লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় ভাতিজার দায়ের কোপে আহত চাচির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা রিপনের বিরুদ্ধে নতুন করে মামলা পুলিশ নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
আজ সোমবার উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া এলাকায় নিজ বাড়িতে আর্জিনা বেগমের (৫০) মৃত্যু হয়। তিনি ওই গ্রামের গোলাপ উদ্দিনের স্ত্রী। গ্রেপ্তার ভাতিজা রিপন আলী (৩২) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এর আগে গত ১৬ জুন বিকেলে নিজ বাড়ির সামনে ভাতিজা রিপনের দেশি অস্ত্রে হামলায় গুরুতর আহত হন আর্জিনা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৬ জুন বিকেলে প্রতিবেশী চাচি আর্জিনাকে নিজ বাড়ির সামনে একা পেয়ে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন রিপন আলী। পরে স্থানীয়রা আহত আর্জিনাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ছেলেকে বাঁচাতে নিজে বাদী হয়ে পরদিন ১৭ জুন ছেলে রিপন আলীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন রফিকুল ইসলাম। এ মামলায় পুলিশ রিপনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
আর্জিনা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসা শেষে গত তিন দিন আগে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন। সোমবার সকালে নিজ বাড়িতে মারা যান আর্জিনা বেগম।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে একটি কুচক্রী মহল। নতুন মামলা না দিতে চাপ দিচ্ছে।
এ কারণে নিহতের ভাই সিরাজুল ইসলাম বোনকে হত্যার দায়ে হাতীবান্ধা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।
নিহতের ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অথচ হত্যাকারীকে বাঁচাতে তার বাবা কৌশলে মামলা দিয়ে ছেলেকে হাজতে পাঠিয়েছেন। যা পরবর্তীতে নিজেরা আপস করে নিয়ে মামলার আলামত নষ্ট করবে বলে কৌশল করছে। আমরা মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করছে না। পুলিশের দাবি, একই ঘটনায় যেহেতু আগে মামলা হয়েছে তাই পুনরায় করা যাবে না। হত্যাকারীকে বাঁচাতে মরিয়া চক্রটি পুলিশকে ম্যানেজ করেছে। আমি আমার বোনের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই।’
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, চাচির ওপর হামলার ঘটনায় ভাতিজা রিপন আলীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে আর্জিনার মৃত্যুর খবরে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে নতুন করে মামলা নেওয়া হবে। না দিলে আগের অভিযোগটি হত্যা মামলা হিসেবেই নথিভুক্ত করা হবে।
লালমনিরহাটের হাতীবান্ধায় ভাতিজার দায়ের কোপে আহত চাচির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা রিপনের বিরুদ্ধে নতুন করে মামলা পুলিশ নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
আজ সোমবার উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া এলাকায় নিজ বাড়িতে আর্জিনা বেগমের (৫০) মৃত্যু হয়। তিনি ওই গ্রামের গোলাপ উদ্দিনের স্ত্রী। গ্রেপ্তার ভাতিজা রিপন আলী (৩২) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এর আগে গত ১৬ জুন বিকেলে নিজ বাড়ির সামনে ভাতিজা রিপনের দেশি অস্ত্রে হামলায় গুরুতর আহত হন আর্জিনা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৬ জুন বিকেলে প্রতিবেশী চাচি আর্জিনাকে নিজ বাড়ির সামনে একা পেয়ে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন রিপন আলী। পরে স্থানীয়রা আহত আর্জিনাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ছেলেকে বাঁচাতে নিজে বাদী হয়ে পরদিন ১৭ জুন ছেলে রিপন আলীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন রফিকুল ইসলাম। এ মামলায় পুলিশ রিপনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
আর্জিনা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসা শেষে গত তিন দিন আগে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন। সোমবার সকালে নিজ বাড়িতে মারা যান আর্জিনা বেগম।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে একটি কুচক্রী মহল। নতুন মামলা না দিতে চাপ দিচ্ছে।
এ কারণে নিহতের ভাই সিরাজুল ইসলাম বোনকে হত্যার দায়ে হাতীবান্ধা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।
নিহতের ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অথচ হত্যাকারীকে বাঁচাতে তার বাবা কৌশলে মামলা দিয়ে ছেলেকে হাজতে পাঠিয়েছেন। যা পরবর্তীতে নিজেরা আপস করে নিয়ে মামলার আলামত নষ্ট করবে বলে কৌশল করছে। আমরা মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করছে না। পুলিশের দাবি, একই ঘটনায় যেহেতু আগে মামলা হয়েছে তাই পুনরায় করা যাবে না। হত্যাকারীকে বাঁচাতে মরিয়া চক্রটি পুলিশকে ম্যানেজ করেছে। আমি আমার বোনের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই।’
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, চাচির ওপর হামলার ঘটনায় ভাতিজা রিপন আলীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে আর্জিনার মৃত্যুর খবরে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে নতুন করে মামলা নেওয়া হবে। না দিলে আগের অভিযোগটি হত্যা মামলা হিসেবেই নথিভুক্ত করা হবে।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১৪ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১৪ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
১৪ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে