মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় মরদেহ রাখার জন্য লাশঘর নেই। লাশঘর না থাকায় প্রায়ই থানা চত্বরে খোলা আকাশের নিচে ও স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় মরদেহ রাখা হয়।
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-রংপুর মহাসড়কের পাশেই। প্রায়ই সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা যায়। পরিচয় সংগ্রহ ও নিহতের আত্মীয়স্বজন না আসা পর্যন্ত মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখতে হয়। এ সময় বিশেষায়িত কোনো কক্ষ না থাকায় কমপ্লেক্সের বারান্দায় মরদেহ রাখা হয়। দীর্ঘ সময় সাধারণ ব্যবস্থায় মরদেহ রাখার কারণে অনেক সময় মরদেহ স্বাভাবিক থাকে না।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেবুল হোসেন বলেন, উপজেলা পর্যায়ে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ সংরক্ষণ করার মতো কোনো বিশেষায়িত কক্ষ নেই। তবে থাকা প্রয়োজন।
একই অবস্থা থানাগুলোতে। মিঠাপুকুর থানা চত্বরে খোলা আকাশের নিচে রিকশা, ভ্যানে মরদেহ রাখতে দেখা গেছে। অনেক সময় অস্বাভাবিক ঘটনায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা শহরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাতে দেরি হয়। তখন থানা চত্বরে খোলা আকাশের নিচে মরদেহ রাখা হয়। এ প্রসঙ্গে কথা হলে মিঠাপুকুর থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, থানা চত্বরে মরদেহ রাখার জন্য সরকারিভাবে কোনো লাশঘর নির্মাণ করা হয়নি। এ কারণে দ্রুত মরদেহ জেলা শহরে অবস্থিত মর্গে পাঠানোর চেষ্টা করা হয়। কোনো কারণে রাত হয়ে গেলে পুলিশের পাহারায় থানা চত্বরে রাখতে হয়। তিনি জানান, পাবনা জেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে থানা চত্বরে লাশঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে এলে থানা চত্বরে লাশঘর তৈরি করা সম্ভব।
শুধু মিঠাপুকুর নয়। জেলার সব স্বাস্থ্য কমপ্লেক্স ও থানার একই অবস্থা। একটিতেও লাশঘর নেই বলে খোঁজ নিয়ে জানা গেছে।
রংপুরের আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় মরদেহ রাখার জন্য লাশঘর নেই। লাশঘর না থাকায় প্রায়ই থানা চত্বরে খোলা আকাশের নিচে ও স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় মরদেহ রাখা হয়।
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-রংপুর মহাসড়কের পাশেই। প্রায়ই সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা যায়। পরিচয় সংগ্রহ ও নিহতের আত্মীয়স্বজন না আসা পর্যন্ত মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখতে হয়। এ সময় বিশেষায়িত কোনো কক্ষ না থাকায় কমপ্লেক্সের বারান্দায় মরদেহ রাখা হয়। দীর্ঘ সময় সাধারণ ব্যবস্থায় মরদেহ রাখার কারণে অনেক সময় মরদেহ স্বাভাবিক থাকে না।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেবুল হোসেন বলেন, উপজেলা পর্যায়ে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ সংরক্ষণ করার মতো কোনো বিশেষায়িত কক্ষ নেই। তবে থাকা প্রয়োজন।
একই অবস্থা থানাগুলোতে। মিঠাপুকুর থানা চত্বরে খোলা আকাশের নিচে রিকশা, ভ্যানে মরদেহ রাখতে দেখা গেছে। অনেক সময় অস্বাভাবিক ঘটনায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা শহরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাতে দেরি হয়। তখন থানা চত্বরে খোলা আকাশের নিচে মরদেহ রাখা হয়। এ প্রসঙ্গে কথা হলে মিঠাপুকুর থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, থানা চত্বরে মরদেহ রাখার জন্য সরকারিভাবে কোনো লাশঘর নির্মাণ করা হয়নি। এ কারণে দ্রুত মরদেহ জেলা শহরে অবস্থিত মর্গে পাঠানোর চেষ্টা করা হয়। কোনো কারণে রাত হয়ে গেলে পুলিশের পাহারায় থানা চত্বরে রাখতে হয়। তিনি জানান, পাবনা জেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে থানা চত্বরে লাশঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে এলে থানা চত্বরে লাশঘর তৈরি করা সম্ভব।
শুধু মিঠাপুকুর নয়। জেলার সব স্বাস্থ্য কমপ্লেক্স ও থানার একই অবস্থা। একটিতেও লাশঘর নেই বলে খোঁজ নিয়ে জানা গেছে।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৯ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২৬ মিনিট আগে