কর্মিসভা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬ 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ২১: ৩২

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হয়েছেন। যুবদলের কর্মিসভায় উপজেলা বিএনপির সভাপতিকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জগদল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টার দিকে ৫ নম্বর সুজলপুর ইউনিয়ন যুবদলের জগদল বাজারে কর্মিসভার আয়োজন করা হয়। সভায় সুজলপুর ইউনিয়ন যুবদল সভাপতি, ইউনিয়ন পরিষদ সদস্য সেলিম হোসেনের সভাপতিত্ব করেন।

এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু প্রধান অতিথি ও উপজেলা যুবদল সভাপতি আসাদুল ইসলাম দুলাল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। ওই সভায় উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুকে আমন্ত্রণ জানানো হয়নি। ওই সভায় যোগ দিতে জগদল বাজারের দিকে আসতে চাইলে সভার সভাপতি সেলিম হোসেনকে বাধা দেওয়া হয়। পরে বিষয়টি তাঁর পক্ষের লোকজন জানলে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। 

সভার সভাপতি ইউনিয়ন পরিষদ সদস্য সেলিম হোসেন বলেন, ‘সভাটি না করার জন্য আমাকে বিভিন্নভাবে দলীয় ও প্রশাসনিক হুমকি দিয়ে আসছিল। শনিবার বেলা ৩টার দিকে আমি বাড়ি থেকে জগদল বাজারে কর্মিসভায় যাওয়ার পথে সেতাবগঞ্জ রোডের কোমর রাইস মিলসংলগ্ন রাস্তায় মঞ্জু গ্রুপের কয়েকজন ব্যারিকেড দিয়ে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় আমি উদ্ধার হয়ে ঘটনাটি দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।’আহত পৌর বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাবলু। ছবি: আজকের পত্রিকাওই ঘটনাকে কেন্দ্র করে বিকেল সাড়ে ৪টার দিকে বীরগঞ্জ পৌর শহরের কাজী মার্কেট, কলেজ মোড় ও পুরাতন শহীদ মিনার বিজয় চত্বরে জাকির হোসেন ধলু গ্রুপের উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্কাস আলী, যুবদল নেতা আসাদুল ইসলাম দুলাল তাঁদের লোকজন নিয়ে দখলে নিলে মঞ্জুর পক্ষের লোকজনের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। 

এ ঘটনায় ধলু গ্রুপের পাঁচজন এবং মঞ্জু গ্রুপের একজন আহত হন। সংঘর্ষ শেষে ধলুর পক্ষের লোকজন সফলভাবে যুবদলের কর্মিসভা শেষ করেন। 

ধলু গ্রুপের আহতরা হলেন পৌর বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাবলু, সুজলপুর ইউনিয়ন যুবদল সভাপতি সেলিম হোসেন, ছাত্রদল কর্মী মাহফুজুর রহমান বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুজন আলী, মোহনপুর ইউনিয়ন বিএনপির সদস্য একরাম হোসেন আহত হয়। 

এঁদের মধ্যে হাবিবুর রহমান হাবলুকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও মাহফুজুর রহমান বাবুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সুজলপুর ইউনিয়ন যুবদল সভাপতি সেলিম হোসেনের গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকাঅপর দিকে মঞ্জু গ্রুপের উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকাশ আহত হয়ে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর চৌধুরী। 

সংঘর্ষের সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী ও বীরগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, কারও পক্ষের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত