পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় নেশাগ্রস্ত অবস্থায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে এক কিশোরের (১৬) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জমানবীশ বালিকা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম মিন্টু জানান, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরসহ তার দুই বন্ধু মাদ্রাসার ছাদের ওপর টিউবে ব্যবহৃত আঠা (গাম) খেয়ে নেশা করে। অতিরিক্ত নেশাগ্রস্ত হওয়ায় ছাদ থেকে নিচে পড়ে যায় সে। এ সময় তার সঙ্গে থাকা দুই বন্ধু পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কিশোরকে উদ্ধার করে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার ভোররাতে সে মারা যায়।
কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলে ঢাকায় একটি প্রেসে শ্রমিক হিসেবে কাজ করত। ঈদের ছুটিতে বাড়িতে এসে আর ফিরে যায়নি। বন্ধুর পাল্লায় পড়ে সে চিরকালের জন্য হারিয়ে গেল।’
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ‘ছেলেটি গাম দিয়ে নেশা করত বলে আমরা জেনেছি। যেহেতু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে, তাই বিষয়টি কোতোয়ালি থানা দেখবে।’
যোগাযোগ করা হলে রংপুর কোতোয়ালি থানার ইউডি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, ‘ছাদ থেকে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই পরিবারের কোনো অভিযোগ না থানায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হবে।’
রংপুরের পীরগাছায় নেশাগ্রস্ত অবস্থায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে এক কিশোরের (১৬) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জমানবীশ বালিকা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম মিন্টু জানান, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরসহ তার দুই বন্ধু মাদ্রাসার ছাদের ওপর টিউবে ব্যবহৃত আঠা (গাম) খেয়ে নেশা করে। অতিরিক্ত নেশাগ্রস্ত হওয়ায় ছাদ থেকে নিচে পড়ে যায় সে। এ সময় তার সঙ্গে থাকা দুই বন্ধু পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কিশোরকে উদ্ধার করে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার ভোররাতে সে মারা যায়।
কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলে ঢাকায় একটি প্রেসে শ্রমিক হিসেবে কাজ করত। ঈদের ছুটিতে বাড়িতে এসে আর ফিরে যায়নি। বন্ধুর পাল্লায় পড়ে সে চিরকালের জন্য হারিয়ে গেল।’
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ‘ছেলেটি গাম দিয়ে নেশা করত বলে আমরা জেনেছি। যেহেতু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে, তাই বিষয়টি কোতোয়ালি থানা দেখবে।’
যোগাযোগ করা হলে রংপুর কোতোয়ালি থানার ইউডি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, ‘ছাদ থেকে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই পরিবারের কোনো অভিযোগ না থানায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৪ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৭ মিনিট আগে