
রংপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম মশিউর রহমানের অফিসের সরকারি নম্বরে যোগাযোগ করা হলে ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুধু সদস্য এগুলো আমাদের কাজ না। আমরা শুধু সমন্বয় করি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নার কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে লিখিত অভিযোগ বা কৃষকেরা যদি আসে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
রংপুরের গঙ্গাচড়ায় বোরো ধান খেতে পানির দাবিতে ফসলি জমিতে মানববন্ধন করেছেন ৩৫–৪০ জন কৃষক। আজ রোববার দুপুরের উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর মৌজায় এ মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকদের দাবি, তাঁরা বরেন্দ্র সেচের মাধ্যমে ওই মৌজায় প্রায় ৩০ দোনের (২২ শতকে ১ দোন) জমিতে সেচ দেন ৫০ থেকে ৬০ জন কৃষক। কিন্তু সেচ প্রকল্প বরেন্দ্রর দেখভালের দায়িত্বে থাকা অপারেটর শাহিনুর রহমান বিপ্লব ঠিকমতো তাদের ধান খেতে পানি দেন না। এ জন্য পানির অভাবে জমি ফেটে যাচ্ছে এবং মৌজাটিতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে তাদের ধান উৎপাদন কম হবে।
মানববন্ধনে সাবুল মিয়া (৪৭) নামের এক কৃষক বলেন, ‘আমি ২২ শতকের জমিতে হাইব্রীড জাতের ধান লাগিয়েছি। এই ধান ১ শতকে প্রায় এক মণ করে হয়। পানি ঠিকমতো না দেওয়ায় তেমন ফলন হয়নি। এবারে শতকে ১৫–২০ কেজি হতে পারে। পানি অভাবে যে কয়টা ধানে চারা লাগাছি সেই কয়টায় আছে ভুল করিয়াও আর একটা চারা জন্মায় নাই।’
সাদ্দাম মিয়া (৩৫) নামের আর এক কৃষক বলেন, ‘এক দোন জমিতে পানি দেয়া ২ হাজার টাকা দেয়া হয়। কিন্তু সে ১০–১২ দিন পর পানি দেয়। এতে ধানে জমি ফাটি চৌচির হয়া গেইছে। আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি আমরা যাতে ঠিকমতো আবাদ করতে পারি।’
রব্বানী নামের আরের কৃষক বলেন, ‘স্যার আমরা চাষাবাদ করি খাই। প্রতিবারে ধানের সময় এই বিপ্লব পানি দিবার সময় এ রকম করে। টাকাও আগে বুঝি নেয়। কিন্তু পানি ঠিকমতো দেয় না। যদি হামরা কৃষক মানুষ আবাদ-সুবাদ করিবার নাই পাই তাহইলে বউ-বাচ্চাক নিয়া কি খায়া থাকমো? এই অপারেটর এত খারাপ কারেন্ট থাকলেও পানি দিবার চায় না।’
এ বিষয়ে দায়িত্বে থাকা বরেন্দ্র সেচের অপারেটর শাহিনুর রহমান বিপ্লবের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান বিদ্যুৎ ঠিকমতো থাকে না, আর যতই পানি দেই না কেন বর্তমান তাপপ্রবাহের কারণে জমিতে পানি থাকতেছে না। জমিতে পানি না থাকলে আমার করার কী আছে।’
বিদ্যুৎ সংকটের বিষয়ে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মাদ আব্দুল জলিলের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান দেশের যে অবস্থা মধ্য দিয়ে যাচ্ছে সে তুলনায় আমাদের গঙ্গাচড়া অনেক ভালো আছে। আমরা কৃষিতে সর্বোচ্চ বিদ্যুৎ বিতরণ করতেছি। আমাদের কৃষিতে বিদ্যুৎ বিতরণ নিয়ে কোনো অভিযোগ থাকার কথা নয়। কোনো সেচ মালিক যদি এ ধরনের কথা বলে থাকে তাহলে তিনি মনগড়া কথা বলেছেন।’
রংপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম মশিউর রহমানের অফিসের সরকারি নম্বরে যোগাযোগ করা হলে ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুধু সদস্য এগুলো আমাদের কাজ না। আমরা শুধু সমন্বয় করি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নার কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে লিখিত অভিযোগ বা কৃষকেরা যদি আসে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৫ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৮ মিনিট আগে